ন্যান্সি পেলোসি ও চিনা সাংবাদিকের 'বিয়ের ছবি' ভুয়ো
ন্যান্সি পেলোসি ও চিনা সাংবাদিক শিজিন-এর সম্পূর্ণ আলাদা দুটি ছবি কেটে একসঙ্গে জুড়ে ভুয়ো ছবি তৈরি করা হয়েছে।
সম্প্রতি সোশাল মিডিয়ায় (Social Media) এক দম্পতির একটি সাদা কালো ছবি ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিটি কম বয়সী আমেরিকার হাউজ স্পিকার (House Speaker) ন্যান্সি পেলোসির (Nancy Pelosi) সঙ্গে চিনা সাংবাদিক ও গ্লোবাল টাইমস-এর প্রাক্তন সম্পাদক হু শিজিনকে (Hu Xijin) দেখা যাচ্ছে।
বুম যাচাই করে দেখে যে, দাবিটি ভুয়ো (False) মূলত দুটি ভিন্ন ভিন্ন ছবি থেকে পেলোসি ও শিজিনের ছবি কেটে সেগুলিকে একসঙ্গে জুড়ে এই ছবিটি তৈরি করা হয়েছে।
আমেরিকার উচ্চপদস্থ আধিকারিক হিসেবে এই প্রথম ন্যান্সি পেলোসি সম্প্রতি তাইওয়ান সফর করলেন। তাঁর সফর ঘিরে আমেরিকা এবং চিনের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই ছবিটি শেয়ার করা হয়েছে।
ছবিটি টুইটারে শেয়ার করে এক ব্যবহারকারী ইংরেজিতে ক্যাপশন লিখেছেন: "যখন তাঁরা তরুণ ছিলেন: ন্যান্সি পেলোসি এবং হু শিজিন।"
প্রকাশের পর টুইটটি ২০০ টিরও বেশি রিটুইট এবং প্রায় দেড় হাজার লাইক পেয়েছে৷ যদিও অনেক টুইটার ব্যবহারকারী পোস্টে ঠাট্টা করে প্রতিক্রিয়া দেখিয়েছেন, কেউ কেউ দাবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার ছবিটিকে বাস্তব হিসাবে গ্রহণ করেছেন।
টুইটটি দেখুন এখানে ও আর্কাইভ দেখুন এখানে
আরও পড়ুন: বিভ্রান্তি সহ ছড়াল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিবারের পাকশালার ছবি
তথ্য যাচাই
ভাইরাল হওয়া ছবিটি খুব ভালভাবে পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই, মহিলার ছবিটি পুরুষের ছবিটির তুলনায় অনেক বেশি পরিষ্কার, এবং কম পিক্সেল এর। যা থেকেই দু'টি আলাদা ছবি থেকে কেটে এক সঙ্গে জুড়ে দেওয়ার সম্ভাবনার কথা আমাদের মাথায় আসে।
আমরা তাই ছবিটিতে থাকা পুরুষ এবং মহিলার ছবি কেটে আলাদা করে দু'টি ছবি দিয়েই রিভার্স ইমেজ সার্চ করি।
মহিলার ছবির সূত্র ধরে আমরা ফোটো হোস্টিং ওয়েবসাইট 'ফ্লিকার'-এর একটি ছবি খুঁজে পাই। ছবিটিতে ওই মহিলাকে বড় একটা দলের সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। ভাইরাল ছবিতে যে পুরুষকে দেখা যাচ্ছে, তাঁকে এই ছবিতে দেখা যাচ্ছে না।
ফ্লিকার-এ এই ছবিটি যে অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, সেটি ন্যান্সির নিজের বলে জানা গেছে।
২০০৭ সালের ১৫ অগস্ট ছবিটি শেয়ার করে তিনি ইংরেজিতে ক্যাপশন লিখেছেন, 'পরিবারের সঙ্গে অল্প বয়সে'।
(মূল ক্যাপশন ইংরেজিতে: With family as a young girl)
এই সূত্র ধরে ছবিটির পরিপ্রেক্ষিতে কোনও সংবাদ প্রতিবেদন আছে কি না, তা দেখার জন্য আমরা ""young nancy pelosi with family" এই কথাটি দিয়ে কিওয়ার্ড সার্চ করি।
আমরা ন্যান্সি পেলোসিকে নিয়ে লেখা ওয়াশিংটন পোস্ট-এর একটি প্রতিবেদন দেখতে পাই। ফ্লিকারে যে ছবিটি আপলোড করা আছে, এই প্রতিবেদনের সঙ্গেও সেই একই ছবি ব্যবহার করা হয়েছে।
পরে আমরা ছবিটিতে থাকা পুরুষের ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে হু শিজিনের নিজের করা একটি টুইট দেখতে পাই।
পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হু শিজিন ২০২০ সালের ১ অগস্ট ছবিটি টুইট করেছিলেন।
আরও পড়ুন: পরিত্যক্ত রেলফেরির ছবিটি বাংলাদেশের নয়, ছবিটি আমেরিকার