অলৌকিক দৃশ্য ভুয়ো দাবিতে ছড়াল পুরনো সম্পাদিত অ্যানিমেশন ভিডিও
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ভিন্ন নেপথ্যে শব্দের অ্যানিমেশন দৃশ্য, ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে অনলাইনে রয়েছে।
পুরনো সম্পাদনা করা (Morphed) অ্যানিমেশন ভিডিও (animation video) শেয়ার করে সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি করা হচ্ছে জন্মাষ্টমীর দিন (Janmashtami) অলৌকিক দৃশ্যের ঘটনা।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি একটি অ্যানিমেশন ভিডিও, ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে অনলাইনে রয়েছে। মূল ভিডিওর নেপথ্য শব্দ আলাদা।
ব্রিটানিকার তথ্য অনুযায়ী, জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী হল হিন্দু ধর্মাবল্মীদের কাছে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের জন্মদিন।
ফেসবুকে ২৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় আকাশে মেঘের ভেতর এক সাদা মানুষের অবয়ব। কিছু ব্যক্তি একটি ছাদের উপর ভিড় করে দাঁড়িয়ে থেকে উত্তেজিত হয়ে হিন্দিতে কথা বার্তা বলছে।
ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "অলৌকিক ঘটনা। শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী দিন এ ঘটনা জয় শ্রী কৃষ্ণ।"
একই দাবি সহ দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।
আরও পড়ুন: ডিনামাইটে আহত বলিভিয়ার প্রতিবাদী জম্মু-কাশ্মীরের ভিডিও বলে ছড়াল
তথ্য যাচাই
বুম ভিডিওটির মূল ফ্রম গুগলে রিভার্স ইমেজ সার্চ করে '@reainaldo_oficial_1' নামের অ্যাকাউন্টে ৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে পোস্ট করা ইনস্টাগ্রাম 'রিল' খুঁজে পায়। ইংরেজিতে লেখা ক্যাপশনের অনুবাদ করলে দাঁড়ায়, "এটা অভূতপূর্ব" সঙ্গে ক্যাপশন লেখেন 'জেসাস'।
বুম মিলিয়ে দেখে যে দুটি ভিডিওর দৃশ্য একই। বুম মূল ভিডিওটিতে ইংরেজিতে কথপকথন শুনতে পায়। আর বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওতে সম্পাদনা করে অন্য ভাষায় নেপথ্য শব্দ জোড়া হয়েছে।
বুম ওই ব্যক্তির ইনস্টাগ্রামে একাধিক এই ধরণের অ্যানিমেশন ভিডিও দেখতে পায়। দুটি ভিডিও দেখুন এখানে ও এখানে।
আরও পড়ুন: আসানসোল পৌরনিগমের সাইনবোর্ডর ছাঁটাই ছবি ফের মিথ্যে দাবি সহ ছড়াচ্ছে