প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে শশী তারুর টুইট করলেন ট্রাকের ভুয়ো ছবি
বুম যাচাই করে দেখে ট্রাকের আসল ছবিটিতে কোনও বিদ্রুপাত্মক মন্তব্য নেই। ছবিটি ২০১১ সাল থেকে ইন্টারনেটে রয়েছে।
সাংসদ শশী তারুর (Shashi Tharoor) শনিবার একটি ট্রাকের (Truck) সম্পাদনা করা ভুয়ো ছবি টুইট করেছেন। ছবির ওই ট্রাকটির গায়ে নরেন্দ্র মোদী (Naredndra Modi) সরকারকে কটাক্ষ করে একটি মন্তব্য লেখা আছে।
ছবিটিতে দেখা যাচ্ছে, ট্রাকের পেছনে হিন্দিতে লেখা একটি মন্তব্য আছে। তাতে বলা হয়েছে, "দয়া করে হর্ন বাজাবেন না মোদী সরকার ঘুমিয়ে আছে"।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৩৩,৭০০ ব্যবহারকারী থারুরের টুইটটি 'লাইক' করেন এবং প্রায় ৪,০০০ বার রিটুইট করা হয় সেটি।
টুইটটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
ফেসবুকে ভাইরাল
বেশ কিছু ফেসবুক ব্যবহারকারীও ওই একই ছবি পোস্ট করেন।
২০১৮ থেকে ছবিটি ভাইরাল
টুইটার প্রভাবক মধু পূর্ণিমা কিশোয়ার ফেব্রুয়ারি ২০১৮ সালে ছবিটি টুইট করেন। ক্যাপশনে তিনি লেখেন, "ভারতের ট্রাকে অনেক সময় জ্ঞানী, কৌতুকপূর্ণ, দার্শনিক, কাব্যিক, রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মন্তব্য থাকে। এইটি অনেক কিছু বলে।"
টুইটি আর্কাইভ করা আছে এখানে।
ভারতীয় জাতীয় কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ছবিটি ১৫ মার্চ, ২০১৯ টুইট করেছিল।
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন: ভুয়ো খবর: ফাইজার অধিকর্তা বুর্লাকে এফবিআই প্রতারণায় গ্রেফতার করেছে
তথ্য যাচাই
বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দেখে সেটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। আসল ছবিতে মোদী সরকারকে কটাক্ষ করে কোনও মন্তব্য নেই। আমরা দেখি, ৭ নভেম্বর, ২০১১ প্রকাশিত ভারতে ট্রাক চালানো সংক্রান্ত একটি লেখার সঙ্গে ব্যবহার করা হয় ছবিটি। 'বিয়নোতি' নামের আরও একটি ওয়েবসাইটেও ছবিটি দেখা যায়।
আসল ও ভুয়ো ছবি দু'টি নীচে তুলনা করা হয়েছে।
২০১৯ সালে এসএমহোক্সস্লেয়ার ভাইরাল ছবিটি খন্ডন করে। তারপর, ২০২১ সালে ওই একই ছবি রাহুল গাঁধীকে কটাক্ষ করার জন্য ব্যবহার করা হলে, সেটিকে ভুয়ো বলে শনাক্ত করে ফ্যাক্টলি।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বৌদ্ধ স্মারকের ভিডিও ছড়িয়ে দাবি অশোক কাননে সীতার বসার পাথর