সৌদি আরবে দীপাবলি উদযাপনের দাবিতে ভাইরাল জাতীয় দিবস পালনের ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিও সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে ৫২ তম জাতীয় দিবস পালনের।

সোশ্যাল মিডিয়ায় রাস্তায় মানুষের জমায়েত ও আকাশে বিভিন্ন আতশবাজি (firecrackers) ফাটার একটি ভিডিও সৌদি আরবের (Saudi Arab) মুসলিমরা দীপাবলি (Diwali) উদযাপন করছে ভুয়ো দাবিসহ ভাইরাল হয়েছে সম্প্রতি।
বুম দেখে ভাইরাল ভিডিওটি সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে ৫২তম জাতীয় দিবস পালনের।
ভাইরাল দাবিটি
একটি ফেসবুক পেজের তরফ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করা হয়, "সৌদি আরবে দীপাবলি #Diwali2025 #Diwali #facebook #দুবাই প্রকৃত মুসলমানরা ধুমধামের সাথে আতশবাজি ফাটাচ্ছে, অন্যদিকে বৌদ্ধ ও হিন্দু থেকে কনভার্ট হওয়া অবৈধ মুসলমানেরা ভারতে দীপাবলির আতশবাজি নিয়ে হাহাকার।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ডিসেম্বর ২০২৩-এর ভিডিও: আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে টিকটকে ৩ ডিসেম্বর, ২০২৩-এ আপলোড করা একটি অনুরূপ ভিডিও দেখতে পাই। পোস্টের আরবি ক্যাপশন থেকে জানা যায় ভিডিওটি সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দিবস উদযাপনের।
একই ভিডিও ৫ ডিসেম্বর, ২০২৩-এ এক ফেসবুক ব্যবহারকারীর পেজ থেকেও আপলোড করা হয়। পোস্টটির ক্যাপশনে ইংরেজিতে সবাইকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
২. আরব আমিরশাহির ৫২তম জাতীয় দিবস উদযাপনের ভিডিও: আমরা ভাইরাল ভিডিওয় লক্ষ্য করি একটি গাড়ির উপর UAE লেখা রয়েছে এবং একটি খুঁটিতে ওই দেশের জাতীয় প্রতীকের (বাজ, সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় পতাকা এবং সাতটি তারা) নীচে ৫২ লেখাটি দেখা যায়।
প্রতি বছর ২ ডিসেম্বর দেশটি তাদের জাতীয় দিবস পালন করে। আরব আমিরশাহি ১৯৭১ সালের ২ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। টিকটকের ৩ ডিসেম্বর, ২০২৩-এ আপলোড করা ভিডিওয় একই দৃশ্য দেখা যায়।
আমরা অনুসন্ধানে আরব আমিরশাহির ৫০তম জাতীয় দিবস উদযাপনের একটি ইউটিউব ভিডিও পাই যেখানে ভাইরাল ভিডিওর ঘটনাস্থল দেখা যায়। ইউটিউবে দেওয়া বর্ণনা অনুসারে, ভিডিওটি রাজধানী আবু ধাবিতে তোলা।






