প্রশান্ত ভূষণের উপর হামলার পুরনো ভিডিও মিথ্যে দাবিসহ ভাইরাল
বুম দেখে ভাইরাল ভিডিও প্রশান্ত ভূষণের উপর ২০১১ সালে হওয়া হামলার; সাম্প্রতিককালে বিজেপির করা হামলার কোনও দৃশ্য নয়।

সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের একাংশ সম্প্রতি সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবী প্রশান্ত ভূষণের (Prashant Bhushan) উপর হামলার (attack) একটি পুরনো ভিডিও সাম্প্রতিককালের ঘটনা হিসাবে শেয়ার করে ভুয়ো দাবি করেছেন বিজেপি (BJP) ভূষণের উপর হামলাটি করিয়েছে।
বুম দেখে ভাইরাল ভিডিও ২০১১ সালের এবং তদন্তে জানা যায়, প্রশান্ত ভূষণের হামলায় শ্রী রাম সেনা এবং ভগৎ সিংহ ক্রান্তি সেনার সদস্যরা জড়িত ছিল।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইকে লক্ষ্য করে আদালতের মধ্যেই গত ৭ অক্টোবর জুতো ছোঁড়েন আইনজীবী রাকেশ কিশোর। এই ঘটনার পর ভাইরাল হয়েছে প্রশান্ত ভূষণের উপর হামলার এই ভিডিওটি।
ভাইরাল দাবি
আদালতে তার চেম্বারে আচমকা প্রশান্ত ভূষণের উপর হামলার একটি ভিডিও শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী, প্রশান্ত ভূষণ কে সুপ্রিম কোর্টের চেম্বার এর মধ্যেই নিগৃহীত করলেন বিজেপির গুন্ডারা।।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভিডিওটি ২০১১ সালের: আমরা দেখি গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে টাইমস নাওয়ের ইউটিউব চ্যানেলে ১৩ অক্টোবর, ২০১১-এ আপলোড করা একটি নিউজ বুলেটিনে ভাইরাল দৃশ্যগুলি দেখতে পাই। প্রতিবেদন থেকে জানা যায় কাশ্মীর নিয়ে ভূষণের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই তিন জন হামলাকারী তার উপর চড়াও হয়।
এনডিটিভির সেসময় করা প্রতিবেদন অনুসারে, হামলাকারীরা ভূষণকে বলে তারা শ্রী রাম সেনার সদস্য এবং ফেসবুকে ভগৎ সিংহ ক্রান্তি সেনা ঘটনার দায় শিকার করে। হামলাকারী বিষ্ণু গুপ্তা এবং তেজেন্দ্র পাল বাগ্গাকে গ্রেফতার করে পুলিশ।
২০১৯ সালে পুলওয়ামায় হামালার পর ভুয়ো দাবিসহ একই ভিডিও ভাইরাল হলে বুম সেসময় তার তথ্য যাচাই করে। দেখুন এখানে।