মুসলিম হওয়ার কারণে বাদ মুস্তাফিজুর দাবিতে ছড়াল শাহরুখ খানের AI ভিডিও
বুম দেখে শাহরুখ খানের পুরনো একটি ভিডিওর উপর এআই ভয়েস বসিয়ে ভাইরাল দাবিটি করা হয়েছে।

সম্প্রতি বলিউড অভিনেতা ও আইপিএল (IPL) দল কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক শাহরুখ খানের (Shahrukh Khan) একটি এআই নির্মিত ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে বাংলাদেশি (Bangladeshi) বোলার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কেকেআর থেকে বাদ দিয়ে দেওয়ার বিসিসিআইয়ের (BCCI) নির্দেশের নিন্দা করতে শোনা যায় অভিনেতাকে।
ভাইরাল ভিডিওয় শাহরুখ খানকে বলতে শোনা যায় মুসলিম বলেই বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই, তিনি হিন্দু হলে এই নির্দেশ দেওয়া হতো না। তিনি আরও বলেন, নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরও আইপিএল থেকে বাদ দেওয়া উচিত কারণ সেদেশেও হিন্দুদের বিরোধিতা করা হচ্ছে।
বুম একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে ভিডিওটি পরীক্ষা করে দেখে সেটি কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি। শাহরুখ খানের পুরনো একটি ভিডিওর উপর এআই নির্মিত অডিও বসিয়ে ভাইরাল দাবিটি করা হয়েছে।
২০২৬ সালের আইপিএলের জন্য নিলামে ৯.২০ কোটি টাকায় বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কেকেআর। তবে গত ৩ জানুয়ারি, বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানান, বিসিসিআইয়ের তরফে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই ঘটনার পরই ভাইরাল হয় এই ভিডিও।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "মুস্তাফিজুর ভাইকে নিয়ে মূল্যবান কথা বললেন নায়ক শাহরুখ খান।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. পুরনো ভিডিও: আমরা ভাইরাল দাবিটি যাচাই করতে প্রথমে গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করি তবে, মুস্তাফিজুর প্রসঙ্গে বিসিসিআইয়ের বিরুদ্ধে শাহরুখ খানের করা এধরণের মন্তব্য সম্পর্কিত কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাইনি। এরপর আমরা রিভার্স ইমেজ সার্চ করে ২০১৫ সালের আইআইএম ব্যাঙ্গালোরের প্রাক্তন ছাত্রছাত্রীদের অ্যাসোসিয়েশনের লিডারশিপ কনক্লেভে শাহরুখ খানের বক্তৃতা দেওয়ার ভিডিও পাই। আমরা দেখি ওই ভিডিওর দৃশ্যকে উলটে ভাইরাল ভিডিওয় ব্যবহার করা হয়েছে।
২. কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা: এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা শাহরুখ খানের ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করি। বাফেলো ইউনিভার্সিটির মিডিয়া ফরেনসিক্স ল্যাবের তৈরি ডিপফেক-ও-মিটারে করা পরীক্ষায় ভাইরাল ভিডিওটি এআই নির্মিত হওয়ার প্রবল সম্ভাবনা পাওয়া গেছে।
এছাড়াও আমরা নিশ্চিত হতে হিয়া ডিপফেক ভয়েস যাচাইকারী টুলে ভাইরাল ভিডিওর অডিও অংশটি পরীক্ষা করি। ফলাফল থেকে জানা যায়, টুলটি সেটিকে ডিপফেক অর্থাৎ এআই নির্মিত হিসাবে শনাক্ত করেছে।
এছাড়াও, আমরা অডিও অংশটি ডিপফেক অডিও যাচাইকারী রিসেম্বল এআইয়েও পরীক্ষা করি। পরীক্ষায় অডিওটিকে ভুয়ো এবং এআই নির্মিত বলে শনাক্ত করে রিসেম্বল এআই।






