
ওয়েব সিরিজে গোলা-গুলির দৃশ্য ছড়াল সিধু মুসেওয়ালার খুনের ঘটনা বলে
বুম দেখে ভাইরাল দৃশ্যের ভিডিওটি এমএক্স প্লেয়ারে চলা ‘শুক্লা দ্য টাইগার’ সিরিজের একটি দৃশ্যাংশ।

এক দল লোক এক ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে, এমন একটি দৃশ্যকে সোশাল মিডিয়ায় (Social Media) শেয়ার করে ভুয়ো ক্যাপশন দেওয়া হয়েছে যে, এটি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করার সাম্প্রতিক ছবি।
বুম দেখে দৃশ্যটি একটি ওয়েব-সিরিজ থেকে নেওয়া এবং তার ক্যাপশনটিও ভুয়ো।
গত ২৯ মে, ২০২২ পাঞ্জাবের মানসা জেলার জওহরকা গ্রামে সিধু মুসেওয়ালা নামেই বেশি পরিচিত শুভদীপ সিং সিধু আততায়ীদের গুলিতে নিহত হন। পাঞ্জাবের নব-নির্বাচিত আম আদমি পার্টির সরকার সিধুর নিরাপত্তা অর্ধেক করে দেওয়ার পরের দিনই এই হত্যাকাণ্ড ঘটে।
কংগ্রেসের নেতা এই জনপ্রিয় গায়ক হিংসা এবং বন্দুকের সংস্কৃতি প্রচার করার দায়ে ইতিপূর্বে একাধিক বার অভিযুক্ত হয়েছেন, তবে ঠিক সেই কারণেই তিনি সম্ভবত তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক দল লোক একটি গাড়ি থেকে নেমে এসে এক ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। নেপথ্যে পাঞ্জাবি ভাষায় শোনা যাচ্ছে-- "টিভির পর্দায় দেখুন কী ভাবে সিধু মুসেওয়ালাকে খুন করা হয়েছে...কারা খুন করেছে, সেটাও আপনারা চোখের সামনে দেখছেন"। এই হত্যাকাণ্ডে কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে, তারও বর্ণনা দেওয়া হয়েছে।
ফেসবুক-এ গুরুমুখী ভাষায় ভাইরাল হওয়া একটি ক্যাপশনে লেখা হয়েছে, "হে ভগবান! কী ভাবে মুসেওয়ালাকে মারা হচ্ছে দেখুন!"
পোস্টটি দেখুন এখানে।
একই ধরনের অন্য পোস্টগুলি দেখতে এখানে, এখানে এবং এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: হিমাচল প্রদেশের নাগকেশর ফুল ভুয়ো দাবিতে ছড়াল সমুদ্র কলম প্রাণীর ছবি
তথ্য যাচাই
বুম ভাইরাল হওয়া ভিডিওটির খোঁজখবর করেছে। আমরা দেখেছি, শেয়ারচ্যাট-এ এর থেকেও স্পষ্ট একটি ছবি ফুটে উঠেছে এবং তার মূল ফ্রেমগুলি তল্লাশি চালিয়ে ইউটিউবে আমরা একই ভাইরাল ক্লিপের সংযোগও (link) খুঁজে পেয়েছি।
শেয়ারচ্যাট থেকে প্রাপ্ত ভিডিওটি নীচে দেখুন।
সব কয়টি ইউটিউব সংযোগই কিন্তু ২০২১ সালের। দেখুন এখানে, এখানে এবং এখানে।
তার মধ্যে একটি ইউ-টিউব সংযোগের শিরোনাম হলো— "বদনাম গার্বু সঙ/ইন নীরজ বাওয়ানা অ্যাটাক অন রোড পুলিশ।"
এই 'নীরজ বাওয়ানা' হলো একজন কুখ্যাত গ্যাংস্টার যে বর্তমানে দিল্লির তিহার জেলে আটক রয়েছে। সিধু মুসেওয়ালার হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করে বাওয়ানা আবার সম্প্রতি খবরে এসেছে।
ইউচিউবের ভিডিওটিতে প্রথমেই উত্তর দেওয়া হয়েছে যে, এই ভিডিওটি 'শুক্লা দ্য টাইগার' ছবি থেকে নেওয়া, যেটি আবার বানানো হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার শ্রী প্রকাশ শুক্লার জীবনভিত্তিক ছবি হিসাবে। বর্তমানে এই ছবিটি এম-এক্স প্লেয়ারে ওয়েব-সিরিজ হিসাবে দেখানো হচ্ছেl বুম এর পর 'শুক্লা দ্য টাইগার' সিরিজের আখ্যানগুলো দেখে এবং লক্ষ্য করে আট নম্বর আখ্যান থেকেই ভাইরাল হওয়া এই ভিডিওটি তুলে আনা হয়েছে। আখ্যানটির শিরোনাম—"এক ধোকা"।
আমরা ভাইরাল ভিডিও ক্লিপটির সঙ্গে এম-এক্স সিরিজের আখ্যান মিলিয়ে দেখেছি, উভয়ের দৃশ্যই হুবহু এক।
নীচে দেখুন।
এ ছাড়া বুম সিধু মুসেওয়ালার হত্যার প্রকাশিত সংবাদ-প্রতিবেদনও খতিয়ে দেখেছে, যার দৃশ্যগুলি ভাইরাল ভিডিওর দৃশ্যের থেকে সম্পূর্ণ আলাদা।
আরও পড়ুন: নূপুর শর্মার মন্তব্যের পর মইন মুনির আলি আইপিএল খেলা বয়কট করবেন বলেননি
Claim : ভিডিওতে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার দৃশ্য দেখা যায়
Claimed By : Social Media Users
Fact Check : False
Next Story