মমতা বন্দোপাধ্যায়ের 'জয় শ্রী রাম' স্লোগানে রেগে যাওয়ার ভিডিওটি পুরনো
বুম যাচাই করে দেখে ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০১৯ সালের
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) 'জয় শ্রী রাম' (Jai Shri Ram) শুনে উত্তেজিত হয়ে ওঠার একটি ভিডিও এবং দাবি করা হয় এটি এক সাম্প্রতিক (Recent) ঘটনা।
বুম যাচাই করে দেখে এটি ২০১৯ সালের মে মাসের উত্তর ২৪ পরগনার একটি ভিডিও এবং এটি বিভ্রান্তিকর দাবিসহ পোস্ট করা হয়।
ভিডিওতে দেখা যায় মুখ্যমন্ত্রীর গাড়ি যখন রাস্তা দিয়ে যায় তখন পাশে কিছু মানুষকে জয় শ্রী রাম স্লোগান তুলতে শোনা যায়। মুখ্যমন্ত্রী তখন নিজের গাড়ি থেকে নেমে সেই ব্যক্তিদের উপর ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখা হয় "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়ির দৃশ্য যখন তিনি অন্য একটি গাড়ি থামিয়ে তাদের উপর ক্ষোভ প্রকাশ করেন কারণ তারা জয় শ্রী রাম স্লোগান দেয়।"
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
এই ধরণের একই দাবি সহ আরেকটি পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ঘটনাটি সাম্প্রতিক নয়, ২০১৯ সালের।
'জয় শ্রী রাম' এবং 'মমতা বন্দ্যোপাধ্যায়' শব্দগুলি ব্যবহার করে একটি কীওয়ার্ড সার্চ করায় আমরা ২০১৯ সালের মে মাসের এই ঘটনা সম্পর্কে কয়েকটি প্রতিবেদন খুঁজে পাই। এবিপি নিউজ সংবাদমাধ্যমের ৩০ মে, ২০১৯ তারিখের একটি ভিডিও প্রতিবেদন দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে যেখানে গোটা ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়। ভিডিওতে দেখানো হয় কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গাড়ি থেকে নেমে 'জয় শ্রী রাম' স্লোগান তোলা ব্যক্তিদের উপর ক্ষোভ প্রকাশ করেন এবং তারপরে দাবি করেন এই ব্যক্তিরা আসলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পাঠানো লোক, যারা পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা নন। তিনি তাদের 'অপরাধী' (Criminal) বলে সম্বোধন করে বলেন,"এদের সাহস কত বড়, আমায় দাঁড়িয়ে গালাগালি দিচ্ছে।" তিনি আরও বলেন,"এরা বহিরাগত, এখানকার স্থানীয় লোক নন।"
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
আমরা আরও লক্ষ্য করি এই ভিডিওর দৃশ্যের সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর মিল দেখা যায়। সোশ্যাল মিডিয়ার ভিডিওর সাথে প্রতিবেদনের দৃশ্যগুলির একটি তুলনা নিচে দেখা যাবে:
সংবাদসংস্থা এএনআই তরফেও এই একই দৃশ্যগুলি সহ একটি প্রতিবেদন দেখা যায়।
ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যম তরফে বলা হয় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় যখন মুখ্যমন্ত্রী গাড়িকে লক্ষ্য করে কিছু ব্যক্তিরা 'জয় শ্রী রাম' স্লোগান তোলেন এবং তারপর সেই ব্যক্তিদের উপর মুখ্যমন্ত্রী উত্তেজিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারপর তিনি এই ব্যক্তিদের তথ্য সুরক্ষাকর্মীদের লিখে নিতেও বলেন বলে জানা যায় এই প্রতিবেদনে।
ইন্ডিয়া টুডের পক্ষ থেকে শেয়ার করা ভিডিওর সাথে ভাইরাল দৃশ্য গুলির মিল লক্ষ্য করা যায়। তাদের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
এই ঘটনাটি প্রথমবার নয় যখন মমতা বন্দোপাধ্যায় 'জয় শ্রী রাম' স্লোগান শুনে উত্তেজিত হয়ে ওঠেন। তার আগেও তিনি যখন পশ্চিম মেদিনীপুর সফরে যান তখনও তাকে এই ধরণের ঘটনার সম্মুখীন হতে হয়।
২০২১ সালের জানুয়ারী মাসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি নিজের বক্তৃতা দেননি যখন দর্শকদের মধ্যে থেকে কিছু ব্যক্তি 'জয় শ্রী রাম' স্লোগান দেয়।