প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বর্বেদ মহামন্দির পরিদর্শনের ভিডিও রাম মন্দির বলে ছড়াল
বুম যাচাই করে দেখে ভিডিওটি ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখের যখন প্রধানমন্ত্রী মোদী স্বর্বেদ মহামন্দিরের উদ্বোধন করেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একটি ভিডিও যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একটি মন্দির প্রাঙ্গন পরিদর্শন করতে। দাবি করা হয় এটি তাদের অযোধ্যা রাম মন্দির পরিদর্শন করার এক দৃশ্য।
বুম যাচাই করে দেখে ভিডিওটি অযোধ্যার রাম মন্দিরের নয়, স্বর্বেদ মহামন্দিরের ২০২৩ সালের উদ্বোধনী অনুষ্ঠানের।
২২ জানুয়ারী, ২০২৪ উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ উপস্থিত থাকবেন বহু প্রভাবশালী ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানে নিমন্ত্রিত সচিন তেন্ডুলকর, রতন টাটা, মুকেশ আম্বানি, বিরাট কোহলি এবং অন্যান্যরা। অযোধ্যা রাম মন্দির নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য যার তথ্য যাচাই করে বুম।
ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একটি মন্দির প্রাঙ্গন পরিদর্শন করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বাংলায় ক্যাপশন হিসেবে লেখেন,"অযোধ্যা রাম মন্দির পরিক্রমা ও দর্শন, জয় শ্রী রাম।"
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম এই ভিডিওর অংশগুলি রিভার্স সার্চ করে এবং প্রথমেই ডেক্কান হেরাল্ড সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন খুঁজে পায় যেটি প্রকাশিত হয় ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখে। এই প্রতিবেদনে মন্দির প্রাঙ্গন পরিদর্শনের দৃশ্যটি উপস্থিত থাকতে দেখা যায় যা সোশ্যাল মিডিয়ায় উপস্থিত ভিডিওতেও দেখা গেছে। এই প্রতিবেদনের ছবির ক্যাপশনে উল্লেখ করা হয় এটি বেনারসের স্বর্বেদ মহামন্দির উদ্বোধনের একটি দৃশ্য।
প্রতিবেদনের লিংক এখানে দেখা যাবে।
এরপর আমরা দৈনিক জাগরণের একটি হিন্দি প্রতিবেদনেও একই ছবি এবং তথ্য খুঁজে পাই যেখানে বলা হয় প্রধানমন্ত্রী মোদী ১৮ ডিসেম্বর তারিখে এই স্বর্বেদ মহামন্দিরের উদ্বোধন করেন। জানা যায় স্বর্বেদ মহামন্দির হল একটি ধ্যানকেন্দ্র যেখানে বহু মানুষ একসাথে বসে ধ্যান করতে পারবেন।
দৈনিক জাগরণের প্রতিবেদনে এএনআই সংবাদসংস্থার এক্সে (প্রাক্তন টুইটার) পোস্ট করা একটি ভিডিও উপস্থিত থাকতে দেখা যায় যেখানে এই অনুষ্ঠানের দৃশ্যগুলি উপস্থিত রয়েছে।
এরপর বুম যোগাযোগ করে স্বর্বেদ মহামন্দিরের সোশ্যাল মিডিয়া আহ্বায়ক রাজেশ সহায়ের সাথে যিনি বুমকে নিশ্চিত করে বলেন, "হ্যাঁ, এই দৃশ্য বেনারসের স্বর্বেদ মহামন্দিরের ১৮ ডিসেম্বর, ২০২৩ তারিখের উদ্বোধনেরই। এটি তোলা হয় যখন এই অনুষ্ঠানের অতিথিরা স্বর্বেদ মহামন্দির প্রাঙ্গনের পরিদর্শন করছিলেন।"