কেরলে এক ব্যক্তির নাবালিকাকে মাটিতে আছাড়ের ভিডিও ধর্মীয় দাবিতে ছড়াল
বুম দেখে নাবালিকাকে আঘাতের অভিযোগে ১৭ নভেম্বর, ২০২২ কেরলের কাসারগোড় থেকে অভিযুক্ত আবুবকর সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছে।
কেরলের (Kerala) কাসারগোড় (Kasargod) অঞ্চলে একটি মাদ্রাসার সামনে এক ব্যক্তির এক নাবালিকাকে তুলে আছাড় দেওয়ার ভয়াবহ সিসিটিভি দৃশ্য ভুয়ো সাম্প্রদায়িক (communal spin) দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে যে এক হিন্দু ব্যক্তি নাবালিকাকে মাদ্রাসায় পড়তে যাওয়ার জন্য আক্রমণ করেছে।
বুম যাচাই করে দেখে যে, নাবালিকাকে আক্রমণ করার জন্য ২০২২ সালের ১৭ নভেম্বর কেরলের কাসারগোড় অঞ্চল থেকে অভিযুক্ত আবুবকর সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছে। ৮ বছরের ওই নাবালিকা সিদ্দিকির প্রতিবেশী।
ভিডিওটি ভয়াবহ, তাই বুম সেটি এখানে অন্তর্ভুক্ত করেনি।
২৯ সেকেন্ড দীর্ঘ ভাইরাল হওয়া এই ভয়াবহ দৃশ্যে দেখা যাচ্ছে যে, শক্তপোক্ত চেহারার এক ব্যক্তি ওই বালিকার দিকে এগিয়ে যাচ্ছে, এবং তার পর কোনও প্ররোচনা ছাড়াই মেয়েটিকে তুলে উঁচু করে ধরেছে। কয়েক সেকেন্ড বাদেই বাচ্চাটিকে ছুঁড়ে ফেলে দিতে দেখা যাচ্ছে। মেয়েটির পরনে হিজাব দেখা যাচ্ছে।
অনেকেই টুইটারে ভিডিওটি আরবি ভাষায় লেখা একটি ক্যাপশনের সঙ্গে শেয়ার করেছেন। ওই ক্যাপশনের অনুবাদ, "ভারতের কেরল রাজ্যে ইসলামিক স্কুলে পড়তে যাওয়ার পথে এক উগ্র হিন্দু ৯ বছরের ভারতীয় মুসলিম বালিকাকে মারধর করল!! # ভারতীয় মুসলিমরা আক্রান্ত।"
(আরবি ভাষায় মূল ক্যাপশন: في ولاية كيرالا الهندية هندوسي متطرف يضرب بوحشية طفلة هندية مسلمة (٩ أعوام) لمجرد أنها في طريقها لمدرستها الإسلامية !!)
ভিডিওটি দেখার জন্য ক্লিক করুন এখানে।
ভিডিওটি ফেসবুকেও একই দাবির সঙ্গে শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন: ভুয়ো খবর: অম্বেদকারের ছবি সহ ১০০ ডলারের নোট ছাপল মার্কিন যুক্তরাষ্ট্র
তথ্য যাচাই
বুম দেখেছে যে, ভিডিওটি আসলে ইন্ডিয়া টুডে নিউজ মোবাইল-এর বুলেটিনের অংশ। ভিডিওর স্থান হিসাবে কেরলের কাসারগোড়ের উল্লেখ করা হয়েছে। এই সূত্র ধরে আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে এই ঘটনার উপর অনেকগুলি সংবাদ প্রতিবেদন দেখতে পাই।
২০২২ সালের নভেম্বরে নিউজ মিনিট একটি প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম দেওয়া হয়, "কেরলের এক ব্যক্তি এক ৮ বছরের বালিকাকে মাটিতে আছড়ে ফেলছে, এমন একটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।" ওই প্রতিবেদনে একই সিসিটিভি দৃশ্যের স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে ঘটনাটি ১৭ নভেম্বর, বৃহস্পতিবার কাসারগোড়ের মঞ্জেশ্বর অঞ্চলে ঈশা-আথুল উলম কেন্দ্র মাদ্রাসার সম্মুখে ঘটে। যখন ৮ বছরের ওই বালিকা মাদ্রাসার বাইরে দাঁড়িয়েছিল, তখন তার প্রতিবেশী ৩৪ বছরের আবুবকর সিদ্দিকি তাকে আক্রমণ করে ও তুলে আছাড় মেরে চলে যায়। বালিকার অভিযোগের ভিত্তিতে সিদ্দিকিকে খুনের চেষ্টা, যৌন নিগ্রহ এবং অন্যান্য অভিযোগে পুলিশ পরে গ্রেফতার করে।
এই ঘটনায় আহত মেয়েটির চিকিৎসা চলছে। টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডের মতো মূলধারার সংবাদমাধ্যমেও এই ঘটনা সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে খুনের দায়ে অভিযুক্ত আফতাব মুসলমান, পার্সি নয়