BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • বয়স্কা কনে ও কম বয়সী পাত্রের বিয়ের...
ফ্যাক্ট চেক

বয়স্কা কনে ও কম বয়সী পাত্রের বিয়ের সাজানো ভিডিওকে সত্যি বলল গণমাধ্যম

বুম যাচাই করে দেখে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে এই সাজানো নাটককে বাস্তব ঘটনা বলে প্রচার করা হয়েছে।

By - Mohammad Salman |
Published -  19 Dec 2022 2:34 PM IST
  • বয়স্কা কনে ও কম বয়সী পাত্রের বিয়ের সাজানো ভিডিওকে সত্যি বলল গণমাধ্যম
    Listen to this Article

    ৫২ বছরের এক বৃদ্ধার ২১ বছরের এক তরুণকে বিয়ে করার (marriage) সাজানো (scripted video) ভিডিওকে এনডিটিভি, জি-নিউজ, টাইমস নাউ এবং এবিপি নিউজের মতো সংবাদ-মাধ্যমও সত্যি ও বাস্তব ঘটনা ধরে নিয়ে প্রচার করেছে।

    বুম দেখে এটি আদৌ কোনও বাস্তব ঘটনার প্রতিফলন নয়, বরং একটি ফেসবুক পেজ এই সাজানো নাটকের দৃশ্যায়ন করেছে এবং মহিলা ও পুরুষ উভয়েই অভিনেতা-অভিনেত্রী মাত্র।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ একজন ঘটনাটি রেকর্ড করছে এবং তাদের সাক্ষাত্কারী পুরুষ ও মহিলাকে তাদের বয়স জিজ্ঞাসা করছে। উত্তরে বরের বেশে পুরুষটি জানাচ্ছে, তার বয়েস ২১ এবং কনের বেশে মহিলাটি বলছে, তার বয়েস ৫২। বরের ভূমিকার পুরুষটি বলছে—"প্রেমের কোনও বয়স হয় না, প্রেম যে-কোনও সময় ঘটতে পারে। হৃদয়টাই আসল!" মহিলাটিকেও বলতে শোনা যাচ্ছে—"আমরা খুব সুখী। আমি ওকে খুব বিশ্বাস করি, আপনার চেয়ে অনেক বেশি। ৩ বছর হয়ে গেল আমরা ঘর করছি।"

    এই ভাইরাল ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবিপি নিউজ, নিউজ-২৪, জি-নিউজ, অমর উজালা, টাইমস নাউ, এনডিটিভি, ইন্ডিয়া টিভি, ওয়ান ইন্ডিয়া, নবভারত ডিজিটাল, ডিএনএ হিন্দি সহ আরও অনেক সংবাদ-মাধ্যম।

    এ ছাড়াও অনেকে ফেসবুক এবং টুইটারে এই ভিডিওটিকে সত্য ঘটনা হিসাবে শেয়ার করেছেন।

    টুইটটি আর্কাইভ করা আছে এখানে।


    আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখ খানের পুরনো বক্তব্য ছড়াল ২০২২ সালের বলে


    তথ্য যাচাই

    অতীতেও বুম সোশাল মিডিয়ায় বাস্তব ঘটনা বলে চালানো এই ধরনের বহু সাজানো ঘটনার ভিডিওর পর্দাফাঁস করেছে। এই ভিডিওটির সত্যতা যাচাই করতেও আমরা সেই ধরনের ফেসবুক পেজ ও ইউ-টিউব চ্যানেলে তল্লাশি চালাই, যারা নিছক বিনোদনের প্রয়োজনে এই ধরনের অনৈতিক ভিডিও তৈরি করে থাকে।

    আর সেটা করতে গিয়েই আমরা গত ২২ নভেম্বর, ২০২২ "দেশি ছোরা কা ভ্লগস" নামের একটি ফেসবুক পেজে এই ভিডিওটির সম্পূর্ণ দীর্ঘতর রূপ আপলোড করা হয়েছে দেখতে পাই।

