BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ভাইরাল ভিডিওর নিগৃহীত ব্যক্তি...
ফ্যাক্ট চেক

ভাইরাল ভিডিওর নিগৃহীত ব্যক্তি কমেডিয়ান Munawar Faruqui নন

বুম দেখে ভাইরাল ভিডিওতে যাঁকে মারা হচ্ছে, তিনি কমেডিয়ান ফারুকির বন্ধু সদাকত খান।

By - Sumit Usha |
Published -  6 Jan 2021 8:24 PM IST
  • ভাইরাল ভিডিওর নিগৃহীত ব্যক্তি কমেডিয়ান Munawar Faruqui নন

    একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে যে, সম্প্রতি ইন্দোরে (Indore), পুলিশ আর একজন আইনজীবী মিলে কমেডিয়ান বা কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিকে (Munawar Faruqui) মারধোর করে। কিন্তু ভিডিওটি বিভ্রান্তিকর।

    বুম জানতে পারে যে, ভিডিওটিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি হলেন ফারুকির এক বন্ধু। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে, ২ জানুয়ারি ২০২১-এ ফারুকিকে ইন্দোরে গ্রেপ্তার করা হলে, তাঁর বন্ধু তাঁর সঙ্গে দেখা করতে যান।
    একজন বিজেপি এমএলএ-র ছেলে, ফারুকি ও আরও চারজনের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করেন। তিনি অভিযোগ করেন যে, ইন্দোর শহরে একটি অনুষ্ঠানে ফারুকি ও আরও চারজন হিন্দু দেবদেবী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সম্পর্কে খারাপ মন্তব্য করেন।
    খবরে প্রকাশ
    যে, ২ জানুয়ারি, ফারুকি সহ আরও চারজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
    ফারুকি সহ এডউইন অ্যান্টনি, প্রখার বৈশ্য, প্রীতম বৈশ্য ও নলিন যাদবকে ভারতীয় দণ্ডবীধির ২৯৫এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য), ২৯৪ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলা), ২৬৯ (প্রাণহানিকর সংক্রমণ আটকানোর ব্যবস্থা না নেওয়া), ১৮৮ (সরকারি কর্মকর্তার আদেশ অমান্য করা) ও ৩৪ (একটি যৌথ উদ্দেশ্যসিদ্ধির জন্য একাধিক ব্যক্তির দ্বারা সংঘঠিত অপরাধ) ধারায় গ্রেফতার করা হয়।
    ওই অস্বস্তিকর ভিডিওতে, সাদা জামা-পরা এক ব্যক্তিকে মোটরসাইকেলে বসে-থাকা সদাকত খানকে মারতে দেখা যাচ্ছে। আর তাঁর সামনে ও পেছনে দাঁড়িয়ে পুলিশ সেই ঘটনা দেখছে। খানকে গালিগালাজ করতেও শোনা যায় এক পুলিশকে।
    হিংসার দৃশ্য আছে বলে, বুম ভিডিওটি এখানে দেয়নি। ভিডিওটি বেশ কয়েকটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শেয়ার করা হয়েছে। সেগুলি এখানে ও এখানে দেখা যাবে। তবে ভিডিওটি দেখবেন কিনা, পাঠকরা তা ভেবে নেবেন।

    আরও পড়ুন: ২০১৩ সালে কুম্ভ মেলার ছবি ছড়াল সিংঘুতে আন্দোলনরত কৃষকদের তাঁবু বলে

    তথ্য যাচাই

    বুম ভিডিওটি খুঁটিয়ে দেখে। দেখা যায়, মোটরসাইকেলে বসে থাকা ব্যক্তিটির সঙ্গে মুনাওয়ার ফারুকির কোনও মিল নেই। আমরা ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে ফারুকির ছবির সঙ্গে মিলিয়ে দেখি। কিন্তু কোনও মিল খুঁজে পাই না আমরা।

