পশ্চিমবঙ্গের মাথা ভাঙা গান্ধী মূর্তির ছবি বাংলাদেশের দাবিতে ভাইরাল
বুম দেখে ভাইরাল ছবিটি আসলে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চাকুলিয়ার, বাংলাদেশের নয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের (West Bengal) উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার একটি মাথা ভাঙা মহাত্মা গান্ধী মূর্তির (Gandhi statue) ছবি ও ভিডিও বাংলাদেশের (Bangladesh) দাবি করে ভাইরাল হয়েছে।
বুম দেখে ঘটনাটি চাকুলিয়ার যেখানে গত ১৫ জানুয়ারি এসআইআর শুনানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনতার একটি জমায়েত হয়। এই বিক্ষোভের সময় সেখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসের (বিডিও) সামনে অবস্থিত গান্ধী মূর্তিটি ভাঙা হয়।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "বাংলাদেশে স্বাগতম বাপু ... তিনি 55 কোটি টাকা দেওয়ার জন্য অনশন করেছিলেন। তিনি হিন্দুদের কাছ থেকে সম্পূর্ণ অহিংসার দাবি করেছিলেন এবং মুসলমানদের ধর্ম রক্ষার অধিকারকে সমর্থন করেছিলেন। তিনি ছিলেন "তুষ্টির জনক"। আজ, বাংলাদেশীরা STSJ (সর তন সে জুদা) করে গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করেছে। অভিনন্দন বাপু। মাথা ছাড়া গান্ধীগিরি দীর্ঘজীবী হোক! পুনশ্চ: আমাদের বাংলাদেশীদের প্রশংসা করতে হবে। তারা STSJed মাথাটা আবক্ষ মূর্তির পাশে রেখে দিয়েছিল। তারা এটা ফেলে দেয়নি বা এটা দিয়ে ফুটবল খেলেনি। এত দয়ালু এবং করুণাময়.....!চশমায় কাঁচ আছে? "তবে দেখো গো চাহিয়া লুঙ্গীরা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া....."
পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. পশ্চিমবঙ্গের ঘটনা: বুম সাম্প্রতিককালে বাংলাদেশে গান্ধী মূর্তির ভাঙচুরের বিষয়ে সম্পর্কিত কিওয়ার্ড অনুসন্ধান করে ভাইরাল দাবির সমর্থনে কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন পায়নি। তারপর, আমরা ছবিটির রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এবিপি আনন্দের ১৬ জানুয়ারি, ২০২৬-এর একটি সংবাদ প্রতিবেদন পাই যেখানে মাথা কাটা গান্ধী মূর্তিটি দেখা যায়। প্রতিবেদনে এবিপি আনন্দ জানায়, ১৫ জানুয়ারি এসআইআর শুনানির বিরুদ্ধে চাকুলিয়ার গোয়ালপোখার-২ ব্লক ডেভেলপমেন্ট অফিসে বিক্ষোভ করে একদল মানুষ। বিক্ষোভকারীরা বিডিওর সামনে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিটি মাথা ভাঙা অবস্থায় ফেলে রেখে যায়।
এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে স্থানীয় সংবাদমাধ্যম DCB নিউজের ১৬ জানুয়ারি, ২০২৬-এর ফেসবুক পোস্টে ভাইরাল দৃশ্য দেখতে পাই।
জি ২৪ ঘণ্টাও ঘটনাটি নিয়ে প্রতিবেদন করেছে।
২. চাকুলিয়া বিডিওতে প্রতিবাদ: আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ৩০০ জন চাকুলিয়া বিডিও ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় যার ফলে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়। বিক্ষোভকারীরা অফিসে আগুনও ধরিয়ে দেয়।
গত ১৫ জানুয়ারি, চাকুলিয়ার স্থানীয়রা এসআইআর শুনানির বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিডিও অফিসের সামনে। তারা শুনানিতে দ্বিতীয়বার ডাক পাওয়ার পর, নির্বাচন কমিশনের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করে। প্রতিবাদকারীরা কাহাটায় একটি মহাসড়ক অবরোধ করে এবং পুলিশকে আক্রমণ করে, যার ফলে ছয় পুলিশ সদস্য আহত হয়। ঘটনার পর, স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
(এই প্রতিবেদনটি BOOM-এর এআই টুলের সাহায্যে অনুবাদ করা হয়েছে।)







