
বিভ্রান্তিকর দাবিতে ছড়াল মুসলিম দম্পতির হিন্দু পালিত কন্যার বিয়ের ছবি
বুম দেখে একাধিক খবরে বলা হয় যে, ওই মুসলিম দম্পতি তাঁদের পালিত হিন্দু কন্যার বিয়ে দেন কেরলের কাসারাগড়ের এক মন্দিরে।

একটি ছবিতে এক সদ্য-বিবাহিত হিন্দু দম্পতিকে এক বয়স্ক দম্পতির কাছে আশির্বাদ চাইতে দেখা যাচ্ছে। ছবিটি সোশাল মিডিয়ায় এই দাবি সমেত ভাইরাল হয়েছে যে, এক মুসলমান দম্পতি (Muslim couple) তাঁদের মেয়ের বিয়ে দিয়েছেন এক হিন্দু (Hindu boy) ছেলের সঙ্গে।
বুম ২০২০'র বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন দেখে। তাতে বলা হয়, এক মুসলমান দম্পতি এক হিন্দু মেয়েকে দত্তক নেন এবং ভাইরাল ছবিটি হলো সেই মেয়ের বিয়ের ছবি।
ভাইরাল ছবিটিতে এক সদ্য-বিবাহিত দম্পতিকে এক বয়স্ক দম্পতির সঙ্গে দেখা যাচ্ছে। মেয়েটি এক বোরকা-পরা মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, আর ছেলেটি পাশে দাঁড়িয়ে দেখছেন।
একটি হিন্দি ক্যাপশন সহ ছবিটি শেয়ার করা হচ্ছে। তাতে বলা হয়েছে, "কেরলের এক মুসলমান বাবা মা এক #সনাতনী ছেলের সঙ্গে তাঁদের মেয়ের বিয়ে দিয়েছেন। #হিন্দু পরিবারে মেয়েটি নিরাপদে থাকবে।"
একই ক্যাপশন সমেত ছবিটি ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।
একই দাবি সমেত ছবিটি টুইটারেও ভাইরাল হয়েছে।
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন: দিল্লির ছবি ছড়িয়ে দাবি পশ্চিমবঙ্গের ভোটে গুজরাত থেকে আসা আরএসএস কর্মী
তথ্য যাচাই
রিভার্স ইমেজ সার্চ করে বুম দেখে, ছবিটি ১৬ ফেব্রুয়ারি ২০২০তে 'টাইমস অফ ইন্ডিয়া'য় প্রকাশিত হয়। খবরের শিরোনামে বলা হয়, 'কেরল:এক মুসলমান ব্যক্তি তার পালিত হিন্দু মেয়ের বিয়ে দিলেন'।
'টাইমস অফ ইন্ডিয়া'র প্রতিবেদনে বলা হয়, কেরলের কাসারাগড়ের মেলপারাম্বার বাসিন্দা আবদুল্লা আবদুরহিমান রাজেশ্বরী নামের এক ১০ বছরের মেয়েকে দত্তক নেন। রাজেশ্বরী তার বাবা মাকে হারায়। তাঁরা দু'জনেই ছিলেন তামিলনাডুর খেত মজুর।
১৭ ফেব্রুয়ারি ২০২০তে প্রকাশিত 'মাত্রুভূমি'র এক প্রতিবেদনে বলা হয়, "কন্নারিয়ামে আবদুল্লার বাড়ি আর চাষের ক্ষেতে রাজেশ্বরীর বাবা ছিলেন নিয়মিত কর্মী' এবং তার ফলে, ছোটবেলা থেকেই রাজেশ্বরী ওই পরিবারের খুব কাছের ছিল।
প্রতিবেদনটিতে বলা হয় যে, রাজেশ্বরীর স্বামী বিষ্ণুর পরিবার বিয়েটি একটি মন্দিরে হওয়ার ওপর জোর দেয়। তাই দুই পরিবার ঠিক করে, বিয়েটি হবে 'কানহানগড়ের মানয়োট্টু মন্দিরে, যেখানে সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারেন'।
'ইন্ডিয়া টুডে'র খবরে বলা হয়, ১৬ ফেব্রুয়ারি রাজেশ্বরী ও বিষ্ণু প্রসাদের বিয়ে হয়। দুই পরিবার ও তাঁদের হিন্দু ও মুসলমান বন্ধুবান্ধব ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শীতলকুচির জখম জওয়ান বলে ধানবাদের ছবি ছড়ালেন বাংলার বিজেপি নেতারা
Updated On: 2021-04-13T15:43:24+05:30
Claim : কেরলে মুসলিম বাবা মেয়েকে বিয়ে দিয়েছে হিন্দু ছেলের সঙ্গে
Claimed By : Facebook Posts & Twitter Users
Fact Check : Misleading
Next Story