দুটি যাত্রীবাহী জাহাজের জলে তলিয়ে যাওয়ার ভাইরাল ভিডিওটি AI নির্মিত
বুম দেখে ভাইরাল ভিডিওয় কোনও বাস্তব দৃশ্য দেখা যায় না, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

যাত্রী ভর্তি দুটি জাহাজের জলের তলায় তলিয়ে যাওয়ার এআই নির্মিত (AI-generated) একটি ভিডিও সম্প্রতি আসল হিসাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে ভিডিওতে কোনও বাস্তব দৃশ্য দেখা যায় না এবং আমরা ভিডিওটিকে পরীক্ষা করে নিশ্চিত হই এটি কৃত্রিম বুদ্ধিমত্তা মারফত তৈরি।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "জাহাজ ভর্তি মানুষ জলে তলিয়ে গেল।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভাইরাল ভিডিও এআই নির্মিত: বুম ভাইরাল ভিডিওর রিভার্স ইমেজ সার্চ করে বাস্তবে এধরণের ঘটনা সংক্রান্ত কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন বা তথ্য পায়নি। এরপর, আমরা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট হাইভ মডারেশনে পরীক্ষা করে দেখি ভিডিওটির এআই নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৮.৮%। নীচে হাইভ মডারেশনে করা পরীক্ষার ফলাফল দেখা যাবে।
এছাড়াও, আমরা ভাইরাল দৃশ্যের স্ক্রিনশট আরও একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট ওয়াজ ইট এআইয়ে পরীক্ষা করি। ওয়াজ ইট এআইয়ের পরীক্ষার ফলাফল অনুসারে দৃশ্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ফলাফল দেখুন নীচে।