না, ক্লক টাওয়ারে ভগবান রামের হলোগ্রামের ভিডিও কাশ্মীরের নয়
বুম যাচাই করে দেখে ভিডিওটি উত্তরাখণ্ডের দেহরাদূন শহরের
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও যেখানে একটি ক্লক টাওয়ারে ভগবান রামের হলোগ্রাম দেখা যায়। দাবি করা হয় এটি শ্রীনগরের লাল চকের দৃশ্য।
বুম যাচাই করে দেখে দাবিটি সঠিক নয়। এটি আসলে উত্তরাখণ্ডের দেহরাদূন শহরের দৃশ্য।
২২ জানুয়ারি তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন অযোধ্যার রাম মন্দির। ভক্তদের এই উদ্বোধনের প্রতি উচ্ছাসের মধ্যেই বিরোধী দলের নেতা সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে-সহ শঙ্করাচার্যের ৪ জন প্রধান পুরোহিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে অস্বীকার করেছে। বিরোধীরা এই অনুষ্ঠানকে আরএসএস-বিজেপি প্রচার বলে জানিয়েছেন এবং শঙ্করাচার্যের পুরোহিতরা একটি 'অসম্পূর্ণ মন্দিরের' উদ্বোধন করা নিয়ে আপত্তি জানান।
সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া এই ভিডিওতে একটি ক্লক টাওয়ারের উপর ভগবান রামের একটি হলোগ্রাম দেখা যায়। ভিডিওর প্রেক্ষাপটে রামভক্তির গানও শোনা যায়।
একজন ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন,"শ্রীনগর, কাশ্মীর।"
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। এই ভিডিওর আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে দাবিগুলি ভুয়ো এবং এটি শ্রীনগরের নয়, দেহরাদূন শহরের ভিডিও।
আমরা এই ভিডিওর অংশগুলি একটি রিভার্স সার্চ করি এবং বেশ কিছু পোস্ট খুঁজে পাই যেখানে উল্লেখ করা হয় এটি দেহরাদূনের একটি ক্লক টাওয়ারের দৃশ্য। এমন কিছু পোস্ট দেখতে এখানে এবং এখানে ক্লিক করুন।
এই সূত্র ধরে আমরা গুগল ম্যাপে এই ধরণের ক্লক টাওয়ারের বিষয় সার্চ করি এবং লক্ষ্য করি এটি দেহরাদূনের পল্টন বাজারে অবস্থিত।
গুগল ম্যাপের লিংকটি দেখতে এখানে ক্লিক করুন।
২০২২ সালের এই স্ট্রিট ভিউতে 'স্ম্যাশ' নামক একটি ক্রীড়া-ভিত্তিক জায়গার নির্মাণ হতে দেখা যায়। 'স্ম্যাশ' উদ্বোধন হয় ২০২৩ সালের নভেম্বর মাসে এবং ভাইরাল ভিডিওটিতে এই জায়গাটি চালু থাকতে দেখা যায়।
ভাইরাল ভিডিওর সাথে স্ট্রিট ভিউর একটি তুলনা নিচে দেখা যাবে:
এছাড়াও আমরা লক্ষ্য করি শ্রীনগরের ক্লক টাওয়ারের আকার ভাইরাল ভিডিওর ক্লক টাওয়ারের থেকে আলাদা। এই সংক্রান্ত একটি তুলনা নিচে দেখা যাবে: