যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চুম্বন প্রতিবাদের ভিডিওটি পুরনো
বুম দেখে ২০১৪ সালে 'নীতি পুলিশের' বিরুদ্ধে প্রকাশ্যে চুম্বন করে প্রতিবাদ জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
একে অপরকে আলিঙ্গন করে কিছু মানুষের চুম্বনের এক ভিডিও সম্প্রতি পোস্ট করে নেটিজেনদের অনেকে দাবি করেছেন সম্প্রতি কলকাতার (Kolkata) যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাসে সিসিটিভি স্থাপনের প্রতিবাদে একটি বামপন্থী ছাত্র সংগঠন "চুম্বন উৎসব" আয়োজন করে।
বুম দেখে এই ভিডিওতে দেখতে পাওয়া ঘটনা আদতে ২০১৪ সালের। মূলতঃ সমাজের নীতি পুলিশদের বিরুদ্ধে সেসময় প্রকাশ্যে চুম্বন করে প্রতিবাদ জানিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়ার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে ক্যাম্পাস চত্বরে সিসিটিভি লাগানোর দাবি জানান। সেই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি লাগানোর কাজ শুরু করা হয়। এরই মধ্যে বামপন্থী ছাত্রছাত্রীরা কতৃপক্ষের এমন পদক্ষেপের প্রতিবাদ জানাতে "চুম্বন উৎসব" আয়োজন করেছেন দাবিতে এই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।
ফেসবুকে এক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন,"এটি কোনও বলিউড বা হলিউড সিনেমার শ্যুটের দৃশ্য নয়, এটি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি স্থাপনের প্রতিবাদে একটি বামপন্থী ছাত্র সংগঠনের দ্বারা আয়োজিত একটি "চুম্বন উৎসব"। মত প্রকাশের স্বাধীনতার নামেও এমনটা হতে পারে! #জন্ম ত্রুটি"।
এই পোস্টের আর্কাইভ দেখা যাবে এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে সম্পর্কিত কীওয়ার্ড সার্চের মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমন প্রকাশ্যে চুম্বনের ঘটনা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন খোঁজার চেষ্টা করে।
এর মাধ্যমে আমরা ২০১৪ সালের ৫ নভেম্বর জি২৪ঘন্টার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও খুঁজে পাই যেখানে ভাইরাল ভিডিওর অনুরূপ যাদবপুরে চুম্বন করে প্রতিবাদের কিছু দৃশ্য দেখতে পাওয়া যায়। নিচে সেই ভিডিও দেখতে পাওয়া যাবে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
এছাড়াও আমরা এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে ওই প্রতিবাদ সংক্রান্ত এক রিপোর্ট খুঁজে পাই। ২০১৪ সালের ৬ নভেম্বর প্রকাশিত সেই ভিডিও রিপোর্টির ক্যাপশন হিসেবে ইংরেজিতে লেখার অনুবাদ, "কলকাতায় নীতি পুলিশের প্রতিবাদে প্রকাশ্যে চুম্বন"।
ওই ভিডিও প্রতিবেদনের সাথেও ভাইরাল ভিডিওতে উপস্থিত দৃশ্যের মিল লক্ষ্য করা যায়।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
৬ নভেম্বর ২০১৪ তারিখে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, "নীতি পুলিশের বিরুদ্ধে, সম্প্রতি কোচিতে এক তরুণ-তরুণীর প্রকাশ্যে চুমু খাওয়ার প্রতিবাদে একটি রাজনৈতিক দলের ‘দাদাগিরি’র বিরুদ্ধে, খাস কলকাতার স্টার থিয়েটারে ছোট পোশাক পরিহিত তরুণীকে ঢুকতে বাধা দেওয়ার বিরুদ্ধে এবং এমন নানা ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বুধবার ‘চুমু আন্দোলনে’ সামিল হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী। উপাচার্যের বিরুদ্ধে তাঁদের সাম্প্রতিক আন্দোলন ‘হোক কলরব’-এর সঙ্গে মিল রেখে যাকে ‘হোক চুম্বন’-ও বলা হচ্ছে। কেবল যাদবপুরের ছাত্রছাত্রীরাই নন, বাইরে থেকেও অনেকে যোগ দেন এ দিনের আন্দোলনে। ছিলেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক-শিক্ষিকাও।"
‘কিস অব লাভ’ নাম দিয়ে করা ওই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট থেকে মিছিল হিসেবে শুরু হয়ে শেষ হয় যাদবপুর থানার সামনে, জানায় আনন্দবাজার পত্রিকা অনলাইনের উক্ত রিপোর্ট।