BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ৮ জন ভারতীয়দের কাতারে মৃত্যুদণ্ড...
ফ্যাক্ট চেক

৮ জন ভারতীয়দের কাতারে মৃত্যুদণ্ড বাতিল করার মিথ্যা দাবি ছড়াল

বুম দেখে এই ধরণের কোনও বিবৃতি কাতারের সরকার তরফে দেওয়া হয়নি

By -  Anmol Alphonso
Published -  5 Dec 2023 12:43 PM IST
  • ৮ জন ভারতীয়দের কাতারে মৃত্যুদণ্ড বাতিল করার মিথ্যা দাবি ছড়াল
    Listen to this Article

    সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়িয়ে পরে যেখানে দাবি করা হয় কাতার প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর (Former Naval Officers) কর্মকর্তাসহ মোট ৮ জন ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড (Death Penalty) বাতিল করার ঘোষণা করে। এই মৃত্যুদণ্ডের প্রস্তাব দিয়েছিল এক কাতারের আদালত।

    কিন্তু, বুম দেখে আদালতে মামলাটি এখনও চলছে এবং কাতার মৃত্যুদণ্ড বাতিলের বিষয়ে কোনও সরকারি বিবৃতি প্রকাশিত করেনি।

    এক কাতারি আদালত ২৬ অক্টোবর ২০২৩ তারিখে সাতজন অবসরপ্রাপ্ত ভারতীয় নৌসেনার কর্মকর্তাদের এবং একজন নাবিককে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়। এই ব্যক্তিরা এক বেসরকারি সংস্থা আল দাহরাতে চাকরি করছিলেন এবং তারপর তাদের আগের বছর আগস্ট মাসে ইজরায়েলের হয়ে কাতারের সাবমেরিন প্রোগ্রামে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়।

    মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পাল্টা একটি প্রস্তাব দায়ের করা হয় আদালতে এবং কাতারের একটি উচ্চ আদালত ইতিমধ্যে আবেদনটি স্বীকার করে বলে জানা যায়। ভারত এই রায়কে "অত্যন্ত" মর্মান্তিক বলে দাবি করে এবং মামলায় সমস্ত আইনি বিকল্প অন্বেষণ করার প্রতিশ্রুতি দেয়। মামলার শুনানি ১ ডিসেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয় এবং পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    ১ ডিসেম্বর ২০২৩ তারিখে দুবাইতে অনুষ্ঠিত এক সম্মেলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে আলাপ করেন।

    একজন এক্স (প্রাক্তন টুইটার) ব্যবহারকারী ৩০ নভেম্বর, ২০২৩ তারিখে একটি টুইটে প্রধানমন্ত্রী মোদির এক ছবি সহ লেখেন,"ব্রেকিং নিউজ: কাতার ৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করার ঘোষণা করেছে এবং বলেছে ভারতের বন্ধুত্ব বেশি গুরুত্বপূর্ণ।" এই এক্স প্রফাইলটি পিএম মোদী অনুসরণ করেন।

    এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।

    এই পোস্ট ফেসবুকেও ব্যাপক ভাবে শেয়ার হতে দেখা যায়।

    এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।

    আরও পড়ুন -উত্তরাখণ্ডের সুড়ঙ্গ দুর্ঘটনার উদ্ধারকারীদের AI-এর তৈরী ছবি ছড়াল

    তথ্য যাচাই

    বুম যাচাই করে দেখে এই দাবি সঠিক নয় এবং ৮ জন ভারতীয়কে দেওয়া মৃত্যুদণ্ড বাতিলের বিষয়ে কাতারের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

    আমরা একটি কীওয়ার্ড সার্চ করি এবং কাতারের এই বিষয় আনুষ্ঠানিক ঘোষণার কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন খুঁজে পাইনি।

    আমরা দৈনিক ভাস্কর সংবাদমাধ্যমের সাংবাদিক অভিনন্দন মিশ্রর, যিনি মামলাটি কভার করছেন, তার এক্স প্রোফাইলে একটি টুইট খুঁজে পাই।তিনি ১ ডিসেম্বর, ২০২৩ তারিখে একটি টুইট করে জানান মামলার শুনানি ৩০ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয় এবং প্রথমবারের জন্য প্রাক্তন ভারতীয় নৌবাহিনী কর্মকর্তাদের আদালতে কথা বলার এবং তাদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়।

    বুম কথা বলে মিশ্রর সাথে যিনি নিশ্চিত করেন কাতারের তরফে এখনও মৃত্যুদণ্ড বাতিলের কোনও ঘোষণা করা হয়নি। "আমি যতদূর জানি এই দাবি সত্য নয়। মামলাটির এখনও আদালতে শুনানি চলছে," মিশ্র বুমকে জানান। মিশ্র আরও জানান এই মামলার পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর তারিখে।

    The next hearing has been scheduled for 7 December. Indian officials, meanwhile, will be meeting the eight Indians soon. https://t.co/sNRSn86iFG

    — Abhinandan Mishra (@mishra_abhi) December 2, 2023

    এছাড়াও, আমরা হিন্দুস্তান টাইমসের ১ ডিসেম্বর ২০২৩ তারিখের একটি প্রতিবেদন খুঁজে পাই যেখানে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারকে উদ্ধৃত করে লেখা হয় ভারত সরকার নৌসেনার প্রাক্তন কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে।

    "কাতারে উপস্থিত এই প্রাক্তন নৌবাহিনীর কর্মকর্তারা অভিজ্ঞ... এবং আমরা তাদের কল্যাণের যত্ন নেওয়ার আগ্রহী। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ভারত সরকার তাদের ফিরিয়ে আনার সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে," তিনি বলেন।

    প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন।

    বুম ইমেলের মাধ্যমে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাদের একটি প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদন আপডেট করা হবে।


    আরও পড়ুন -না, এই ছবি উত্তরকাশী সুড়ঙ্গ দুর্ঘটনার সাথে সম্পর্কিত নয়, ভাইরাল পোস্ট বিভ্রান্তিকর







    Read Full Article
    Claim :   ৮ জন ভারতীয়দের কাতারে মৃত্যুদণ্ড বাতিল করা হলো
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!