    ১০ মিনিট দীর্ঘ এই ভিডিওটির শুরুতেই ২৩ সেকেন্ডের মাথায় জানিয়ে দেওয়া হয় যে, এই ভিডিওটির স্থান, কাল, চরিত্র ও ঘটনাবলী সবই পুরোপুরি কাল্পনিক।

    এ ছাড়াও আমরা এই ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলেও আপলোড হয়েছে দেখতে পাই 'পিআরএস ট্রেন্ডস' নামে। ২ডিসেম্বর, ২০২২ আপলোড হওয়া ভিডিওটির শিরোনামে বলা হয়েছে, ওই দম্পতি নাকি একটি মন্দিরে গিয়ে বিয়ে করেছে।

    এর পর আমরা ইউটিউবে পিআরএস চ্যানেলের অন্য ভিডিওগুলি নিরীক্ষণ করে দেখি, ভাইরাল হওয়া আলোচ্য ভিডিওটির পুরুষটি অন্যান্য সাজানো নাটকেও অন্যান্য ভূমিকায় অভিনয় করেছে।

    ১০ ডিসেম্বর আপলোড হওয়া অন্য একটি ভিডিওতে ওই ছেলেটিকেই অভিনয় করতে দেখা যাচ্ছে।

    আবার ২৪ নভেম্বর পিআরএস ট্রেন্ডস-এ আপলোড হওয়া অন্য আর একটি ভিডিওতেও ওই ছেলেটিকেই দেখা যাচ্ছে।

    ভিডিওগুলির বিবরণ দিতে গিয়ে চ্যানেলটিকে "পরেশ সাথালিয়া" বলে শনাক্ত করা হয়েছে।

    এই পরেশ সাথালিয়ার ইউটিউব চ্যানেল পরীক্ষা করে আমরা দেখেছি, সেখানে অনেক ভিডিওই এ রকম সাজানো নাটকের চিত্ররূপ, যার মধ্যে অনেকগুলি আবার এর আগে বুম উদ্ঘাটিতও করেছে।

    এর পর আমরা পরেশ সাথালিয়ার ফেসবুক পেজ ঘেঁটে দেখি, যেখানে আবার সে নিজেকে 'টেক পরেশ' বলে শনাক্ত করেছে।

    আমরা ১৪ সেপ্টেম্বর ফেসবুকেও একটি ভিডিও আপলোড হতে দেখেছি, যেখানে এই ছেলেটিই অভিনয় করছে। একটি মেয়ের সঙ্গে দাঁড়িয়ে সে বলছে, সে তাকে বিয়ে করতে পারবে না, কেননা তাকে সে আদৌ ভালবাসে না।

    টেক পরেশ-এর ইনস্টাগ্রাম পেজেও একটি ভিডিও ১১ ডিসেম্বর আপলোড করা হয়েছে, যেখানে সে দু-দুজন বান্ধবীর সঙ্গে রয়েছে পাত্র হিসাবে।

    আবার ১৩ ডিসেম্বরের অন্য একটি পোস্টে ভাইরাল ভিডিওর ৫২ বছরের কনেকে দেখা যাচ্ছেl এই ভিডিওতে ওই মহিলাকে অন্য এক তরুণের কনে হিসাবে দেখা যাচ্ছে, যেখানে তরুণটি নিজের বয়স ২২ বছর বলে জানাচ্ছেl অর্থাৎ এখানেও সেই বয়স্ক কনে এবং অল্পবয়সী বরের গল্প!

    View this post on Instagram

    A post shared by Paresh Sathaliya (@techparesh)


    ভাইরাল ভিডিওটাও এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে ৩ ডিসেম্বর।

    বিগত কয়েক মাস ধরে বুম এই ধরনের সাজানো নাটকের বেশ কিছু পর্দাফাঁস কেরছে, সেগুলি দেখা যাবে এখানে।


    আরও পড়ুন: দিল্লির এইমসের প্রতিষ্ঠাতা রাজকুমারী অমৃত কউর বলে ছড়াল অবন্তিকা মেহতার ছবি


    Tags

    Scripted VideosMarried
    Read Full Article
    Claim :   ২১ বছরের যুবক ৫২ বছরের বয়স্কাকে বিবাহ করেছে
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!