শিয়ালকোটে বিস্ফোরণের এক্সক্লুসিভ দৃশ্য বলে TV9 বাংলা দেখাল ধারাভির ভিডিও
বুম দেখে ভিডিওয় আসলে এবছরের মার্চে মুম্বইয়ের ধারাভিতে হওয়া সিলিন্ডার বিস্ফোরণ ও আগুনের দৃশ্য দেখা যায়, শিয়ালকোটের নয়।



'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) এবং ভারত-পাকিস্তানের (India-Pakistan) মধ্যে চলতি সংঘাতের আবহে, সংবাদমাধ্যম টিভি৯ বাংলা (TV9 Bangla) মুম্বইয়ের ধারভিতে (Dharavi) সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা ভয়াবহ আগুনের একটি ভিডিও পাকিস্তানের শিয়ালকোটের (Sialkot)এক্সক্লুসিভ দৃশ্য হিসাবে সরাসরি সম্প্রচার করে। একই ভুয়ো দাবিসহ ভিডিওটি সমাজমাধ্যম ব্যবহারকারীরাও শেয়ার করেছেন।
বুম অনুসন্ধান করে দেখে ভিডিওটি ২০২৫ সালের ২৫ মার্চ মুম্বইয়ের ধারাভিতে কুড়িটিরও অধিক এলপিজি সিলিন্ডার সমেত একটি ট্রাকে আগুন লেগে গিয়ে পর পর সিলিন্ডারে বিস্ফোরণের।
পর পর বিস্ফোরণ ও আগুন লাগার ভিডিওটি সম্প্রচার করে টিভি৯ বাংলার তরফ থেকে আরও দাবি করা হয় ভিডিওটি তারা বালুচ বিদ্রোহীদের সূত্র মারফত পেয়েছে।
এক ফেসবুক ব্যবহারকারী একই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, “২২ এপ্রিল: যা মোদীকে গিয়ে বল। ৭ মে থেকে মোদী বলতে শুরু করেছেন গতকালের পর এখন জ্বলছে শিয়ালকোট... রাওয়ালপিন্ডি।”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
শিয়ালকোট নয়, আগুনের দৃশ্য মুম্বইয়ের ধারাভির
বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুরূপ দৃশ্যসহ মার্চ ২০২৫-এর একাধিক ইউটিউব ভিডিও পায় যার ক্যাপশন থেকে জানা যায় আগুনের দৃশ্য মুম্বইয়ের ধারাভিতে হওয়া সিলিন্ডার বিস্ফোরণের।
দেখুন এখানে।
নীচে টিভি৯ বাংলার সম্প্রচারিত ভিডিওর সঙ্গে ইউটিউবে উপলব্ধ ভিডিওর স্ক্রিনশটের একটি তুলনা দেওয়া হল।
এর থেকে বোঝা যায়, ভিডিওটি পুরনো এবং পাকিস্তানের শিয়ালকোটের নয়।
এরপর, আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে টাইমস অফ ইন্ডিয়ার ২০২৫ সালের ২৬ মার্চের একটি প্রতিবেদন পাই। প্রতিবেদন অনুসারে সিয়ন ধারাভি লিংক রোডে একটি এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লাগে ২৫ তারিখ রাতে।
প্রতিবেদন অনুসারে, আগুন লাগে একটি সিলিন্ডারে লিক থেকে এবং সেখান থেকেই পর পর বিস্ফোরণ হয়। ট্রাকেটিতে ২০টিরও বেশি সিলিন্ডার ছিল বলে জানা যায়।
টাইমস অফ ইন্ডিয়া এক্সে ২৫ মার্চ বিস্ফোরণের একটি ভিডিও পোস্ট করে।