সাই পল্লবী বিয়ে করলেন অবশেষে দক্ষিণী পরিচালককে? ভুয়ো গুজব ভাইরাল
দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী ভাইরাল ছবিকে কেন্দ্র করে হওয়া দাবিকে গুজব ও তা ছড়ানকে নিতান্তই জঘন্য কাজ বলে মন্তব্য করেন।
দক্ষিণী সিনেমায় অন্যতম পরিচিত মুখ হলেন অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)। তথাকথিত বিলাসবহুল অভিনয় জগতের আঙিনায় থেকেও বাহুল্যবর্জিত জীবনযাপন করা অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই দর্শকমহলে পরিচিতি পেয়েছেন পল্লবী।
পারিবারিক জীবনকে ব্যক্তিগত রাখার মতাদর্শে বিশ্বাসী দক্ষিণী এই অভিনেত্রীর চুপিসারে বিয়ে হয়ে গিয়েছে দাবি সম্প্রতি করে সম্প্রতি বেশ কিছু পোস্ট ভাইরাল হয় সমাজ মাধ্যমে। ওই পোস্টগুলিতে সাই পল্লবীকে একটি ছবিতে গলায় মালা পরে এক ব্যক্তির সাথে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সিনেমা অনুরাগীদের অনেককেই ছবিটি পোস্ট করে অভিনেত্রীর ভালোবাসার মানুষের সাথে নতুন জীবন কাটানোর জন্য শুভেচ্ছা জানান।
ভাইরাল সেই ছবি পোস্ট করে এক ব্যবহারকারী লেখেন, "জীবনটা কাটাতেন সাদামাটা। মেকআপ ছাড়া করতেন সিনেমা। আজ প্রমান করলেন ভালোবাসায় রং বিষয় নয়। সাঁই পল্লবী... বিয়ে করলেন? আমার সবচেয়ে প্রিয় নায়িকা। সবাই দেখবেন Sk21 সিনেমাটি।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
অন্য এক ব্যবহারকারী ছবিটির বিষয়ে লেখেন, "অবশেষে সে বিয়ে করেছে এবং সে প্রমাণ করে যে ভালবাসার কোন রঙ নেই..হ্যাট অফ সাই পল্লবী"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল এই সাই পল্লবীর ছবির বিষয়ে জানতে তাকে রিভার্স সার্চ করে ৯ মে, ২০২৩ তারিখে প্রকাশিত বিনোদনমূলক সংবাদমাধ্যম ওটিটি প্লের এক প্রতিবেদনে সাই পল্লবীর ছবিটিকে খুঁজে পায়।
ওই প্ৰতিবেদন অনুযায়ী, ছবিটিতে সাই পল্লবীকে তার আসন্ন ছবি 'এসকে ২১' এর পরিচালক রাজকুমার পেরিয়াসামির সাথে লক্ষ্য করা যায়। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে পেরিয়াসামি ৯ মে, ২০২৩ তারিখে 'এসকে ২১' ছবির ঘোষণা অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করে পল্লবীকে শুভেচ্ছা জানান।
পেরিয়াসামি ছবিগুলি পোস্ট করে লেখেন, "শুভ জন্মদিন প্রিয় পল্লবী, তুমি সেরা এবং ঈশ্বর তোমাকে সবসময়ের মতো সেরা সবকিছু দিয়ে আশীর্বাদ করুন! আমি তোমাকে এই বিষয়ে আমার পাশে পেয়ে ধন্য মনে করি! সাথে থাকার জন্য ধন্যবাদ!"
সেই পোস্ট এখানে দেখা যাবে।
রাজকমল ফিল্মস ইন্টারন্যাশনালের তরফ থেকে ৫ মে, ২০২৩ তারিখে 'এসকে ২১' ছবির ঘোষণা অনুষ্ঠান সংক্রান্ত এক ভিডিও প্রকাশ করা হয়। সেখানেও এই পরিচালকের সাথে সাই পল্লবীকে দাঁড়িয়ে ছবি তুলতে লক্ষ্য করা যায়।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
অন্যদিকে আমরা ভাইরাল এই দাবির বিষয়ে সাই পল্লবীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও এক পোস্ট খুঁজে পাই। সেখানে পল্লবী ভাইরাল ছবির সাথে ওই সিনেমা ঘোষণা অনুষ্ঠানের আরও কিছু ছবি ২২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পোস্ট করে বিয়ের দাবিটিকে গুজব বলে খণ্ডন করেন।
পল্লবী বলেন, "সত্যি বলতে, আমি গুজবকে পাত্তা দিই না কিন্তু যখন এতে পরিবারের মত বন্ধুরা জড়িয়ে পড়ে, তখন আমাকে কথা বলতে হবে। আমার সিনেমার পূজা অনুষ্ঠানের একটি ছবি ইচ্ছাকৃতভাবে কাঁটছাঁট করে বিভিন্ন পেড বট এবং ঘৃণ্য উদ্দেশ্য সহ প্রচার করা হয়েছে। আমার কাছে যখন কাজের বিষয়ে আনন্দদায়ক ঘোষণা করার বিষয় রয়েছে, তখন এই সমস্ত বেকার কাজ নিয়ে ব্যাখ্যা করতে হতাশ হতে হয়। এভাবে অস্বস্তি সৃষ্টি করা নিতান্তই জঘন্য কাজ!"
এখানে সেই পোস্ট দেখতে পাওয়া যাবে।