বৌদ্ধ শ্রমণ বেশে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন? ভুয়ো দাবিতে ছড়াল কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি
বুম যাচাই করে দেখে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ছবিটি ‘মিডজার্নি’ কৃত্রিম বুদ্ধিমত্তার ওয়েবসাইটে তৈরি করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI generated) প্রয়োগে রুশ (Russia) রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বৌদ্ধ ভিক্ষুকের (Buddhist Monk) পোশাকে ধ্যান করার ছবি ভুয়ো দাবিতে সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে রাষ্ট্রপতি পুতিন মাত্র ৭ দিনের জন্য বৌদ্ধ ধর্মের শ্রমণ হয়ে বৌদ্ধধর্ম চর্চা করেছিলেন।
বুম যাচাই করে দেখে ভ্লাদিমির পুতিনের ভাইরাল ছবিটি ‘মিডজার্নি’ নামে (midjourney) কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) ওয়েবসাইটে তৈরি করা হয়েছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় রাষ্ট্রপতি পুতিন বৌদ্ধ ভিক্ষুকের গৈরিক বসনে ভগবান বুদ্ধের মূর্তির সামনে ধ্যান করছেন।
ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। মাত্র ৭ দিনের জন্য বৌদ্ধ ধর্মের শ্রামন হয়েছিলেন এবং বৌদ্ধধর্ম চর্চা করেছিলেন।” (মূল পোস্টের ক্যাপশন অপরিবর্তিত)
একই দাবিতে ছবিটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ছবিটিকে রিভার্স সার্চ করে ‘এআই তাইল্যান্ড ক্রিয়েটিভ’ নামের একটি ফেসবুক গ্রুপে ১৫ মার্চ ২০২৩ পোস্ট হতে দেখে।
ওই ফেসবুক পোস্টে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের দুটি ছবি ছাড়াও মার্কিন রাষ্ট্রপতি জসেফ বাইডেনের আরও দুটি ছবি রয়েছে। বাইডেনের ছবি দুটিও বৌদ্ধ ভিক্ষুকের পোশাক পরা।
থাই ভাষার ক্যাপশন অনুবাদ করলে দাঁড়ায়, “যখন দুই দলছুট নেতা প্রধান হন। সব ছবিগুলি আসল নয়। মিড জার্নিতে তৈরি।”
(থাই ভাষায় মূল ক্যাপশন: เมื่อ 2 ผู้นำหนีมาบวช ทุกภาพไม่ใช่ภาพจริงนะครับสร้างโดย AI Midjourney #แก้ไขเดี๋ยวคนเข้าใจผิด)
ছবিটি পোস্ট করার সময়ই উল্লেখ করা হয়েছে তা আসল নয়; তৈরি করতে সাহায্য নেওয়া হয়েছে ‘মিড জার্নি কৃত্রিম বুদ্ধিমত্তা’ ওয়েবসাইটের সাহায্য। ‘মিড জার্নি’ ওয়েবসাইটে কাল্পনিক লিখিত নির্দেশ দিলে সেইমত ছবি তৈরি করা যায় কৃত্রিম বুদ্ধি মত্তা প্রয়োগে।
বুম গুগলে কিওয়ার্ড সার্চ করে ৭ দিনের জন্য পুতিনের বৌদ্ধধর্ম চর্চা বা ভিক্ষুক হওয়ার কোনও খবর খুঁজে পায়নি।
বুমের তরফে ‘মিড জার্নি’ ওয়েবসাইটে ‘পুতিনের বৌদ্ধ শ্রমণ হিসাবে ধ্যান করা’ নির্দেশ দিলে একগুচ্ছ এই ধরণের ছবি তৈরি হয়। দেখুন নিচে তৈরি সেই সব ছবি।
বুম বাংলাদেশ প্রথমে এই ছবটির তথ্য-যাচাই করেছে।
বুম আগেও ‘মিড জার্নি’ ওয়েবসাইটে তৈরি পোপ ফ্রান্সিসের ভুয়ো দাবিতে ছড়ানো একই ধরণের কৃত্রিম বুদ্ধিমত্তা ছবির তথ্য-যাচাই করেছে।