BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • মোরবী সেতুভঙ্গ: ওরেভা গোষ্ঠীর মালিক...
ফ্যাক্ট চেক

মোরবী সেতুভঙ্গ: ওরেভা গোষ্ঠীর মালিক বলে ছড়াল গুজরাতের মন্ত্রীর ছবি

বুম দেখে ভাইরাল হওয়া ছবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে গুজরাতের মন্ত্রী রাঘবজি পটেলকে দেখা যাচ্ছে

By - Nivedita Niranjankumar |
Published -  3 Nov 2022 4:48 PM IST
  • মোরবী সেতুভঙ্গ: ওরেভা গোষ্ঠীর মালিক বলে ছড়াল গুজরাতের মন্ত্রীর ছবি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে গুজরাতের (Gujarat) এক মন্ত্রী রাঘবজি পটেলের (Raghavji Patel) ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তিনিই গুজরাতের ভেঙে-পড়া মোরবী সেতুর (Bridge in Morbi) রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত 'ওরেভা' গোষ্ঠীর (Oreva Group) মালিক। শুধু তাই নয়, ওই মন্ত্রীকে শনাক্ত করা হয়েছে ওদ্ধবজি রাঘবজি পটেল (Odhavji Raghavji Patel) হিসাবে, যিনি নাকি 'ওরেভা' গোষ্ঠীর মালিক ও প্রতিষ্ঠাতা জয়সুখ পটেলের (Jaysukh Patel) পিতা।

    গুজরাতের মোরব তে মচ্ছু নদীর ওপর ঝুলন্ত সেতুর দুর্ঘটনায় ১৩০ জনেরও বেশি মানুষের মর্মান্তিক সলিল সমাধির পর কংগ্রেস দলের বেশ কয়েকটি হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করা হয়েছে।

    গুজরাত পুলিশ স্বতঃপ্রণোদিত এফআইআর এ সেতুটির "রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা"-কে অভিযুকিত করেছে। সংবাদ সম্মেলনে রাজকোটের ইনস্পেকটর জেনারেল অশোক যাদব বলেন পুলিশ ৯ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার মধ্যে রয়েছেন ওরেভা গ্রুপ নিযুক্ত ম্যানেজার, টিকিট বিক্রেতা এবং মোরবী সাসপেনশন ব্রিজের নিরাপত্তাকর্মীরা।

    ব্রিটিশ আমলে তৈরি এই ঝুলন্ত সেতুটি ২০২২ সালের ২৬ অক্টোবরেই মেরামতের পর সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। তার আগে দীর্ঘ ৭ মাস মেরামতের জন্য সেতুটি বন্ধ ছিল। আর ৩০ অক্টোবর, ২০২২ দুর্ঘটনাটি ঘটে, খবরে প্রকাশ, যার জন্য দায়ী অতিরিক্ত ভিড়ের চাপ।

    ভাইরাল হওয়া যে ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোড় হাতে সম্বর্ধনা জানাতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যার কাঁধে প্রধানমন্ত্রী হাত রেখেছেন, সেটি রাজস্থান ও ওড়িশার যুব কংগ্রেসের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই দাবি সহ যে, এই ব্যক্তিটিই নাকি সেতুর মেরামতের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল।

    The man who got the contract to repair and maintain the #MorbiBridge is also a Modi crony...

    Only those who pay upfront via election bonds and cash, get business from the Modi Govt. The going rate is reportedly 40%.
    It's more than just criminal#Gujarat_CommissionModel pic.twitter.com/J7uqvxukYn

    — Odisha Youth Congress (@IYCOdisha) October 31, 2022


    अब तक 150 लोगो की मौते.
    इसका जिमेदार कौन?#Gujarat_CommissionModel pic.twitter.com/30s5ibRVFt

    — Rajasthan Youth Congress (@Rajasthan_PYC) October 31, 2022

    ফেসবুকে এই ছবিটিই শেয়ার করে হিন্দি ক্যাপশন দেওয়া হয়েছে--"এই লোকটিই ওদ্ধবজি রাঘবজি পটেল এবং ইনিই ওরেভা গোষ্ঠীর মালিক"।

    আরও পড়ুন: সোশাল মিডিয়ায় বিভ্রান্তি সহ ছড়াল বাংলাদেশ তৃণমূল পার্টির পোস্টার

    তথ্য যাচাই

    ভাইরাল পোস্টের ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখি, এটি বিজেপির নেতা রাঘবজি পটেলের ছবি, যিনি গুজরাতের কৃষি ও প্রাণিজ সম্পদ উন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রীও।

    এই সূত্র ধরেই আমরা রাঘবজি পটেলের যাচাই-করা ফেসবুক পেজে গিয়ে দেখি, তিনি ওই পেজে এই একই ছবি পোস্ট করেছেন ৪ সেপ্টেম্বর।

    এরপর আমরা ভাইরাল পোস্টে উল্লেখিত ওদ্ধবজি রাঘবজি পটেলের ছবিও খুঁজে বের করি এবং দেখি মন্ত্রী রাঘবজির সঙ্গে তাঁর চেহারার কোনও মিলই নেই, উপরন্তু তিনি ২০১২ সালে মারাও গেছেন।

    ২০১২ সালের ১৯ অক্টোবর দ্য মিন্ট পত্রিকায় প্রকাশিত একটি শোক-সংবাদে আমরা ওদ্ধবজি পটেলের ছবি পাই। তাঁর সঙ্গে মন্ত্রী রাঘবজির যে কোনও সাদৃশ্য নেই, সেটাও স্পষ্ট হয়।

    'অজন্তা' গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ওদ্ধবজি পটেলের ছবি নীচে দেওয়া হল:

    ওদ্ধবজি পটেল, অজন্তা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা

    এরপর আমরা 'ওরেভা' গোষ্ঠী ও তার প্রতিষ্ঠাতা জয়সুখ পটেলের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী ঘড়ি প্রস্তুতকারক সংস্থা 'অজন্তা'র প্রতিষ্ঠাতা ছিলেন ওদ্ধবজি, কালক্রমে যাঁর তিন পুত্র প্রবীণ, অশোক ও জয়সুখ নিজেদের আলাদা-আলাদা কোম্পানি তৈরি করেন। তার মধ্যে জয়সুখ পটেল 'ওরেভা' সংস্থাটি প্রতিষ্ঠা করেন এবং তিনিই এর ম্যানেজিং ডিরেক্টর।

    ওরেভা সংস্থার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত একটি পুস্তিকায় আমরা জয়সুখ পটেলের ছবি সহ তাঁর একটি লেখা খুঁজে পাই। ভাইরাল পোস্টে গুজরাতের মন্ত্রীর যে ছবি শেয়ার হয়েছে, তার সঙ্গে ওরেভা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জয়সুখের ছবির কোনও সাদৃশ্য নেই।


    মন্ত্রী রাঘবজির ছবির সাথে 'অজন্তা' মালিক ওদ্ধবজি এবং 'ওরেভা' মালিক জয়সুখের ছবির তুলনা করলে তাদের মধ্যে কোন মিল দেখা যায় না।

    নীচে তিনটি ছবির মধ্যে তুলনা করা হল:


    আরও পড়ুন: ঘানার উপস্থাপকের ক্যামেরায় হাসাহাসি ভুয়ো দাবিতে ছড়াল পাক-জিম্বাবোয়ে খেলার সঙ্গে

    Tags

    GujaratNarendra Modi
    Read Full Article
    Claim :   ছবি দেখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওরেভা গোষ্ঠীর মালিক
    Claimed By :  Orissa Youth Congress, Facebook posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!