রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর— ভাইরাল মোদীর সঙ্গে একাধিক AI ছবি
বুম ছবিগুলিকে এআই যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে সেগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) ভারত সফরকে কেন্দ্র করে ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় একাধিক এআই ছবি আসল হিসাবে শেয়ার করেছেন। ছবিগুলিতে ভারতীয় পোশাক পরিহিত পুতিনকে কখনও প্রধানমন্ত্রী মোদী (Modi), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) আবার কখনও ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে মন্দিরে, ত্রিবেণী সঙ্গমে দেখা যায়।
বুম কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে ছবিগুলিকে এআই দিয়ে তৈরি।
গত ৫ ডিসেম্বর, ২০২৫-এ ভারত ও রাশিয়ার মধ্যে বার্ষিক শীর্ষ বৈঠকের পর, তার দুদিনের ভারত সফরে সমাপ্তি টেনেছেন পুতিন।
দাবি
মন্দিরের গর্ভগৃহের সামনে পুতিনের পাশে মোদী, যোগী আদিত্যনাথ ও নেতানিয়াহুর ছবি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "মোদী জি, যোগী জি এবং ভারতের পরম মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ইসরায়েলর প্রধানমন্ত্রী ---।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আরও একটি ফেসবুক পোস্টে নদীর মধ্যে মোদী ও যোগীর সঙ্গে গেরুয়া বসন পরে দাঁড়িয়ে থাকা পুতিনের ছবি শেয়ার করে এক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা, সরস্বত / মোদী, যোগী, পুতিন ---।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
এছাড়াও, শিব মন্দিরের ভেতর শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পুতিনের একটি ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "মোদী জি ও রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারত সফরে এসে ভগবান শিব কে প্রণাম করছেন ---।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. প্রথম ছবি: প্রথম ছবিতে কেবল রুশ প্রেসিডেন্ট পুতিনই নন, তার সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও মোদী ও যোগীর সাথে দেখা যায়। আমরা গুগলে নেতানিয়াহুর সম্প্রতি ভারতে আসার সম্পর্কে কিওয়ার্ড সার্চ করি তবে, কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন বা তথ্যসূত্র খুঁজে পাইনি। এরপর, আমরা ছবিটিকে এআই যাচাইকারী টুল হাইভ মডারেশনে পরীক্ষা করে নিশ্চিত হই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত। পরীক্ষার ফল দেখুন নীচে।
২. দ্বিতীয় ছবি: আমরা অনুসন্ধানের মাধ্যমে পুতিনের দুদিনের ভারত সফরের কোথাও তার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম যাওয়া সম্পর্কে কোনও উল্লেখ খুঁজে পাইনা। রুশ প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইট বা কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদনেও এধরণের কোনও দাবির উল্লেখ নেই। এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ছবিটি হাইভ মডারেশনে পরীক্ষা করি। পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া যায় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
৩. তৃতীয় ছবি: মোদীর সঙ্গে পুতিনের শিব মন্দির যাওয়া সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করি তবে, আমরা এধরণের কোনও তথ্যসূত্র পায়নি যা দাবিটিকে সমর্থন করে। এরপর, ছবিটি হাইভ মডারেশনে পরীক্ষা করি। পরীক্ষার ফল অনুযায়ী সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
বুম আগেও পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে ছড়ানো ভুয়ো দাবি ও আসল হিসাবে ছড়ানো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি খণ্ডন করেছে। পড়ুন এখানে ও এখানে।






