ভুয়ো সাম্প্রদায়িক দাবিতে ছড়াল কেরলে বেহালা শিল্পীর অনুষ্ঠান বন্ধের ভিডিও
বুমকে বেহালা শিল্পী গঙ্গা শশীধরনের বাবা জানান, নির্ধারিত সময় পেরোনোর ফলে পুলিশ অনুষ্ঠান বন্ধ করে; ঘটনার সাথে সাম্প্রদায়িকতার সম্পর্ক নেই।

ভুয়ো সাম্প্রদায়িক (communal) দাবিসহ সমাজমাধ্যমে এক বেহালা শিল্পীর অনুষ্ঠান মাঝপথে বন্ধ (concert stopped) করে দেওয়ার একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন, করলে (Kerala) অনুষ্ঠান বন্ধ করেছে ইসলামপন্থীরা (Islamists)।
বুম ভিডিওর বেহালা শিল্পীকে গঙ্গা শশীধরন (১২) হিসাবে চিহ্নিত করে এবং অনুসন্ধানে দেখে একটি মন্দিরে তার অনুষ্ঠান চলাকালীন নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারণে আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করতে বলে স্থানীয় পুলিশ।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওয় এক বেহালা শিল্পীর অনুষ্ঠান মাঝপথে বন্ধ হতে দেখা যায় এবং কয়েকজন ব্যক্তি স্টেজেও উঠে পড়ে। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে কেরলের ঘটনা দাবি করে লেখেন, "Islamists জিহাদের দ্বারা আক্রান্ত..music concert...কেরালা তে।"
অনুসন্ধানে আমরা কী পেলাম: অনুষ্ঠান পুলিশ বন্ধ করেছে, কোনো সাম্প্রদায়িক দিক নেই
বুম দেখে ভাইরাল ভিডিওটি কিশোরী বেহালা শিল্পী গঙ্গা শশীধরনের মার্চ মাসের একটি অনুষ্ঠানের। গঙ্গার বাবা বুমকে জানান, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করতে বলে এবং ঘটনার সাথে সাম্প্রদায়িকতার কোনও সম্পর্ক নেই।
১. ঘটনা সংক্রান্ত মালয়লাম সংবাদ প্রতিবেদন
ভাইরাল ভিডিওয় মনোরমা নিউজের লোগো থেকে ইঙ্গিত নিয়ে, কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা ঘটনা সংক্রান্ত মনোরমা নিউজের প্রকাশিত প্রতিবেদন পাই। প্রতিবেদন অনুসারে, আলাপুজ্জার পুলিশ আয়োজকদের গঙ্গা শশীধরনের অনুষ্ঠান বন্ধ করতে বলে কারণ তারা অনুষ্ঠানের নির্ধারিত সময় অতিক্রম করে ফেলেছিল। ঘটনাটি ঘটেছিল যখন গঙ্গা কোট্টামকুলাঙ্গারা মন্দিরে বেহালা বাজাচ্ছিল এবং ভাইরাল ভিডিওয় সেখানে হঠাৎ পুলিশের আগমনে তার হতবাক হওয়ার দৃশ্য দেখা যায়।
রিপোর্টে আরও জানা যায়, রাত দশটার দিকে পুলিশ অনুষ্ঠান বন্ধ করার জন্য আয়োজকদের নির্দেশ দেন। ভিডিওটি ৫ মার্চ, ২০২৫-এ মনোরমা নিউজের ইনস্টাগ্রাম পোস্টে ও ৬ মার্চ, ২০২৫-এর একটি ইউটিউব ভিডিওয় দেখা যায়।
২. কোনও সাম্প্রদায়িক কারণে অনুষ্ঠান হয়নি — জানালেন গঙ্গার বাবা
গঙ্গার অনুষ্ঠান মাঝপথে বন্ধ হওয়ার কারণ জানতে বুম কিশোরী বেহালা বাদকের বাবার সঙ্গে কথা বলে। তিনি সমস্ত সাম্প্রদায়িক দাবি খণ্ডন করে আমাদের জানান, "রাত ১০টা বেজে যাওয়ার ফলে পুলিশ আলাপুজ্জায় অনুষ্ঠানটি বন্ধ করতে বলে। এই বিষয়ে অন্য কোনও অভিযোগ বা ঝামেলা নেই। হিন্দু-মুসলিম সংক্রান্তও কোনও সমস্যা নেই।"