সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়
বুম দেখে ২০২১ সালের এই ভিডিওতে কর্নাটকে এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে দুর্নীতিদমন দপ্তর শাখার হানার দৃশ্য দেখা যায়।
সম্প্রতি পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য সরকারের পূর্ত দপ্তরের (PWD) এক ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশির দৃশ্য দাবি করে বাড়ির পাইপ কেটে কিছু ব্যক্তিদের টাকা উদ্ধার করার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে ভিডিওটিতে ২ বছরের পুরনো কর্নাটকের এক ঘটনা দেখতে পাওয়া যায়। ২০২১ সালে কর্নাটক সরকারের দুর্নীতিদমন বিভাগের আধিকারিকর একজন সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালানোর সময় পাইপ কেটে টাকা উদ্ধারের সময় ভিডিওটি রেকর্ড করা হয়।
ভিডিওটির ক্যাপশন হিসেবে লেখা হয়,"রাজ্য সরকারের PWD ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযানে একটি পাইপে ১৩ কোটি টাকা উদ্ধার করা হয়েছে, ১৯টি পাইপ এখনও পরীক্ষা করা বাকি রয়েছে। ভদ্র হয়ে কিযে এক বিপদে পরলাম কাউরে তার প্রাপ্য গালি টুকুও দিতে পারি না"।
এই পোস্টের লিংক আপনারা দেখতে পাবেন এখানে।
এই পোস্টের আর্কাইভ আপনারা দেখতে পাবেন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে ভিডিওটিতে থাকা ব্যক্তিদের কথোপকথন শুনে আন্দাজ করে তারা কোনও দক্ষিণ ভারতীয় ভাষায় কথাবার্তা বলছেন।
এরপর আমরা ভিডিওটির এক অংশ রিভার্স সার্চ করে এবিষয়ে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজে পায়। ২০২১ সালের ২৪ নভেম্বর প্রকাশিত এএনআই সংবাদসংস্থার ভিডিও রিপোর্ট থেকে জানা যায়, সেসময় কর্নাটক সরকারের আধিকারিকরা পূর্ত দপ্তরের এক জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৫৪ লক্ষ টাকা উদ্ধার করে। ওই ভিডিও রিপোর্টে ভাইরাল ভিডিওর পাইপ কাটার সেই দৃশ্য উপস্থিত রয়েছে।
ভিডিওটির বিষয়ে কর্ণাটক সরকারের দুর্নীতি দমন দপ্তরের সুপারিনটেনডেন্ট (উত্তর পূর্ব বিভাগ) মহেশ মেঘেন্নাবর জানান, “মোট ৫৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এই তল্লাশিতে যার মধ্যে ১৩ লক্ষ টাকা উদ্ধার করা গেছে একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়ির ড্রেনেজ পাইপ কেটে"।
ভিডিও রিপোর্টটির লিংক আপনারা দেখতে পাবেন এখানে।
ইকোনমিক টাইমসের প্রকাশিত ২৪ নভেম্বর, ২০২১ তারিখের এক প্রতিবেদন অনুযায়ী, সেসময় ১৫ জন সরকারি আধিকারিকদের বাড়িতে ও অফিসে হানা দেয় কর্ণাটক সরকারের দুর্নীতিদমন বিভাগ এবং উদ্ধার হয় মোট ৫৪ লক্ষ টাকা যার মধ্যে সেই জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়ির তল্লাশিও সামিল রয়েছে।
দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে জানা যায়, পূর্ত দপ্তরের ওই আধিকারিক শান্থাগৌড়া বিরাদর হলেন কালাবুরাগীর গাব্বি কলোনির বাসিন্দা এবং তার ঘর থেকে উদ্ধার করা টাকার সাথে তার আয়ের কোনো সামঞ্জস্য নেই।
সংবাদমাধ্যম বিবিসি হিন্দির ইউটিউব চ্যানেলেও কর্নাটকের এই ঘটনাটি নিয়ে সেসময় রিপোর্ট করা হয়েছিল। নিচে তা দেখতে পাওয়া যাবে।