হিন্দু মহিলার ভাইকে বিয়ে করার ভিডিও কাল্পনিক গল্পের নাট্যরূপ, সত্যি নয়
ভাইরাল ভিডিও তৈরি করেছেন কানহাইয়া সিংহ নামক এক কন্টেন্ট নির্মাতা এবং ভিডিওতে অন্তর্ভুক্ত দাবিত্যাগে জানানো হয়েছে সেটি কাল্পনিক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিনোদনের জন্য তৈরি একটি কাল্পনিক ভিডিও (scripted video) বাস্তব ঘটনা হিসাবে ভাইরাল হয়েছে যেখানে একটি মেয়েকে (girl) তার ভাইকে (brother) বিয়ে (marriage) করার কথা দাবি করতে শোনা যায়। ভিডিওটিতে মেয়েটি আরও উল্লেখ করেন সে তার ভাইয়ের সন্তানসহ গর্ভবতী।
বুম দেখে ভাইরাল ভিডিওটি তৈরি করেছেন কানহাইয়া সিংহ নামক এক কন্টেন্ট নির্মাতা। এছাড়াও, ভিডিওতে অন্তর্ভুক্ত দাবিত্যাগে বলা হয়েছে এটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা। সিংহ তার ফেসবুক পেজে নিজেকে একজন 'প্র্যাঙ্ক ভিডিও' নির্মাতা হিসাবে পরিচয় দিয়েছেন।
২ মিনিটের ২০ সেকেন্ডের ভিডিওতে, গলায় মালা ও সিঁদুর পড়া একটি মেয়েকে বলতে শোনা যায় সে তার ভাইকে বিয়ে করেছে এবং সে দেড় মাসের গর্ভবতী। তার পাশে উপস্থিত ছেলেটি দাবি করে তাদের পরিবারের বিরোধিতা সত্ত্বেও সে তার বোনকে পালিয়ে বিয়ে করেছে। ভাইরা ভিডিওতে মেয়েটি ও ছেলেটি নিজেদের যথাক্রমে ১৮ ও ২০ বছর বয়সী বলে দাবি করে।
একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখে, "স্থান : পুরোপুরি বিমারু,উত্তম ও মধ্যম প্রদেশ। এ আমার ভাই,আমি ওর বোন।আমি ওর বাচ্চার মা হতে চলেছি তাই আমি ভাইকে বিয়ে করে নিয়েছি।আমাদেরকেও আলাদা করতে পারবে না। এই সম্পর্কের কি নাম?"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভাইরাল ভিডিওতে কানহাইয়া সিংহ নামক এক ব্যক্তির একটি দাবিত্যাগ দেওয়া হয়েছে। দাবিত্যাগটিতে উল্লিখিত আছে ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
ভিডিওতে প্রদর্শিত দাবিত্যাগটি নীচে দেখা যাবে।
এই সূত্র ধরে, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করি এবং ভাইরাল ভিডিওটির নির্মাতাকারীর ফেসবুক প্রোফাইলটি খুঁজে পাই। আমরা দেখি তিনি ২০২৫ সালের ১ জানুয়ারি তার ফেসবুক পেজে ভিডিওটির একটি দীর্ঘতর সংস্করণ আপলোড করেছেন।
পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভ দেখুন এখানে।
ভিডিওটির দীর্ঘতর সংস্করণে, মেয়েটিকে বলতে শোনা যায় ছেলেটি তার নিজের ভাই নয়, বরং তার মামার ছেলে।
আমরা দেখি যিনি ভিডিওটি তৈরি করেছেন তিনি নিজেকে একজন "ভিডিও নির্মাতা" হিসাবে পরিচয় দেন এবং তার ফেসবুক বায়োতে তিনি "প্র্যাঙ্ক ভিডিও" তৈরি করেন বলে উল্লেখ করা হয়েছে।
সিংহের ফেসবুক পেজের আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।