তেজস্বী যাদবের ঘরে ইডির টাকা, গহনা উদ্ধার দাবিতে সম্পর্কহীন ছবি ছড়াল
বুম দেখে ভাইরাল ছবিগুলি তেজস্বী যাদবের বাসভবনে ইডির তল্লাশির সঙ্গে সম্পর্কহীন। ইডি এব্যাপারে এখনও কোনও ছবি টুইট করেনি।

টাকা, সোনার গহনা ও সোনার বাট উদ্ধারের কয়েকটি সম্পর্কহীন ছবি শেয়ার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejaswi Yadav) বাড়ি থেকে সেগুলি "রেলে চাকরির বদলে জমি" দুর্নীতির তদন্তে বাজেয়াপ্ত করা জিনিস বলে দাবি করা হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল তিনটে ছবি ইডির পুরনো তল্লাশি অভিযানের ঘটনার। বাকী দুটি ছবি "রেলে চাকরির বদলে জমি" দুর্নীতির সঙ্গে সম্পর্কিত বলা হলেও তেজস্বী যাদবের বাসভবন থেকে উদ্ধার হয়েছে কি স্পষ্ট করেনি সংবাদ সংস্থা এএনআই। ইডির এই ব্যাপারে টুইটারে কোনও ছবি এখনও প্রকাশ করেনি।
সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ১০ মার্চ, ২০২৩ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের দিল্লির বাড়ি ও লালু প্রসাদ যাদবের কন্যাদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে নগদ ৭০ লক্ষ টাকা, ১.৫ কেজি সোনার গয়না, ৫৪০ গ্রাম সোনার বাট এবং ৯০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। তেজস্বী যাদবের দিল্লির বাসভবন সহ রাঁচি, পাটনা ও মুম্বইয়ে "রেলে চাকরির বদলে জমি" দুর্নীতির অভিযোগ তদন্তে ২৪ টি জায়গায় তল্লাশি চালায় ইডি। প্রাক্তন রেল মন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব শনিবার টুইট করে ইডির কাছে 'পঞ্চনামা' অর্থাৎ বাজেয়াপ্ত করা জিনিসের তালিকা প্রকাশ্যে আনার দাবি করেন। পরে ইডি তেজস্বীর টুইটের জবাবে টুইট করে জানায় এই মূহূর্তে আনুমানিক ৬০০ কোটি টাকার বাজেয়াপ্ত করেছে। এই পরিপ্রেক্ষিতেই সোশাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করা হচ্ছে।
ফেসবুক পোস্টে ভাইরাল হওয়া ৫ টি ছবিতে দেখা যায়, বিছানাতে ইডির ইংরেজি আদ্যাক্ষরে সাজিয়ে রাখা টাকার বান্ডিল, সোনার গয়না, সোনার বাট এবং সুটকেসে রাখা টাকা। ছবিগুলি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "𝚃2 𝙼𝚊𝚝𝚌𝚑 চলছে। লালু প্রসাদ যাদবের ছেলের (তেজস্বী যাদব) বাড়ি থেকে.... ED-র প্রাপ্তি!"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
ছবিগুলি একই দাবি সহ ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।