মমতা বন্দ্যোপাধ্যায়ের আগুন ছাড়া কালীপুজোর ভোগ রান্নার ভিডিও AI দিয়ে তৈরি
বুম দেখে ভাইরাল ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। বাস্তবে মুখ্যমন্ত্রীর রান্নার সময় গ্যাস জ্বলতে দেখা যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীপুজোর (Kali Puja) ভোগ রান্নার একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছে তিনি গ্যাস না জ্বালিয়েই ভোগ প্রস্তুত করেছেন।
বুম দেখে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এছাড়াও, আমরা মুখ্যমন্ত্রীর ভোগ রান্নার একটি ভিডিও বাস্তব ভিডিও খুঁজে পেয়েছি যেখানে গ্যাসে স্পষ্ট আগুন জ্বলতে দেখা যায়।
৫ সেকেন্ডের ভাইরাল ফুটেজে মুখ্যমন্ত্রীকে ক্যামেরার দিকে তাকিয়ে থেকে গ্যাসের উনুনে বসানো কড়াইতে খাবার নাড়তে দেখা যায়। তবে, উনুনে কোনও আগুনের শিখা দেখা যায় না।
ভাইরাল দাবি
একাধিক সমাজমাধ্যম ব্যবহারকারী ভিডিওটি মুখ্যমন্ত্রীকে বিদ্রূপ করে ভিডিওটি শেয়ার করেছেন। বিজেপির তরুণজ্যোতি তেওয়ারি ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আগুন ছাড়া রান্না একমাত্র তিনি করতে পারেন। জয় বিষ্ণু মাতা।"
পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. দৃশ্যমান অস্বাভাবিকতা: আমরা ভিডিওটি পর্যবেক্ষণ করে কয়েকটি অস্বাভাবিকতা লক্ষ্য করি AI-সৃষ্ট ভিডিওগুলিতে সাধারণত দৃশ্যমান। উদাহরণস্বরূপ, একটি সময়ে, তৃণমূল কংগ্রেস প্রধানের পাশে দাঁড়ানো দুই মহিলার একজনের হাতে ধরে রাখা পাত্রের আকার পরিবর্তন। আরেকটি দৃশ্যে, একজন মহিলাকে একটি হেয়ারব্যান্ড ব্যবহার করতে দেখা যায় যা মূল ভিডিওয় নেই।
২. মূল দৃশ্য: আমরা রিভার্স ইমেজ সার্চ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রান্নার সময়ের মূল ছবিটি খুঁজে পাই যেখানে রান্নার পাত্রের নীচে কোনও শিখা নেই। তবে, তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা অন্য এই বছরের কালীপুজোর দিন মুখ্যমন্ত্রীর রান্না করার অন্য একটি ভিডিওয় গ্যাসের উনুনের নীচে আগুনের শিখা স্পষ্ট দেখা যায়।
৩. এআই শনাক্তকারী টুলে পরীক্ষা: আমরা ভিডিওটি আমেরিকার বাফেলো ইউনিভার্সিটির তৈরি এআই শনাক্তকারী সরঞ্জাম ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করেছি। ডিপফেক-ও-মিটারের একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শনাক্তকারী টুল অনুসারে ভিডিওটি এআই দিয়ে তৈরি।
৪. এআই শনাক্তকরণ বিশেষজ্ঞ অস্বাভাবিকতা নিশ্চিত করেছেন: আমরা নিশ্চিত হতে মিডিয়া ফরেনসিক বিশেষজ্ঞ এবং ইউবি মিডিয়া ফরেনসিক ল্যাবের পরিচালক ডঃ সিওয়েই লিউয়ের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছি। ড. লিউ ফুটেজে একাধিক অস্বাভাবিকতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমাদের পরীক্ষা অনুসারে, এই ভিডিওটি স্থির চিত্রকে অ্যানিমেট করে এধরণের এআই মডেল দিয়ে সম্ভবত তৈরি।”
ডঃ লিউ এবং তার দলের চিহ্নিত অস্বাভাবিকতাগুলি নীচে দেখা যাবে।






