মুর্শিদাবাদে তৃণমূল নেতার তৈরি বাড়ি বলে ভাইরাল হরিয়ানার বাড়ির ছবি
বুম দেখে ভাইরাল ছবিতে মুর্শিদাবাদের কোন তৃণমূল নেতার রাস্তা দখল না করে তৈরি বাড়ির ছবি দেখা যায় না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত ভাবে তৈরি এক বাড়ির ছবি ভাইরাল হয়েছে যা শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করছেন তাতে মুর্শিদাবাদে (Murshidabad) একজন তৃণমূল (Trinamool Congress) নেতার তৈরি করা বাড়ির ছবি দেখতে পাওয়া যায়।
ভাইরাল ছবিতে মাথায় পতাকা লাগানো একটি নির্মাণাধীন বাড়ি দেখা যায়। বাড়িটি রাস্তার দুই ধারে কংক্রিটের পিলারের উপর তৈরি করা এবং তার নীচ দিয়ে রাস্তা চলে যেতে দেখা যায়। এছাড়াও, ছবিতে সেই বাড়ির পাশে একটি মসজিদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
বুম দেখে অদ্ভুত-দর্শন ওই বাড়িটি মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গে কোনও তৃণমূল নেতার তৈরি করা বাড়ি নয়। তাতে আদতে হরিয়ানায় তৈরি এক বাড়ির দৃশ্য দেখতে পাওয়া যায়।
ভাইরাল ছবিতে লেখা দেখা যায়, "মুর্শিদাবাদের এক তিনু নেতার বাড়ী। তবে, রাস্তা দখল করে কিন্তু বাড়ি তৈরি করেনি।"
এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "মানুষ বুদ্ধিমান প্রানী - তৃণমূল হলে তো তারা জানে - কি ভাবে ডুবে ডুবে জল খেতে হয়-- অভিনন্দন --"
ছবিটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাইঃ মুর্শিদাবাদ নয়, ভাইরাল ছবি হরিয়ানার
বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে ভাইরাল ছবিটির গুগলে রিভার্স ইমেজ সার্চ করে। ওই সার্চের মাধ্যমে আমরা এই একই বাড়ির ছবি পাঞ্জাব কেশরি সংবাদমাধ্যমের প্রকাশিত একটি প্রতিবেদনে দেখতে পাই।
তবে, আমরা লক্ষ্য করি পাঞ্জাব কেশরিতে প্রকাশিত বাড়ির ছবিটি ভাইরাল ছবির উল্টো। নীচে ওই দুই ছবির একটি তুলনা দেখা যাবে।
২১ নভেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত সেই প্রতিবেদন অনুসারে বাড়িটি হরিয়ানার নূহ জেলায় পানহিনা উপজেলার এক গ্রামে তৈরি। পরে বাড়ির সেই ছবি ভাইরাল হওয়ায় অনেকেই বাড়িটি অবৈধভাবে জমি দখল করে তৈরি কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন।
হরিয়ানার আজব বাড়ির বৃত্তান্ত
হরিয়ানায় তৈরি ওই বাড়ির ব্যাপারে জানতে আমরা গুগলে হিন্দিতে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে নিউজ ১৮-এর প্রকাশিত ২০২৪ সালের ২০ নভেম্বরের একটি প্রতিবেদন পাই। ওই প্রতিবেদন থেকে জানা যায় বাড়ির মালিক মহম্মদ ইনসাফ নামক একজন ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হওয়ার পর তিনি জানান এটি কোনও অবৈধ নির্মাণ নয়, ছবিতে দৃশ্যমান মসজিদের পাশে তার জমিও রয়েছে।
নিউজ ১৮-এর রিপোর্ট থেকে আরও জানা যায়, মসজিদ কর্মী মহম্মদ শাহিদ জানান রাস্তার উপর তৈরি বাড়িটি পঞ্চায়েতের জমি নয়। ওই জমি মহম্মদ ইনসাফ এবং তার ভাইদের নিজস্ব ও তাদের কাছে যথাযথ প্রমাণসহ নথিপত্রও রয়েছে। তিনি জানান, মসজিদটি আলাদা জমিতে তৈরি।
ইটিভি ভারত, স্থানীয় সংবাদমাধ্যম হরিয়ানা ইন্ডিয়া নিউজ, হরিয়ানা ই খবরও এই বাড়ির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।