কৌতুক পোস্ট ছড়াল অভিনেত্রী কঙ্গনা রানাউতের ফেসবুক মন্তব্য বলে
বুম দেখে কৌতুকের উদ্দেশ্যে পোস্টটি তৈরি করা হয়েছে। কঙ্গনা রানাউত ফেসবুকে এরকম কোনও মন্তব্য করেননি।
সোশাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) মন্তব্য বলে একটি ভুয়ো ফেসবুকের (Fake Screenshot) পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হচ্ছে।
বুম যাচাই করে দেখে কৌতুকের উদ্দেশ্যে পোস্টটি তৈরি করা হলেও নেটিজেনদের অনেকে ছবিটিকে কঙ্গনা রানাউতের ফেসবুক পোস্ট বলে ভুল করছেন।
সোশাল মিডিয়ার ভাইরাল হওয়া অভিনেত্রী কঙ্গনা রানাউতের ফেসবুক পোস্ট দাবি করা ওই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি ব্যবহার করা হয়েছে। ওই ছবিতে প্রধনমন্ত্রী মোদীকে এক হাতে চশমা ধরে থাকতে এবং অন্যহাতে রুমাল দিয়ে মুখ মুছতে দেখা যায়।
ওই ফেসবুক পোস্টে জলছাপে লেখা হয়েছে, "ঘামতে দেখেছি তবে কোনোদিন থামতে দেখিনি তিনিই হলেন বাবা।"
ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে।
আরও পড়ুন: ২০১৭ সালের ১৭.৫% থেকে ২০২১ সালে ৪.২%, উত্তরপ্রদেশে বেকারত্বের হার কমল?
তথ্য যাচাই
বুম কঙ্গনা রানাউতের যাচাই করা ফেসবুক পেজ খুঁজে দেখে। ওই প্রোফাইল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এই ধরণের কোনও মন্তব্য ফেসবুকে পোস্ট করেননি কঙ্গনা রানাউত।
নরেন্দ্র মোদী শুক্রবার কৃষি আইন প্রত্যাহারের দাবি করলে কঙ্গনা রানাউত এই ঘোষণা বিরুদ্ধে উগ্র মন্তব্য পেশ করেন। শুক্রবারের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি মন্তব্য করেন "একনায়কতন্ত্র' একমাত্র সমাধান।"
পরে তিনি ইনস্টাগ্রাম ও ফেসবুকে কৃষি আন্দোলনকে খালিস্তানি আন্দোলনের সঙ্গে তুলনা করে পোস্ট করেন।
মুম্বইয়ের খর থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে দিল্লি শিখ গুরুদোয়ারা পরিচালন কমিটি ও দুই ব্যক্তি এফআইআর দায়ের করেছে কঙ্গনার বিরুদ্ধে।
কৃষি আইনের পক্ষ নিয়ে বরাবর মন্তব্য করে এসেছেন কঙ্গনা। কৃষি আইন নিয়ে দিলজিৎ দোসাঞ্ঝ ও পপ তারকা রিহানার অবস্থান ঘিরে আগে বাকবিতন্ডায় জড়িয়েছিলন কঙ্গনা।
আরও পড়ুন: আমেরিকার দাবানলের সঙ্গে ভুয়ো দাবিতে জুড়ল কম্পিটারে তৈরি পাখির ভিডিও