BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • আরজি কর কাণ্ড: অভিনেত্রী উষসী...
      ফ্যাক্ট চেক

      আরজি কর কাণ্ড: অভিনেত্রী উষসী চক্রবর্তীর নাম জড়িয়ে ছড়াল ভুয়ো পোস্ট

      বুম দেখে উষসী চক্রবর্তীর তার নিজস্ব ফেসবুক পেজে একটি বিবৃতিতে স্পষ্ট করে জানান ভাইরাল পোস্টের বক্তব্য তার নয়।

      By -  Srijanee Chakraborty
      Published -  12 Nov 2024 6:07 PM IST
    • আরজি কর কাণ্ড: অভিনেত্রী উষসী চক্রবর্তীর নাম জড়িয়ে ছড়াল ভুয়ো পোস্ট
      CLAIMঅভিনেত্রী উষসী চক্রবর্তী সন্দীপ ঘোষের অনুগত টাকা দিয়ে পশ্চিমবঙ্গের গোল্ড মেডেল পাওয়া ডাক্তারদের নাম ও ছবি প্রকাশ করে পোস্ট করেছেন।
      FACT CHECKউষসী চক্রবর্তী তার নিজস্ব ফেসবুক পেজে একটি বিবৃতিতে স্পষ্ট করে জানান ভাইরাল পোস্টে উল্লিখিত বিষয় নিয়ে তিনি কোনও পোস্ট করেননি এবং পোস্টের বক্তব্যও তার নয়।
      Listen to this Article

      সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কয়েকজনের ছবি ও নাম শেয়ার করে দাবি করা হয়েছে তারা পশ্চিমবঙ্গের (West Bengal) আরজি কর মেডিকেল কলেজের (RG Kar Medical College and Hospital) প্রাক্তন অধক্ষ্য সন্দীপ ঘোষের অনুগত ডাক্তার যারা টাকা দিয়ে গোল্ড মেডেল পেয়েছে এবং তারা নতুন জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সদস্য। ভাইরাল পোস্টে ভুয়ো দাবি করা হয় এই তথ্য অভিনেত্রী উষসী চক্রবর্তীর (Ushasie Chakraborty) কাছ থেকে পাওয়া।

      বুম দেখে ভাইরাল পোস্টে উষসী চক্রবর্তীর থেকে পাওয়া তথ্য দাবিটি ভুয়ো। অভিনেত্রী তার নিজস্ব ফেসবুক পেজে একটি বিবৃতিতে স্পষ্ট করে জানান ভাইরাল পোস্টে উল্লিখিত বিষয় নিয়ে তিনি কোনও পোস্ট করেননি এবং পোস্টের বক্তব্যও তার নয়।

      আরও পড়ুন -নতুন BRICS মুদ্রা চালু হয়েছে— ভাইরাল দাবি ভুয়ো

      গত ৯ অগাস্ট, ২০২৪-এ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। মামলাটি সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে নিজের আওতায় নেয় এবং বর্তমানে, শুনানি চলার পাশাপাশি এই খুনের তদন্ত চলছে। এখনও পর্যন্ত, এই খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে।

      ভাইরাল পোস্টে ছবির নীচে লেখা দেখা যায়, "চিনে রাখুন টুকে পাশ করা ডাক্তারদের নবগঠিত অ্যাসোসিয়েশনের সব সদস্যদের। এদের কেউ কেউ আবার দশ পেয়েও গোল্ড মেডালিস্ট। প্রচুর শেয়ার করো।"

      এই পোস্টটি শেয়ার করে ক্যাপশনে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, "টাকা দিয়ে গোল্ড মেডেল পাওয়া ডাক্তার 😆😆 আর.জি.কর মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ বাহিনীর সদস্যদের নাম: Rohan Kundu (পাস-আউট ছাত্র) Wasim Ur Rahaman (পাস-আউট ছাত্র) Abhishek Sen (পাস-আউট ছাত্র) Ashish Pandey (পাস-আউট ছাত্র) Sourav Majhi (পাস-আউট ছাত্র) Biswadeep Majumdar (পাস-আউট ছাত্র) Arshean Alam (হাউসস্টাফ) Sourjesh Das (হাউসস্টাফ) Kunal Shaw (হাউসস্টাফ) Ayush Prasad (হাউসস্টাফ) Nirjan Bagchi (ইন্টার্ন) Chayan Bhattacharjee (ইন্টার্ন) Sharif Hassan (ইন্টার্ন) Sreesh Chakrabarty (ইন্টার্ন) Pranay Maity (ইন্টার্ন) এরাই নতুন Junior Doctors' Association collected from Ushasi Chakraborty বি দ্রঃ Printout নিয়ে বাধিয়ে রাখবেন ঘরে। আপনি কিন্তু অজান্তেই এইসব ডাক্তারদের দেখাতে যাবেন ---- তারপরও রোগ না সারলে অদৃষ্টকে ছাড়া আর কাকেই বা দোষ দেবেন ? শরীর খারাপ হলে একবার চোখ বুলিয়ে নেবেন৷ ।।"


      পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

      হোয়াটস্যাপেও এই একই দাবিসহ পোস্টটি ভাইরাল হয়েছে।

      আরও পড়ুন -ডাঃ নারায়ণ ব্যানার্জির নাচের পুরনো ভিডিও সাম্প্রতিক বলে ভাইরাল

      তথ্য যাচাই

      আমরা ভাইরাল দাবিটি যাচাই করতে ফেসবুকে প্রথমে কিওয়ার্ড সার্চ করি। সার্চের মাধ্যমে আমরা অভিনেত্রী উষসী চক্রবর্তীর নিজস্ব ফেসবুক পেজে একটি পোস্ট দেখতে পাই যেখানে তিনি তার নাম জড়িয়ে করা ভাইরাল দাবিটি নস্যাৎ করেছেন।

      পোস্টটিতে অভিনেত্রী জানান ভাইরাল দাবির বক্তব্য তার নয়; তিনি অভিযোগ করেন কিছু যাচাই না করা তথ্য তার নামে পোস্ট করে তাকে বিপদে ফেলতে চাওয়ার সম্ভাবনার।

      ১১ নভেম্বর, ২০২৪-এ তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে উষসী লিখেছেন, "Fake Post Alert গত কয়েদিন ধরে whatsapp এ একটি পোস্ট ঘোরাফেরা করছে যার নীচে আমার নাম লেখা আছে এবং লেখা আছে collected from ushasi Charchakraborty. Post টির আংশিক screenshot আমি আমার এই post এর নীচে shareও করলাম। Post টিতে কিছু মানুষের নাম এবং ছবি আছে এবং বলা হয়েছে এরা সবাই সন্দীপ ঘোষের চ্যালা এবং টাকা দিয়ে Gold medal পেয়েছে ইত্যাদি। আমি আমার এই পোস্ট এর মাধ্যমে আমি জানাতে চাই যে এই Whtsapp টির বক্তব্য কোন ও ভাবেই আমার নয় । এই post ba message কোথা থেকে কে পেয়েছেন সে বিষয়ে আমি অবহিত নই। এবং এই post এ যা যা information দেওয়া আছে তা আমি verify করিনি। infact এইবিষয় বস্তু নিয়ে আমি কোনো post ও করিনি তথাপি এই পোস্ট এ আমার নাম বারবার কেন শেয়ার করা হচ্ছে বুঝতে পারছি না এব্ং এর পিছনে অন্য উদ্দেশ্য আছে কি না তাও বুঝতে পারছি! কেউ বা কারা সম্ভবত‌‌ এই unverified post টি আমার নামে post করে আমায় কোনও বিপদে ফেলতে চাইছেন । আমি এই প্রবণতাকে ধিক্কার জানাই।এই post e অকারণে আমার নাম ব্যবহার করা নিয়ে আমি খুবই বিরক্ত। আজ‌ এই post এর মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে এই পোস্ট এর সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। যে বা যারা এই ‍post টি social media বা whatsap এ share করতে চাইছেন তারা দয়া অরে আমার নামটা সরিয়ে করবেন এবং ভবিষ্যতে এরকম আবার‌ কিছু ঘটলে আমি আইনি পদক্ষেপও নিতে বাধ্য হব।"

      তিনি পোস্টের শেষে লেখেন, "আমি মনে করি যে বা যারা এই ধরনের কাজ করছেন , unverified content অন্যের নামে চালাতে চাইছেন তারা আর যাই হোন অভয়া বিচার আন্দোলন শুভানুধ্যায়ী না । অভয়ার বিচার চেয়ে এবং অভয়া বিচার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই পোষ্ট শেষ করছি । উষসী চক্রবর্তী।"

      পোস্টটি দেখুন এখানে।

      আরও পড়ুন -শুভেন্দু অধিকারীর পোস্ট করা গেরুয়া বসনে ট্রাম্পের ছবি AI প্রয়োগে তৈরি

      Tags

      RG Kar CaseRG Kar Medical College and Hospital
      Read Full Article
      Claim :   অভিনেত্রী উষসী চক্রবর্তী সন্দীপ ঘোষের অনুগত টাকা দিয়ে পশ্চিমবঙ্গের গোল্ড মেডেল পাওয়া ডাক্তারদের নাম ও ছবি প্রকাশ করে পোস্ট করেছেন।
      Claimed By :  Facebook Users
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!