না, ভাইরাল ভিডিওটি অযোধ্যায় হিন্দু রাষ্ট্রের জন্য কলস যাত্রার দৃশ্য নয়
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০১৭ সাল থেকে অনলাইনে আছে। উত্তরপ্রদেশের মথুরায় পুণ্যার্থীদের কলস যাত্রা বলে দাবি করা হয় সে সময়।
২০১৭ সালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরায় (Mathura) কলস যাত্রার পুরনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়ায় জিইয়ে তুলে দাবি করা হচ্ছে, অযোধ্যাতে (Ayodhya) হিন্দু রাষ্ট্রের জন্য কলস যাত্রা (Kalash Yatra) অনুষ্ঠান।
সোশাল মিডিয়ায় ছড়ানো ১৮ সেকেন্ড দীর্ঘ ভিডিওটি সমবেত পুণ্যার্থীদের এক সঙ্গে কলসী মাথায় নিয়ে একটি পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। পদযাত্রার সামনের সারিতে একটি ঘোড়ায় টানা রথে গৈরিক বসনে এক ব্যক্তিকে সাওয়ার হতেও দেখা যায় ওই ভিডিওতে।
ভিডিওটি পোস্ট করে ফেসবুকে ক্যাপশনে লেখা হয়, "অভিনন্দন অযোধ্যা তে হিন্দু রাষ্ট্রের জন্য অসাধারণ কলস যাত্রা জয় শ্রী রাম"।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: নবি বিরোধী কথায় নূপুর শর্মার গ্রেফতার দাবিতে ছড়াল সম্পর্কহীন ভিডিও
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের। উত্তরপ্রদেশের মথুরায় পুণ্যার্থীদের কলস যাত্রা বলে দাবি করা হয় সে সময়।
বুম ভিডিওটির কয়েকটি মূল ফ্রেমকে গুগলে রিভার্স সার্চ করে ২০১৭ সালের ৩০ জানুয়ারি একটি ইউটিউব চ্যানেলে ৪ মিনিট ১৫ সেকেন্ড দীর্ঘ একই দৃশ্য সংবলিত ভিডিওটি আপলোড হতে দেখে।
দেবী হেমলতা শাস্ত্রী জি নামের ওই ইউটিউব চ্যানেলে হিন্দি শিরোনামে এটিকে ভাব্য মথুরায় কলস যাত্রার বলে বর্ণনা করা হয়েছে।
ইউটিউবে থাকা ভিডিওটির ১ মিনিট ৫১ সেকেন্ড সময় থেকে বর্তমানে ভাইরাল হওয়া একই দৃশ্য দেখা যায়।
(মূল হিন্দিতে শিরোনাম: भव्य कलश यात्रा !! मथुरा !! श्री भागवत कथा !! देवी हेमलता शास्त्री जी)
বুম ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে দেবী হেমলতা শাস্ত্রী জি আশ্রমের সাথে যোগাযোগ করলে আশ্রমের প্রতিনিধি মহেশ কুমার বুমকে নিশ্চিত করেন যে, তিনি ভিডিওটি ২০১৬ সালের ৭ নভেম্বর মথুরায় রেকর্ড করেন। মহেশ বুমকে বলেন, "ভিডিওতে আমারই কণ্ঠস্বর শুনতে পাওয়া যাচ্ছে। ভিডিওটি আমারই মোবাইলে তোলা হয়। কয়েকমাস পরে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল।"
ভিডিওটি অন্য বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হলে বুম হিন্দি প্রথমে ভিডিওটির তথ্য যাচাই করে।
আরও পড়ুন: সৌদির রাজা সলমনের সামনে মাথা নত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? ছবি ভুয়ো