বারাণসীতে ইভিএম অতিরিক্ত ভোট গণনা করেছে দাবিতে ছড়াল পুরনো ভুয়ো ভিডিও
বুম দেখে ভিডিওটিতে করা দাবি ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই নির্বাচন কমিশন খণ্ডন করেছিল।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বারাণসী (Varanasi) কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রাপ্ত ভোটের তুলনায় বেশি ভোট গণনা করেছে বলে ছড়ান এক পুরনো ভিডিও সম্প্রতি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘটনা দাবিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে এপ্রিলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে ভিডিওটি ভাইরাল হলে নির্বাচন কমিশন দাবিটি খণ্ডন করেছিল।
ভিডিওটিতে বলা হয়, বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকায় ১১ লাখ মানুষ তাদের ভোট দিয়েছেন, কিন্তু ইভিএম মেশিনে গণনা করা হয়েছে মোট ১২,৮৭,০০০ ভোট। বর্তমানে এই ভিডিওই সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ঘটনা দাবিতে ছড়ায় সমাজমাধ্যমে।
"বারাণসীতে, নরেন্দ্র মোদী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ১১ লাখ মানুষ ভোট দিয়েছেন কিন্তু ইভিএম মেশিনে ১২ লাখ ৮৭ হাজার ভোট এসেছে। ইভিএম মেশিন চোর আর নির্বাচন কমিশন চোরেদের নেতা," ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়।
(হিন্দিতে মূল লেখা: "वाराणसी में नरेंद्र मोदी चुनाव लड़ रहे थे। 11 लाख लोगों ने वोट डाले। ईवीएम मशीन में निकले 12 लाख 87 हज़ार। ईवीएम मशीन चोर है, चुनाव आयोग चोरों का सरदार")
ফেসবুকে সেই পোস্ট দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম দেখে ২০২৪ সালের নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এই দাবি ভারতের নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করে।
ওই দাবিতে বলা হয় ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বারাণসী কেন্দ্রে মোট প্রাপ্ত ভোট এবং ইভিএমের গণনা করা ভোটার সংখ্যার মধ্যে অমিল রয়েছে। এবছরের ৭ এপ্রিল নির্বাচন কমিশন স্পষ্টভাবে দাবিটি "বিভ্রান্তিকর ও ভুয়ো" বলে জানায়।
২০১৯ লোকসভা নির্বাচনের সময় বারাণসীতে মোট ভোটার সংখ্যা ছিল ১৮,৫৬,৭৯১ জন। তার মধ্যে ইভিএমে প্রাপ্ত ও গণনা করা মোট ভোট ছিল ১০,৫৮,৭৪৪ টি এবং অতিরিক্ত ২,০৮৫টি ছিল পোস্টাল ভোটের, নির্বাচন কমিশন তাদের আধিকারিক এক্স হ্যান্ডেলে এসম্পর্কিত প্রকাশিত এক বিবৃতিতে জানায়।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা এই দাবি সম্পর্কিত নম্বরগুলি বুম পরীক্ষা করে সেগুলি সঠিক বলে দেখতে পায়।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদী বারাণসীতে মোট ১,৫২,৫১৩ ভোট তথা ৫২.২৪% ভোটের ব্যবধানে জয়ী হন। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বারাণসীতে মোট ভোটার সংখ্যা ছিল ১৯,৯৭,৫৭৮ জন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে, মোট ১১,৩০,১৪৩টি ভোটের মধ্যে ইভিএম ভোটের সংখ্যা ছিল ১১,২৭,০৮১টি এবং পোস্টাল ভোটের সংখ্যা ছিল ৩,০৬২টি।
বুম আরও দেখে ভিডিওতে থাকা ব্যক্তি হলেন অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড অ্যান্ড মাইনরিটি কমিউনিটি এমপ্লয়িজ ফেডারেশনের (বিএএমসিইএফ) সভাপতি ওয়ামান মেশরাম। তিনি ইভিএমের সমালোচক হিসাবে পরিচিত এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির দ্বারা তাদের অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এবছরের ৩১ জানুয়ারী মেশরাম কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিসে ইভিএম বিরোধী এক বিক্ষোভের নেতৃত্ব দেন, যেখানে হাজার হাজার লোক উপস্থিত ছিল।