BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • AAP মন্ত্রীর সিরিকে প্রশ্ন করে...
ফ্যাক্ট চেক

AAP মন্ত্রীর সিরিকে প্রশ্ন করে কেজরিওয়ালকে বিপাকে ফেলার ভিডিও সম্পাদিত

মূল ভিডিওতে সৌরভ ভরদ্বাজ সিরিকে ভারতীয় রাজনীতিতে কে প্রথম 'গ্যারান্টি' শব্দটি ব্যবহার করেছে জিজ্ঞেস করেন, যমুনা সংস্কারের কথা নয়।

By -  Srijit Das
Published -  2 Feb 2025 4:13 PM IST
  • AAP মন্ত্রীর সিরিকে প্রশ্ন করে কেজরিওয়ালকে বিপাকে ফেলার ভিডিও সম্পাদিত
    CLAIMভিডিওতে সিরিকে আম আদমি পার্টির আসল রূপ প্রকাশ করতে দেখা যায় যখন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সিরিকে জিজ্ঞেস করে কে পাঁচ বছরে যমুনা নদী সংস্কার করার কথা বলেছিল।
    FACT CHECKমূল ভিডিওতে সৌরভ ভরদ্বাজ সিরিকে ভারতীয় রাজনীতিতে কে প্রথম 'গ্যারান্টি' শব্দটি ব্যবহার করেছে জিজ্ঞেস করেন যার উত্তরে একটি মহিলা কণ্ঠ আম আদমি পার্টির নাম উল্লেখ করে। মূল ভিডিওয় যমুনা সংস্কারের কোনও উল্লেখ নেই।
    Listen to this Article

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় আম আদমি পার্টির (Aam Admi Party) নেতা সৌরভ ভরদ্বাজ জনসভার মঞ্চে দাঁড়িয়ে আইওএস সিরিকে (Siri) পাঁচ বছরের মধ্যে যমুনা নদী সংস্কার (Yamuna cleaning) করার প্রতিশ্রুতি কে দেন চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে বললে সিরি অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নাম বলে।

    ভিডিওটি যমুনা নদীর দূষণ নিয়ন্ত্রন নিয়ে আপ সরকারের অপর্যাপ্ত পদক্ষেপের সমালোচনা হিসাবে শেয়ার করা হয়েছে।

    বুম দেখে ভাইরাল ভুয়ো দাবি করার জন্য মূল ভিডিওকে সম্পাদনা করা হয়েছে। মূল ভিডিওতে, ভরদ্বাজ সিরিকে "ভারতীয় রাজনীতিতে কে প্রথম "গ্যারান্টি" শব্দটি ব্যবহার করেছিলেন" জিজ্ঞাসা করে যার উত্তরে ডিজিটাল সহকারী "আম আদমি পার্টি" বলে।

    আরও পড়ুন -পশ্চিমবঙ্গে আক্রান্ত মহিলার ভিডিও বাংলাদেশের ঘটনা দাবি করে ভাইরাল

    কেজরিওয়াল যমুনা সংস্কারের সময় ২০২৫ সালে পিছিয়ে দেওয়ার পর, দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সহ বিরোধী দলগুলি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর আক্রমণ জোরদার করেছে। হরিয়ানার বিজেপি সরকার দিল্লিতে সরবরাহ হওয়া যমুনার জলে 'বিষ' মিশিয়েছে বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের দাবির জবাবে হরিয়ানার মন্ত্রী বিপুল গোয়েল বলেন হরিয়ানা রাজ্য সরকার আপ সুপ্রিমোর বিরুদ্ধে মামলা করবে, অন্যদিকে নির্বাচন কমিশন তার অভিযোগের প্রমাণ চেয়ে কেজরিওয়ালের কাছে একটি চিঠি পাঠিয়েছে।

    ৩৮ সেকেন্ডর ভাইরাল ভিডিওতে দেখা যায় ভরদ্বাজ সিরিকে জিজ্ঞাসা করেন "কে পাঁচ বছরে যমুনা পরিষ্কার প্রকল্প" প্রতিশ্রুতিটি দেন। এরপর, চ্যাটজিপিটি ব্যবহার করে সিরির উত্তরের একটি রেকর্ডিং শোনা যায় যেখানে বলা হয় ২০১৫ সালে দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল এই প্রতিশ্রুতি দেন। এরফলে, ভরদ্বাজ এবং তার দলের জন্য একটি বিব্রতকর মুহূর্ত তৈরি হয়।

    এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিও শেয়ার করে লেখেন, “দিল্লিভোটের প্রচারে #কেজরিওয়াল পুরো বেইজ্জতি করে দিল দলেরই এক কুচো নেতা..!!”


