সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথিতে জনসভার সম্পাদিত ভিডিও ভুয়ো দাবিতে ছড়াল
বুম দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩ ডিসেম্বর ২০২২ কাঁথির জনসভার বক্তব্য সম্পাদনা করে ভাইরাল ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের (TMC) জাতীয় সাধারণ সম্পাদক ও লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে (Contai) জনসভার সম্পাদিত ভিডিও (Morphed Video) ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে "রাজ্যের সব থেকে বড় ঘুষখোর তোলাবাজের" নাম হিসেবে নিজেরই নাম উচ্চারণ করতে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
বুম যাচাই করে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩ ডিসেম্বর ২০২২ কাঁথির জনসভায় বক্তব্যের অংশ "আগে-পরে" জুড়ে ভাইরাল ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে।
২৬ সেকেন্ডের ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখা যায়, "বলুন এই রাজ্যের সব থেকে বড় ঘুষখোর তোলাবাজের নাম কি? কি নাম? কি নাম মায়েরা? কি নাম মায়েরা? কি নাম দিদিরা?"
২০ সেকেন্ড পর থেকে বারংবার অভিষেকের মুখে বলতে শোনা যায় নিজেরই নাম "অভিষেক ব্যানার্জী"
ভিডিওটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। মূল ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩ ডিসেম্বর ২০২২ কাঁথিতে জনসভায় রাখা বক্তব্যের প্রসঙ্গ ভিন্ন।
বুম গুগলে "এই রাজ্যের সব থেকে বড় ঘুষখোর তোলাবাজের নাম কি" কিওয়ার্ড সার্চ করে ৩ ডিসেম্বর, ২০২২ ও ৫ ডিসেম্বর, ২০২২ যথাক্রমে কলকাতা টিভি ও এবিপি আনন্দ প্রকাশিত প্রতিবেদন খুঁজে পায়।
ওই প্রতিবেদন অনুযায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথির জনসভায় এই প্রসঙ্গে বক্তব্য পেশ করেছেন বলে জানা যায়।
এরপর, আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যাচাই করা ফেসবুক পেজে কাঁথির জনসভায় লাইভ সম্প্রচারিত বক্তব্যের ভিডিও খুঁজে পায়।
৩ ডিসেম্বর ২০২২ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে লাইভ সম্প্রচারিত ওই ভিডিওর শিরোনাম লেখা হয়, "কাঁথির প্রভাত কুমার কলেজ মাঠের জনসভা | Public meeting at Prabhat Kumar College ground, Kanthi"
এই লাইভ ভিডিওর ১৫ মিনিট ২২ সেকেন্ড সময় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, "আমি বাইরে বেরলেই তিড়িংবিড়িং করে লাফাচ্ছে। পাগলের মত হয়ে গেছে। সকাল বিকেল শয়নে স্বপনে জাগরণে খালি অভিষেক ব্যানার্জী, (১৫ মিনিট ৪৪ সেকেন্ড প্রর্যন্ত)। আমার নাম নিতে পারে না বলে ভাইপো। কারণ নাম নিলে তো মামলা করা যায়। সেই জন্য নাম নিতে পারে না।"
১৫:৫৭ সেকেন্ড সময়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, "আপনারা বলুন এই রাজ্যের সব থেকে বড় ঘুষখোর তোলাবাজের নাম কি? কি নাম? কি নাম মায়েরা? কি নাম মায়েরা? কি নাম দিদিরা? টিভির পর্দায় কাকে ঘুষ নিতে দেখা গেছে। সুদীপ্ত সেন কার নামে চিঠি লিখেছে।"
নিচে ১৫ মিনিট ২২ সেকেন্ড সময়ের পর দেখুন সম্পর্ণ আসল ভিডিওটি।
বলা বাহুল্য, আসল ভিডিওর বক্তব্যের সম্পূর্ণ অংশ শুনলে বোঝা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন।