মহাকুম্ভের ড্রোন শো দাবি করে ভাইরাল টেক্সাসের ভিডিও
বুম দেখে আমেরিকার টেক্সাস শহরের ম্যান্সফিল্ডে ভাইরাল ভিডিওর ড্রোন শো আয়োজন করা হয়েছিল।
প্রয়াগরাজে মুহাকুম্ভ (Maha Kumbh) উপলক্ষে আয়োজন করা ড্রোন শো (drone show) ভুয়ো দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বুম দেখে ভাইরাল ভিডিওর ড্রোন শো আদতে আমেরিকার টেক্সাস শহরের যেখানে এলিমেন্টস ড্রোন শোজ নামের এক সংস্থা ২৬ নভেম্বর, ২০২৪ তারিখে এই প্রদর্শনীর আয়োজন করেছিল।
৫০০০টি ড্রোন ব্যবহার করে আয়োজিত এই প্রদর্শনীর মাধ্যমে স্কাই এলিমেন্টস গিনিস বিশ্ব রেকর্ড করে।
৪২ সেকেন্ডের ভাইরাল ভিডিওয় আকাশে ড্রোন দিয়ে সান্তা ক্লজের আকৃতি তৈরি করতে দেখা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখে, “প্রয়াগরাজ মহা কুম্ভে ড্রোন শো।”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আরও এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লেখে, “মহা কুম্ভ প্রয়াগরাজ ড্রোন শো এর অসাধারণ দৃশ্য।”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই: ভাইরাল ভিডিও আমেরিকার
ভিডিওয় সান্তা ক্লজের আকৃতি দেখে আমদের ভাইরাল দাবি সম্পর্কে সন্দেহ হয়। এই দাবির সত্যতা যাচাই করতে বুম প্রথমে ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে।
সার্চের মাধ্যমে আমরা ২০২৪ সালের ৬ ডিসেম্বর স্কাই এলিমেন্টস ড্রোনসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা ভাইরাল ভিডিওটি দেখ তে পাই।
পোস্টটির ক্যাপশন থেকে জানা যায় ৫০০০টি ড্রোনের সাহায্যে সান্তা ক্লজের আকৃতিটি আকাশে তৈরি করা হয়।
আমেরিকা ভিত্তিক স্কাই এলিমেন্টস ড্রোনস সংস্থাটি তাদের আয়োজিত বিভিন্ন ড্রোন প্রদর্শনীর জন্য খ্যাত। তাদের ইনস্টাগ্রাম পেজে এই ধরণের লাইট ও ড্রোন প্রদর্শনীর আরও ভিডিও দেখা যায়।
স্কাই এলিমেন্টস ড্রোনসের ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওর দীর্ঘতর সংস্করণ পাওয়া যায়। ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, স্কাই এলিমেন্টস ড্রোন প্রস্তুতকারক সংস্থা UVify-এর সঙ্গে যুক্ত হয়ে এখনো পর্যন্ত আমেরিকায় অনুষ্ঠিত সব থেকে বড় ড্রোন প্রদর্শনীর আয়োজন করে একটি নতুন গিনিস বিশ্ব রেকর্ড তৈরি করেছে।
এই প্রদর্শনীতে প্রায় ৫০০০টি ড্রোনের ব্যবহার হয়েছে। ভিডিওটি দেখুন এখানে।
গিনিস বিশ্ব রেকর্ডের আধিকারিক ইউটিউব চ্যানেলেও আলোচ্য ভিডিওটি দেখা যায়।
ভিডিওটির বিবরণ থেকে জানা যায় ২০২৪ সালের ২৬ নভেম্বর টেক্সাসের ম্যান্সফিল্ডে এখনো পর্যন্ত সবথেকে বড় আলোক প্রদর্শনীতে ৪৯৮১টি ড্রোনের ব্যবহার করা হয়। থ্যঙ্কসগিভিং উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীর নাম ‘জিঞ্জারব্রেড ভিলেজ’ দেওয়া হয়।
স্কাই এলিমেন্টস ড্রোনস ও গিনিস বিশ্ব রেকর্ডের ওয়েবসাইটেও এই প্রদর্শনীর বিষয়ে তথ্য পাওয়া যাবে। এই প্রদর্শনীকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। দেখুন এখানে, এখানে ও এখানে।