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    আরও পড়ুন -
    পাঞ্জাবে নিহত এক তরুণীর ছবি ছড়াল বাংলাদেশের ঘটনা বলে

    তথ্য যাচাই

    বুম সৌরভ ভরদ্বাজ এবং আইওএস সিরির মধ্যে কথোপকথনের মূল ভিডিও খুঁজে পায় যা ২৭ জানুয়ারী, ২০২৫-এ আম আদমি পার্টির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হয়।

    আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য দলের ইস্তাহার প্রকাশ করার সময়, আপ নেতা সৌরভ ভরদ্বাজ দাবি করেন সভায় যাওয়ার পথে তিনি সিরিকে জিজ্ঞাসা করেছিলেন ভারতীয় রাজনীতিতে কে প্রথম "গ্যারান্টি" শব্দটি ব্যবহার করে। এরপর তিনি দাবি করেন, সিরি ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর দেয়, শব্দটি আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল প্রথম ব্যবহার করেন।

    ভিডিওতে ১:৪২ মিনিট থেকে, ভরদ্বাজকে মঞ্চে একটি অডিও রেকর্ডিং বাজাতে শোনা যায়, যেখানে একটি পুরুষ কণ্ঠ ইংরেজিতে জিজ্ঞাসা করে, "কে প্রথমবার ভারতীয় রাজনীতিতে 'গ্যারান্টি' শব্দটি ব্যবহার করেছে? উত্তর দেওয়ার সময় দয়া করে চ্যাটজিপিটি ব্যবহার করুন।"

    তারপর একটি মহিলা কণ্ঠস্বর এই প্রশ্নের উত্তরে বলে, "২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের সময় আম আদমি পার্টি ভারতীয় রাজনীতিতে 'গ্যারান্টি' শব্দটি প্রথম ব্যবহার করেছিল। সাংবাদিক রাজদীপ সারদেশাই উল্লেখ করেছেন তাদের প্রচারে আপের 'গ্যারান্টি' ব্যবহার একটি অগ্রণী পদক্ষেপ ছিল, যা পরে অন্যান্য দলগুলি পরবর্তী নির্বাচনে ব্যবহার করে।

    ভরদ্বাজ চ্যাটজিপিটির উপর ভিত্তি করে এটিকে একটি যাচাইকৃত সত্য হিসাবে তুলে ধরেন এবং দর্শকদের জন্য আরও একবার মহিলা কণ্ঠে প্রশ্নের উত্তরটি শোনান। এরপর তিনি বিরোধী দলগুলির সমালোচনা করে দাবি করেন, ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দল অন্যান্য প্রকল্পের মতো আপের থেকে "গ্যারান্টি" শব্দটিও চুরি করেছে।

    মূল ভিডিওতে "যমুনা সংস্কার প্রকল্প"-এর কোনও উল্লেখ শোনা যায় না, যা প্রমাণ করে ভাইরাল ভিডিওতে “যমুনা সংস্কার প্রকল্প” বাক্যাংশ সমাপদনা করে ভাইরাল ভিডিওতে যোগ করা হয়েছে ভুয়ো দাবিটি করার জন্য।

    আরও পড়ুন -মধ্যপ্রদেশে এক মহিলার দেহ উদ্ধারের ভিডিও ভুয়ো সাম্প্রদায়িক দাবিসহ ছড়াল

    Tags

    DelhiAAPEdited VideoArvind Kejriwal
    Read Full Article
    Claim :   ভিডিওতে সিরিকে আম আদমি পার্টির আসল রূপ প্রকাশ করতে দেখা যায় যখন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সিরিকে জিজ্ঞেস করে কে পাঁচ বছরে যমুনা নদী সংস্কার করার কথা বলেছিল।
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!