মালদার মোথাবাড়ির বলে ছড়াল বাংলাদেশে সেনাবাহিনীর ধরপাকড়ের পুরনো ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিও এবছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের মহম্মদপুর-আদাবরে হওয়া পুলিশ ও সেনাবাহিনীর ধরপাকড় অভিযানের দৃশ্য।



বাংলাদেশে (Bangladesh) কয়েকজন ব্যক্তিকে সেদেশের নিরাপত্তা বাহিনীর ধরে নিয়ে যাওয়ার পুরনো একটি ভিডিও সম্প্রতি মালদার (Maldah) মোথাবাড়িতে (Mothabari) সংঘর্ষ পরবর্তী ধরপাকড়ের দৃশ্য দাবি করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে ভাইরাল ভিডিওয় বাংলাদেশের মহম্মদপুর ও আদাবরে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে র্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চালানো একটি ধরপাকড় অভিযানের দৃশ্য দেখা যায়।
২০২৫ সালের ২৭শে মার্চ মালদার মোথাবাড়ি এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিকরা জানান, পরিস্থিতি মোকাবিলায় সেখানে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়। মোথাবাড়িতে সংঘর্ষের ঘটনায় পুলিশ ৬১জনকে গ্রেফতার করেছে ও ১৯টি মামলা করা হয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে কিছু নিরাপত্তা বাহিনীর সদস্যকে জোর করে এক ব্যক্তিকে টেনে নিয়ে একটি গাড়িতে তুলতে দেখা যায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক ফেসবুক ব্যবহারকারী মালদা মোথাবাড়ির হ্যাশট্যাগ-সহ ৩০ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করে লেখেন, "খেলা শুরু। জয় শ্রী রাম। ভিডিও টি শেয়ার করে সকল হিন্দু ভাই দের কাছে পৌঁছে দাও।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভাইরাল ভিডিওয় ধরপাকড় চালানো বাহিনীর ইউনিফর্ম এবং হেলমেটে ইংরেজিতে র্যাব লেখা। র্যাব অথবা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের একটি শাখা।
এর থেকে ইঙ্গিত নিয়ে, কিওয়ার্ড সার্চ করে আমরা বাংলাদেশ ভিত্তিক সংবাদ মাধ্যম একুশে টেলিভিশন-ইটিভির ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওর দৃশ্যসহ একটি ভিডিও দেখতে পাই।
২৬ ফেব্রুয়ারি, ২০২৫-এ আপলোড করা ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায় সেটিতে র্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর মহম্মদপুর ও আদাবরে চালানো একটি সাড়াশি অভিযানের দৃশ্য দেখা যায়।
ভিডিও রিপোর্টটির ৪৫ সেকেন্ড থেকে ভাইরাল ক্লিপের মতো একই দৃশ্য দেখা যায়।
দেখুন এখানে।
একুশে টেলিভিশন-ইটিভির ২৫ ফেব্রুয়ারির একটি প্রতিবেদন থেকে জানা যায় র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মহম্মদপুর ও আদাবর থেকে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ২৮জনকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়।
বাংলদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জানায়, ওই মাসের ২৫ ০ ২৬ তারিখে গোপন সুত্রের খবরের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু ইউনিট, র্যাব এবং থানা পুলিশ যৌথ ভাবে মোহাম্মদপুর-আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান, নিকুঞ্জ এলাকায় অভিযান চালায়।
সংবাদ বিজ্ঞপ্তিটি অনুসারে, "অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং ‘কুট্টি গ্রুপ’ এর নেতা রাসেল ও তার ভাই ব্রাদার বুশ (সাব্বির) সহ কিশোর গ্যাং এর অন্যান্য সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ মোট ৫১ জন অপরাধীদের হাতেনাতে গ্রেফতার করা হয়।"