না, ভাইরাল ছবিতে ডোনাল্ড ট্রাম্পের করা কোনও পোস্ট দেখতে পাওয়া যায় না
বুম দেখে ভাইরাল পোস্টে দৃশ্যমান এক্স অ্যাকাউন্ট নব-নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট নয়।
একটি এক্স পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সম্প্রতি কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী দাবি করেন নব-নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তার এক পোস্টে বাংলাদেশে (Bangladesh) তার সমর্থকদের গ্রেফতার তথা শেখ হাসিনার (Sheikh Hasina) অনুপস্থিতিতে সেদেশের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বুম দেখে ভাইরাল স্ক্রিনশটটি আদতে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব এক্স অ্যাকাউন্টের কোনও পোস্টের নয়। আমরা দেখি পোস্টটি যে এক্স হ্যান্ডেল থেকে করা হয়েছে তার সাথে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের কোনও সম্পর্ক নেই।
কোটা আন্দোলনের জেরে ২০২৪ সালের অগাস্ট মাসে বাংলাদেশ ত্যাগ করেন শেখ হাসিনা এবং অতঃপর, ডঃ মহম্মদ ইউনূসের নেতৃত্বে সেদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ৩১ অক্টোবর, ২০২৪ তারিখে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার অভিযোগ করেন। এছাড়াও, তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হিংসাত্মক ঘটনার নিন্দা করার পাশাপাশি জো বাইডেন ও কমলা হ্যারিসের নেতৃত্বাধীন মার্কিন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
গত ৬ নভেম্বর, আমেরিকান সংবাদমাধ্যম ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় বারের জন্য মার্কিন রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ভাইরাল হয় এই স্ক্রিনশট।
ভাইরাল সেই পোস্টে ট্রাম্পের ছবিসহ 'ডোনাল্ড জে ট্রাম্প আপডেট' নামক একটি যাচাইকৃত এক্স অ্যাকাউন্ট থেকে ১০ নভেম্বর, ২০২৪-এ করা একটি পোস্টের স্ক্রিনশট দেখা যায়। স্ক্রিনশটে ইংরেজিতে লেখা বক্তব্যের বাংলা অনুবাদ, "বাংলাদেশে, লোকজনকে গ্রেফতার করা হচ্ছে কারণ তারা ট্রাম্পকে সমর্থন করছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে কোথায় যাচ্ছে বাংলাদেশ?" ছবিতে পুলিশের পোশাক পরিহিত কয়েকজনের সামনে রাখা একটি টেবিলে ট্রাম্প ও শেখ মুজিবর রহমানের পোস্টারও দেখা যায়।
ফেসবুকে এক ব্যবহারকারী এক্স পোস্টের ছবিটি শেয়ার করে ক্যাপশনে দাবি লেখেন, "শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? এমন লিখে নিজের টুইটারে পোষ্ট করেন ডোনাল্ড ট্রাম্প।"
পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভাইরাল স্ক্রিনশটে দৃশ্যমান এক্স অ্যাকাউন্টের নাম "ডোনাল্ড জে ট্রাম্প আপডেট" যার ইউজার নাম @TrumpUpdateHQ। আমরা ওই এক্স অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখি সেটি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অফিসয়াল এক্স অ্যাকাউন্ট নয়।
ভাইরাল স্ক্রিনশটে দেখতে পাওয়া পোস্ট আমরা উক্ত এক্স অ্যাকাউন্টেও দেখতে পাই। এবছরের ১০ নভেম্বর করা সেই পোস্ট নিচে দেখতে পাওয়া যাবে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
আমরা লক্ষ্য করি ২০২৩ সালের নভেম্বর মাসে অ্যাকাউন্টটি খোলা হয়। সমাজমাধ্যম এক্সে যাচাইকৃত ওই হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে সম্প্রতি জানান হয়, বাংলাদেশে খ্রিস্টান এবং হিন্দু সংখ্যালঘুদের নিপীড়নের বিষয়ে পোস্ট করার কারণেই মূলতঃ সেদেশে ভাইরাল হয় অ্যাকাউন্টটি।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
অন্যদিকে আমরা ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট, @realDonaldTrump-এ গিয়ে দেখি গত ১০ নভেম্বর, ২০২৪-এ ট্রাম্প বাংলাদেশে তার সমর্থকদের গ্রেফতার বা শেখ হাসিনার অনুপস্থিতি নিয়ে কোনও পোস্ট করেননি। এছাড়াও লক্ষ্যণীয় বিষয় হল, বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের পাশে নীল রঙের পরিবর্তে ধূসর বর্ণের টিক চিহ্ন বিদ্যমান যা বিশ্বজুড়ে সরকারি পদে থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের এক্সের তরফে দেওয়া হয়।
ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে করা সাম্প্রতিক এক পোস্টে সেই চিহ্ন লক্ষ্য করা যাবে।