কেরলে শিমজিথা মুস্তাফার গ্রেফতারি বলে ছড়াল পুরনো, অসম্পর্কিত ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওর ঘটনা নভেম্বর, ২০২৩ সালের যেখানে আস্বাথি নামের এক মহিলাকে পুলিশ স্টেশন থেকে বেরোতে দেখা যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেরলে শিমজিথা মুস্তাফার (Shimjitha Musthafa) গ্রেফতারির (arrest) দৃশ্য দাবিতে ভাইরাল হয়েছে একটি অসম্পর্কিত ভিডিও যেখানে এক মহিলাকে থানা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে উঠতে দেখা যায়।
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২৩ সালের নভেম্বর মাসের একটি ঘটনার এবং ভিডিওয় আস্বাথি নামের এক মহিলাকে দেখা যায়।
নেটপ্রভাবি শিমজিথা মুস্তাফা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দীপক নামের এক ব্যক্তির বিরুদ্ধে বাসের মধ্যে তাকে যৌন হেনস্থার অভিযোগ করে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর, গত ১৮ জানুয়ারি ওই ব্যক্তি আত্মহত্যা করেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ২১ জানুয়ারি, ২০২৬-এ শিমজিথাকে গ্রেফতার করে কোঝিকোড মেডিকেল কলেজ পুলিশ।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "অবশেষে কেরালার নিরীহ বাসযাত্রী দীপককে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগে শিমজিথা মুস্তাফা গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. শিমজিথা মুস্তাফার গ্রেফতারির আসল ভিডিও: বুম কিওয়ার্ড সার্চের মাধ্যমে কেরলের বিভিন্ন সংবাদমাধ্যমে শিমজিথা মুস্তাফার গ্রেফতারির একাধিক ভিডিও দেখতে পায় যেখানে তাকে বোরখা পরিহিত অবস্থায় দেখা যায় যা ভাইরাল ভিডিওর সঙ্গে মেলে না। দেখুন এখানে।
২. ভাইরাল ভিডিও ২০২৩ সালের: বুম ভাইরাল ভিডিওয় পুলিশের গাড়িতে কেরলের কোল্লাম জেলার আঁচল পুলিশ স্টেশনের নাম দেখতে পায়। আমরা অনুসন্ধান করে দেখি শিমজিথা মুস্তাফাকে কোঝিকোড মেডিকেল কলেজ পুলিশ গ্রেফতার করে। কোঝিকোড এবং কোল্লাম কেরলে দুটি আলাদা জেলা।
এছাড়াও, আমরা ভাইরাল ভিডিওয় নিউজ কেরলাম বলে একটি সংবাদমাধ্যমের অসম্পূর্ণ জলছাপ লক্ষ্য করি। এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা নিউজ কেরলামের ফেসবুক পেজে অনুসন্ধান করে ২৪ নভেম্বর, ২০২৩-এর পোস্টে ভাইরাল ভিডিওর একটি দীর্ঘতর সংস্করণ পাই। এর থেকে স্পষ্ট হয়, ভিডিওটির সঙ্গে শিমজিথা মুস্তাফার গ্রেফতারির যোগ নেই।
নিউজ কেরলামের পোস্টের ক্যাপশন অনুসারে, ভিডিওয় আস্বাথি নামের এক মহিলাকে দেখা যায় যিনি তার স্বামী আত্মহত্যা করার পর পরই, নিজের সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে চলে যান। নিউজ কেরলামের পেজে এই মামলা সংক্রান্ত আরও একটি ভিডিও দেখা যায়।







