বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুরের মনোনয়ন জমা দেওয়ার ভিডিও ভুয়ো দাবিতে ছড়াল
বুম দেখে ভাইরাল ভিডিও মৈথিলী ঠাকুরের ভোটে জেতার আগেই শপথ গ্রহণের নয় বরং ১৭ অক্টোবর, ২০২৫-এ বিজেপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিহারে (Bihar) বিজেপি (BJP) প্রার্থী মৈথিলী ঠাকুরের (Maithili Thakur) একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন তিনি ভোটে জেতার আগে থেকেই শপথ গ্রহণের অনুশীলন শুরু করে দিয়েছে।
বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। ভিডিওটি আসলে ১৭ অক্টোবর, ২০২৫-এ বিহারের আলিনগর থেকে বিজেপি প্রার্থী হিসাবে মৈথিলী ঠাকুরের মনোনয়ন জমা দেওয়ার।
গত ৬ ও ১১ নভেম্বর, বিহারে মোট দুটি দুফায় বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪ নভেম্বর, ২০২৫-এ নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
দাবি
ভাইরাল ভিডিওয় গলায় ফুলের মালা ও উত্তরীয় পরিহিত মৈথিলী ঠাকুরকে দেখা যায় একটি কাগজ দেখে হিন্দিতে পাঠ করতে। ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "এ তো আজব কান্ড,,,,,ভোটে জেতার আগেই শপথ গ্রহণের প্র্যাকটিস বিজেপির প্রার্থী মৈথিলি ঠাকুরের,,,,,অংকটা কিছু বুঝতে পারছেন,,,?? মোদী হ্যায় তো মুনকিন হ্যায় !!"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. মনোনয়ন জমা দেওয়ার ভিডিও: বুম ভাইরাল দাবিটি যাচাই করতে ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা ২৪ অক্টোবর, ২০২৫-এ একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি আপলোড করা দেখতে পাই। ভিডিওর ক্যাপশন অনুসারে, এটি মৈথিলী ঠাকুরের নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার ভিডিও। দেখুন এখানে।
এছাড়াও, এক ফেসবুক ব্যবহারকারীর ১৭ অক্টোবরের, ২০২৫-এর পোস্টে একই দৃশ্য দেখা যায়। পোস্টটির ক্যাপশনে হিন্দিতে লেখা, "আলিনগর বিধানসভা কেন্দ্র থেকে এনডিএ সমর্থিত বিজেপি প্রার্থীর মনোনয়ন অনুষ্ঠান।" দেখুন এখানে।
২. মনোনয়ন সংক্রান্ত প্রতিবেদন: আমরা সংবাদমাধ্যম জাগরণের ১৭ অক্টোবর, ২০২৫-এ প্রকাশিত একটি প্রতিবেদনে ভাইরাল ভিডিওর একাধিক স্ক্রিনশট দেখতে পাই। প্রতিবেদন থেকে জানা যায়, তিনি ওই দিন বিহারের আলিনগর আসন থেকে মনোনয়ন পত্র জমা দেন।