    'মুনাওয়ার ফারুকি বিটেন' (মুনাওয়ার ফারুকিকে মারা হয়েছে) – এই কি-ওয়ার্ডগুলি দিয়ে বেশ কয়েকটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সার্চ করলে, আমরা হুসেন হায়দ্রি নামের এক ব্যক্তির একটি টুইট দেখতে পাই। ২ জানুয়ারি ২০২১-এ করা ওই টুইটে উনি ওই ভিডিওটি থেকে নেওয়া একটি স্ক্রিনশট শেয়ার করেন।
    হায়দ্রির টুইটে বলা হয়, "মনে হচ্ছে মুনাওয়ার ফারুকির সঙ্গে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে পুলিশের ধরে নিয়ে যাওয়ার ভিডিও। পুলিশের সামনেই তাঁকে গালিগালাজ ও মারধোর করা হচ্ছে।"

    Seems like a video of one of the persons arrested along with Munawar Faruqui being taken away by the police. And getting abused and beaten up in front of the police.

    pic.twitter.com/9c0HUixf1r

    — Hussain Haidry (@hussainhaidry) January 2, 2021
    উনি পরে টুইটটি আপডেট করেন। তাতে উনি বলেন, "আপডেট: যে ব্যক্তিকে চড়-থাপ্পড় মারা হচ্ছে, তাঁর নাম সদাকত খান। উনি মুনাওয়ারের বন্ধু। বম্বের একটি নির্মাণ কম্পানিতে সুপারভাইজারের কাজ করেন। ওনার মায়ের বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরে। সেখানে উনি মুনাওয়ারের সঙ্গে কোর্টে দেখা করতে গিয়ে ছিলেন। এবং উনিও গ্রেফতার হন।"

    Seems like a video of one of the persons arrested along with Munawar Faruqui being taken away by the police. And getting abused and beaten up in front of the police.

    pic.twitter.com/9c0HUixf1r

    — Hussain Haidry (@hussainhaidry) January 2, 2021
    এর পর আমরা 'মুনাওয়ার ফারুকি ফ্রেন্ড বিটেন' (মুনাওয়ার ফারুকির বন্ধুকে মার) – এই কি-ওয়ার্ডগুলি দিয়ে সার্চ করি। তার ফলে, ওই ঘটনা সম্পর্কে কয়েকটি সংবাদ প্রতিবেদন দেখতে পাই আমরা।
    ভিডিওটিতে যে ঘটনাটি দেখা যাচ্ছে, সেটি সম্পর্কে 'টাইমস অফ ইন্ডিয়া' লেখে যে, কোনও অভিযুক্তকে মারার কথা পুলিশ অস্বীকার করে। ওই
    প্রতিবেদন
    অনুযায়ী, পুলিশ বলে যে, ভাইরাল ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি হলেন 'অভিযুক্তের বন্ধু'।
    ২ জানুয়ারি, 'এনডিটিভি খবর'-এ প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, মুনাওয়ারের বন্ধু সদাকত জেলা আদালতে উপস্থিত ছিলেন। এবং তাঁকেই কৌতুকশিল্পী মনে করে একটি লোক তাঁকে মারধোর করে।
    ৪ জানুয়ারি, 'রিপাবলিক ভারত-এ' প্রকাশিত এক রিপোর্টে বলা হয় যে, জেলা আদালতের বাইরে, একজন আইনজীবী ফারুকির এক বন্ধুকে মারে।
    আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের জন্য দিলীপ ঘোষের শুভেচ্ছা ছড়াল বিভ্রান্তি সহ

    Tags

    Munawar FaruquiIndoreMadhya PradeshControverySadakan KhanFalse ClaimViral VideoThrashed#Madhya Pradesh
    Read Full Article
    Claim :   ভিডিওর দাবি মুনাওয়ার ফারুকিকে প্রহার
    Claimed By :  Social Media Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!