BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • তেজস্বী যাদবের ঘরে ইডির টাকা, গহনা...
ফ্যাক্ট চেক

তেজস্বী যাদবের ঘরে ইডির টাকা, গহনা উদ্ধার দাবিতে সম্পর্কহীন ছবি ছড়াল

বুম দেখে ভাইরাল ছবিগুলি তেজস্বী যাদবের বাসভবনে ইডির তল্লাশির সঙ্গে সম্পর্কহীন। ইডি এব্যাপারে এখনও কোনও ছবি টুইট করেনি।

By - Sista Mukherjee |
Published -  12 March 2023 9:22 PM IST
  • তেজস্বী যাদবের ঘরে ইডির টাকা, গহনা উদ্ধার দাবিতে সম্পর্কহীন ছবি ছড়াল
    Listen to this Article

    টাকা, সোনার গহনা ও সোনার বাট উদ্ধারের কয়েকটি সম্পর্কহীন ছবি শেয়ার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejaswi Yadav) বাড়ি থেকে সেগুলি "রেলে চাকরির বদলে জমি" দুর্নীতির তদন্তে বাজেয়াপ্ত করা জিনিস বলে দাবি করা হচ্ছে।

    বুম যাচাই করে দেখে ভাইরাল তিনটে ছবি ইডির পুরনো তল্লাশি অভিযানের ঘটনার। বাকী দুটি ছবি "রেলে চাকরির বদলে জমি" দুর্নীতির সঙ্গে সম্পর্কিত বলা হলেও তেজস্বী যাদবের বাসভবন থেকে উদ্ধার হয়েছে কি স্পষ্ট করেনি সংবাদ সংস্থা এএনআই। ইডির এই ব্যাপারে টুইটারে কোনও ছবি এখনও প্রকাশ করেনি।

    সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ১০ মার্চ, ২০২৩ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের দিল্লির বাড়ি ও লালু প্রসাদ যাদবের কন্যাদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে নগদ ৭০ লক্ষ টাকা, ১.৫ কেজি সোনার গয়না, ৫৪০ গ্রাম সোনার বাট এবং ৯০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। তেজস্বী যাদবের দিল্লির বাসভবন সহ রাঁচি, পাটনা ও মুম্বইয়ে "রেলে চাকরির বদলে জমি" দুর্নীতির অভিযোগ তদন্তে ২৪ টি জায়গায় তল্লাশি চালায় ইডি। প্রাক্তন রেল মন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব শনিবার টুইট করে ইডির কাছে 'পঞ্চনামা' অর্থাৎ বাজেয়াপ্ত করা জিনিসের তালিকা প্রকাশ্যে আনার দাবি করেন। পরে ইডি তেজস্বীর টুইটের জবাবে টুইট করে জানায় এই মূহূর্তে আনুমানিক ৬০০ কোটি টাকার বাজেয়াপ্ত করেছে। এই পরিপ্রেক্ষিতেই সোশাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করা হচ্ছে।

    ফেসবুক পোস্টে ভাইরাল হওয়া ৫ টি ছবিতে দেখা যায়, বিছানাতে ইডির ইংরেজি আদ্যাক্ষরে সাজিয়ে রাখা টাকার বান্ডিল, সোনার গয়না, সোনার বাট এবং সুটকেসে রাখা টাকা। ছবিগুলি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "𝚃2 𝙼𝚊𝚝𝚌𝚑 চলছে। লালু প্রসাদ যাদবের ছেলের (তেজস্বী যাদব) বাড়ি থেকে.... ED-র প্রাপ্তি!"


    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    ছবিগুলি একই দাবি সহ ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

    আরও পড়ুন: তেলঙ্গানায় পুলিশের গাড়িতে হামলা তামিলনাড়ুতে পরিযায়ীদের আক্রমণ বলে ছড়াল

    তথ্য যাচাই

    বুম ছবিগুলি রিভার্স ইমেজ সার্চ করে দেখে ছবিগুলি তেজস্বী যাদবের বাড়িতে তল্লাশির সঙ্গে সম্পর্কিত কিনা স্পষ্ট করেনি সংবাদ সংস্থা। বাকী ছবিগুলি পুরনো।

    আমরা, ইডির আদ্যাক্ষরে সাজিয়ে রাখা টাকার বান্ডিলের প্রথম ছবিটি রিভার্স সার্চ করে ডেকান হেরাল্ডে ১০ সেপ্টেম্বর, ২০২২ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাই। ওই প্রতিবেদনটির শিরোনাম, "কলকাতায় গেমিং অ্যাপ কোম্পানিতে ইডির তল্লাশি অভিযান নিয়ে টিএমসি, বিজেপির মধ্যে তরজা।"


    (ইংরেজিতে মূল শিরোনাম: War of words between TMC, BJP over ED raids on gaming app company in Kolkata)

    প্রতিবেদনের ব্যবহার করা ছবিটির ক্যাপশন হল, "সূত্রের খবর, আমির খানের গার্ডেন রিচ বাড়ি থেকে এখনও পর্যন্ত ১৬ কোটির বেশি টাকা উদ্ধার করা হয়েছে। সূত্র: পিটিআই ছবি।"

    মোবাইল গেমিং অ্যাপ সংক্রান্ত দুর্নীতির তদন্তে ইডি কলকাতার ব্যবসায়ী নাসির খান ও তার ছেলে আমির খানের গার্ডেনরিচের বাড়ি থেকে ১৬ কোটি টাকা উদ্ধার করে। একই ছবি দেখা যাবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে।

    বুম রিভার্স সার্চ করে দেখে থালায় সাজানো ও গহনার বাক্সের রাখা গহনার ছবি দুটি ইডি ৬ মার্চ ২০২৩ তারিখ যাচাই করা হ্যান্ডেল থেকে টুইট করে।

    ওই টুইটের ক্যাপশনে লেখা হয়,"পঙ্কজ মেহাদিয়া, লোকেশ এবং কথিক ​​জৈনের বিনিয়োগ জালিয়াতির বিষয়ে ইডি নাগপুর এবং মুম্বাইয়ের ১৫টি স্থানে তল্লাশি ও সমীক্ষা চালিয়েছে। ৫.৫১ কোটি টাকার বেহিসাবি গয়না এবং ১.২১ কোটি টাকার নগদ উদ্ধার করা হয়েছে। তদন্ত এখনও চলছে।

    ED has conducted searches and survey at 15 locations in Nagpur & Mumbai in relation to the investment fraud by Pankaj Mehadia, Lokesh & Kathik Jain. Unaccounted jewellery worth Rs 5.51 Crore and cash of 1.21 Crore has been seized. Further investigation is going on. pic.twitter.com/HS4AUaMh1t

    — ED (@dir_ed) March 6, 2023

    এব্যাপারে ৮ মার্চ প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন পড়ুন এখানে।

    সুটকেস রাখা টাকার ছবিটি সংবাদ সংস্থা এএনআই টুইট করে ১১ মার্চ, ২০২৩। "রেলে চাকরির বদলে জমি" দুর্নীতি তদন্তে টাকা ও গহনা উদ্ধার দাবি করলেও সেগুলি তেজস্বী যাদবের বাসভবন থেকে টাকা উদ্ধার কিনা স্পষ্ট করা নেই ওই টুইটে।

    ED conducted searches at 24 locations in the Railways Land for Job Scam, resulting in the recovery of unaccounted cash of Rs 1 Crore, foreign currency including US$ 1900, 540 gms gold bullion and more than 1.5 kg of gold jewellery: ED pic.twitter.com/fkPLmUpgPA

    — ANI (@ANI) March 11, 2023

    বুম ইডির টুইটার অ্যাকাউন্টে ১২ মার্চ রাত ৯ টা পর্যন্ত তেজস্বী যাদবের বাসভবন থেকে টাকা বা গহনা উদ্ধার দাবিতে কোনও ছবি টুইট হতে দেখেনি। বুম আর কোনও গণমাধ্যমে এই দুর্নীতি তদন্তে টাকা উদ্ধারের ছবি বা ভিডিও দেখতে পায়নি।

    আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের নামে ছড়াল উত্তরবঙ্গ সংবাদের সম্পাদিত শিরোনামের ছবি


    Tags

    Tejashwi YadavLalu Prasad YadavEnforcement Directorate
    Read Full Article
    Claim :   লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের বাড়ি থেকে ইডির টাকা ও সোনার গহনা উদ্ধারের ছবি
    Claimed By :  Facebook Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!