প্রধানমন্ত্রী মোদীর সামনে 'জিহাদ' শব্দের অর্থ বোঝাচ্ছেন শাহরুখ খান? ভিডিওটি সম্পাদিত
বুম দেখে শাহরুখ খানের অন্য অনুষ্ঠানের বক্তব্য সম্পাদনা করে মোদীর সাথে অভিনেতার উপস্থিত থাকার ভিডিওটিতে যুক্ত করা হয়।

বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) এক ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে দাবি করা হয় ভিডিওতে শাহরুখকে মোদীর সামনে 'জিহাদ' এর আসল অর্থ ব্যাখ্যা করতে দেখা যায়।
বুম দেখে সম্পাদনা করে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে। আমরা দেখি ভিডিওতে থাকা দৃশ্য এবং তাতে শুনতে পাওয়া 'জিহাদ' নিয়ে শাহরুখের বক্তব্যটি দুটি ভিন্ন অনুষ্ঠানের।
২০ সেকেন্ডের ওই ভিডিওতে শাহরুখকে হিন্দিতে বলতে শোনা যায়, "আমি ইসলামিক ধর্মের মানুষ। আমি একজন মুসলিম। আমাদের এখানে একটি শব্দ রয়েছে, জিহাদ, যার খুব অপব্যবহার করা হয়। জিহাদের চিন্তাভাবনা হচ্ছে আমাদের ভেতরকার অশুভ চিন্তাকে জয় করা, তার সাথে লড়াই করা। বাইরে রাস্তায় মানুষ হত্যা করাকে জিহাদ বলে না।"
ভাইরাল দাবি
ফেসবুকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "পৃথিবীর সবথেকে ধোনি ও বলিউডের বিখ্যাত সুপারস্টার শাহরুখ খান pm মোদীর সামনে জিহাদ শব্দের অর্থ বুঝিয়ে দিচ্ছে। 2014 বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মিডিয়া ও হিন্দুত্ববাদী আইটি সেল জিহাদ শব্দকে কে অপব্যবহার করে যা খুশি ক্রাইমের সাথে জিহাদ শব্দ লাগিয়ে দিচ্ছে ইসলাম ধর্ম কে ছোটো করার জন্য ।। pm মোদি নিজেও নির্বাচন প্রচার করার সময় ভোট জিহাদ, লাভ জিহাদ শব্দ গুলো ব্যবহার করেছে, সেই মোদির সামনে দাঁড়িয়ে জিহাদ শব্দটার অর্থ বুঝিয়ে দিলো সুপারস্টার শাহরুখ খান নরেন্দ্র মোদী ও তার ভক্তদের মুখের ওপর।।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভিডিওটি সম্পাদিত
প্রাসঙ্গিক কীওয়ার্ড এবং রিভার্স ইমেজ সার্চ করে আমরা ২০ অক্টোবর ২০১৯ তারিখে দেশ গুজরাট ইউটিউব চ্যানেলে আপলোড করা শাহরুখ খান এবং প্রধানমন্ত্রী মোদীর আসল ভিডিওটি খুঁজে পাই। সেখানে দেখা যায়, শাহরুখ মোদীর সামনে জিহাদ সম্পর্কে কিছু বলেননি। বলিউড অভিনেতা ওই অনুষ্ঠানে স্বচ্ছতা অভিযানের প্রশংসা করেন এবং বলেন, গান্ধীজিকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়া দরকার, মহাত্মা গান্ধী ২.০ প্রয়োজন।
১. আসল ভিডিও ২০১৯ সালের
আমরা দেখি, আসল ভিডিওটি ১৯ অক্টোবর ২০১৯ তারিখে রেকর্ড করা হয়। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মোদী তাঁর বাসভবনে আমির খান, শাহরুখ খান, কঙ্গনা রানাওয়াতসহ বহু চলচ্চিত্র তারকার সাথে দেখা করেছিলেন। ওই অনুষ্ঠানের ভিডিও প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও রয়েছে।
২. শাহরুখের কণ্ঠস্বর তার আরেকটি অনুষ্ঠানের ভিডিও থেকে নেওয়া
কীওয়ার্ড সার্চ করে আমরা @TejgyanFoundation ইউটিউব চ্যানেলে ১৭ নভেম্বর ২০১১ তারিখে আপলোড করা একটি ভিডিও পাই। ২০ মিনিটের ওই ভিডিওর ৯ মিনিট ৩০ সেকেন্ড অংশে 'জিহাদ' নিয়ে শাহরুখকে ভাইরাল ভিডিওতে শুনতে পাওয়া বক্তব্যটি রাখতে দেখা যায়।
উপরোক্ত তথ্য অনুযায়ী, ভিডিওটি ১৪ নভেম্বর ২০১১ সালের, যখন তিনি পুনেতে অনুষ্ঠিত বই 'দ্য সোর্স: পাওয়ার অফ হ্যাপি থটস'-এর প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তেজ জ্ঞান ফাউন্ডেশন সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল।
সেখানে বইটি নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, এই বই আমাদের শেখায় কীভাবে খারাপ চিন্তার বিরুদ্ধে লড়তে হয়। তিনি জিহাদের ধারণা ব্যাখ্যা করে বলেন, জিহাদ মানে নিজের ভিতরকার নেতিবাচক চিন্তার বিরুদ্ধে লড়াই, রাস্তায় হিংসাত্মক হওয়া নয়।







