বিভ্রান্তিকর দাবিতে ছড়াল শুভেন্দুর মাতঙ্গিনী হাজরা বর্ণপরিচয়ের স্রষ্টা মন্তব্য
বুম শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ বক্তব্য শুনে দেখে তিনি আসলে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মন্তব্যটি করেন।

তৃণমূল কংগ্রেসকে (TMC) কটাক্ষ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) 'বর্ণপরিচয়ের স্রষ্টার নাম বিপ্লবী মাতঙ্গিনী হাজরা' (Matangini Hazra) মন্তব্যটির এক সম্পাদিত ভিডিও সম্প্রতি বিভ্রান্তিকর ভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেতাদের ভাষণে ভুল তথ্য দেওয়া নিয়ে কটাক্ষ করতেই মন্তব্যটি করেছিলেন শুভেন্দু অধিকারী।
ভাইরাল ভিডিওয় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, "মাতঙ্গিনী হাজরা বর্ণপরিচয় লিখেছিলেন।"
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "ভাগ্যিস বলিস নি তোর মা লিখেছেন বর্ণপরিচয়! মাতঙ্গিনী হাজরা বর্ণপরিচয় লিখেছিলেন! বক্তা - শুভেন্দু অধিকারী!" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম:
২০২২ সালের সেপ্টেম্বর মাসে একই দাবিসহ ভিডিওটি ভাইরাল হলে সেসময় তার তথ্য যাচাই করে বুম।
১. শুভেন্দু অধিকারীর আসল বক্তব্য: বুম দেখে ২০২২ সালের একটি ভাইরাল পোস্টে ভিডিওর কৃতজ্ঞতাস্বরূপ লেখা হয়েছে হলদিয়া লাইভ। আমরা ফেসবুকে হলদিয়া লাইভের পেজে ২৯ মে, ২০২২ সালের একটি পোস্টে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎকারে ভাইরাল মন্তব্যটি দেখতে পাই। সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কথা বলছিলেন।
ভিডিওর ৬:৫৫ মিনিটে অভিষেককে উদ্দেশ্য করে তিনি বলেন, "রাজনীতি করতে গেলে বলার আগে মেপে বলা উচিত। আর এই ধরনের অশিক্ষিত রাজনৈতিক কর্মী...পশ্চিমবাংলা বলে আপনারা টিভিতে দেখান। মাতঙ্গিনী হাজরা বর্ণপরিচয় লিখেছিলেন... সুশীল সামন্ত... এর আগে পিসিমণি ২৩ জানুয়ারি কলকাতাতে অপমান করলেন যে মাতঙ্গিনী হাজরা গুলি খেতে খেতে... রক্ত খেতে খেতে পিঠাবলিতে মারা গেছেন। কত বড় মিথ্যা! মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছেন ১৯৪২ এর ২৯ সেপ্টেম্বর তমলুকের বান পুকুরে। এর আগে বিদ্যাসাগরকে এই তোলাবাজ কয়লা ভাইপো অপমান করে গিয়েছে... বর্ণপরিচয় লেখা নিয়ে।"
২. শুভেন্দুর মন্তব্যের প্রেক্ষাপট: ২০২১ সালের ১৬ মার্চ পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছেন, "মাথায় রাখবেন, বর্ণপরিচয়ের স্রষ্টা বাংলার বীর সন্তান মাতঙ্গিনী হাজরা।" এই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কথাগুলি বলেছিলেন শুভেন্দু অধিকারী।