না, এই ছবি উত্তরকাশী সুড়ঙ্গ দুর্ঘটনার সাথে সম্পর্কিত নয়, ভাইরাল পোস্ট বিভ্রান্তিকর
বুম যাচাই করে দেখে ছবিটি ২০১৯ সাল থেকে অনলাইনে রয়েছে এবং উত্তরকাশীর উদ্ধারকাজের সাথে এর কোনও যোগসূত্র নেই।
সম্প্রতি একটি পুরনো এবং অসম্পর্কিত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ায় যেখানে একজন বৃদ্ধ ব্যক্তিকে নিরাপত্তা হেলমেট পড়ে থাকতে দেখা যায়। দাবি করা হয় এই বৃদ্ধ ব্যক্তি উত্তরকাশির সুড়ঙ্গ দুর্ঘটনায় আটকে পড়েছিলেন।
বুম যাচাই করে দেখে এই ছবি পুরনো এবং অসম্পর্কিত এবং এর সাথে সাম্প্রতিক সিল্কিয়ারা সুড়ঙ্গ দুর্ঘটনার কোনও যোগ নেই।
১২ নভেম্বর, ২০২৩ উত্তরকাশির সিল্কিয়ারা টানেলের একটি অংশে ধস নামার কারণে ৪১ জন শ্রমিক আটকে পড়েন। এক বিশেষ প্রক্রিয়ার সাহায্যে তাদের সফলভাবে উদ্ধার করা যায় ১৭ দিনের চেষ্টার পরে। এই ঘটনাকে কেন্দ্র করেই ভাইরাল হয় বৃদ্ধ ব্যক্তির সেই ছবি।
সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করার সময় একজন ব্যবহারকারী লেখেন, "উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪০ জন মানুষের কাছে ১৫ দিনেও পৌঁছাতে না পারলে, চাঁদে গিয়ে কি লাভ???"
এই পোস্ট এখানে দেখা যাবে। এই পোস্টের আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম প্রথমেই এই ঘটনা সংক্রান্ত কিছু কিওয়ার্ড সার্চ করে কিন্তু এই ধরণের কোনও ছবি মেলেনি।
এছাড়া, আমরা বিবিসি নিউজ এবং দৈনিক ভাস্কর সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদন খুঁজে পাই যেখানে বলা হয় সরকারের তরফে উদ্ধারকাজ চালিয়ে ১৭ দিন পরে শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা হয়। কিন্তু এই ধরণের কোনও প্রতিবেদনে এই বৃদ্ধ মানুষের ভাইরাল ছবি আমরা খুঁজে পাইনি।
এরপর একটি রিভার্স ইমেজ সার্চ করায় আমরা ২০১৯ এবং ২০২০ সালের কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট খুঁজে পাই যেখানে এই ভাইরাল ছবি উপস্থিত থাকতে দেখা যায়। একজন ব্যবহারকারী এটি পোস্ট করে লেখেন,"সবচেয়ে বেদনাদায়ক ছবি, চল্লিশ বছরের অভিশংসন যুদ্ধের গল্প।" আমরা এই ধরণের ২০২০ সালেরও পোস্ট খুঁজে পাই যা দেখা যাবে এখানে এবং এখানে যার থেকে বোঝা যায় ছবিটি সাম্প্রতিক ঘটনার নয়।
বুম তদন্তের সময় এক্সে (প্রাক্তনে টুইটার) পোস্ট করা ভাইরাল ছবির কমেন্টে দেখতে পায় একজন ব্যবহারকারী বলেছেন এই ছবি সাম্প্রতিক নয় এবং পাকিস্তানের এক ব্যক্তির।
যদিও, এই বিষয় সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে আমরা স্বাধীনভাবে যাচাই করতে পারিনি ছবিটি কোথায় এবং কবে তোলা হয়। যদিও, এটা স্পষ্ট ছবিটির কোনও সাম্প্রতিক যোগ নেই।