কাশ্মীরে তেরঙ্গা যাত্রার পুরনো ভিডিও বালোচিস্তানের দাবি করে ভাইরাল
বুম দেখে ভাইরাল ভিডিওটি এবছরের জানুয়ারি মাসে কাশ্মীরে এবিভিপির আয়োজিত তেরঙ্গা যাত্রার, বালোচিস্তানের নয়।



সোশ্যাল মিডিয়ায় ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিলের একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন সেটি বালোচিস্তানে (Balochistan) তেরঙ্গা যাত্রার (tiranga rally) ভিডিও।
বুম দেখে বালোচিস্তান নয়, বরং ভাইরাল ভিডিও আসলে ২০২৫ সালের জানুয়ারি মাসে কাশ্মীরে আয়োজিত অখিল ভারতীয় বিদ্যার্থী (এবিভিপি) পরিষদের তেরঙ্গা মিছিলের।
পাকিস্তানের থেকে আলাদা হয়ে বালোচিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাইয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বালোচ বিদ্রোহীরা। জাফর এক্সপ্রেস হাইজ্যাক থেকে শুরু করে বালোচিস্তান প্রদেশে পাক সেনার গাড়িতে আইইডি বিস্ফোরণের মতো ঘটনার দায় নিয়েছে বালোচিস্তানের বিচ্ছিনতাকামী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি।
সাম্প্রতিক ভারত-পাক সংঘাতের সময়েও, পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে তারা ভারতের পক্ষ নিয়েছে। বিখ্যাত বালুচ নেতা ও সাহ্যিতিক মির ইয়ার বালোচ তার এক্স হ্যান্ডেলে বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণাও করে ।
এরই মাঝে, এক বিশাল ভারতীয় জাতীয় পতাকা নিয়ে মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওর ওপর ইংরেজিতে 'বালুচিস্তান' ও হিন্দিতে 'জয় শ্রী রাম' লেখা দেখা যায়।
একটি ফেসবুক পেজ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখে, "বালুচিস্তান আজ ভারতীয় পতাকা নিয়ে ভারত জয়ের তিরঙ্গা যাত্রা হচ্ছে দেখুন।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে প্রথমে, গুগল লেন্সে ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা ভাইরাল ভিডিওর দৃশ্যসহ ৩০ জানুয়ারি, ২০২৫-এর একাধিক ফেসবুক পোস্ট পাই।
একটি পোস্টের ক্যাপশন অনুসারে, ভিডিওটি কাশ্মীরের শ্রীনগরে টিআরসি চৌক থেকে লাল চৌক অবধি এবিভিপির আয়োজিত তেরঙ্গা মিছিলের।
এরপর, আমরা সম্পর্কিত কিওয়ার্ড সার্চের মাধ্যমে স্থানীয় গণমাধ্যম দ্য কাশ্মীর টুডের পেজে ২০২৫ সালের ৩০ জানুয়ারিতে পোস্ট করা ৭:২৬ মিনিটের একটি ফেসবুক লাইভ ভিডিও পাই। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সেটি এবিভিপি কাশ্মীরের আয়োজিত তেরঙ্গা মিছিলের।
নীচে ভাইরাল ভিডিওর সঙ্গে লাইভ ভিডিওটির দৃশ্যের একটি তুলনা দেখা যাবে।
এবিভিপি ভয়েস ও স্থানীয় এবিভিপির ইনস্টাগ্রাম হ্যান্ডেল, abvpjk আর abvpkashmir-এ তেরঙ্গা যাত্রার দৃশ্য পোস্ট করা হয় ২০২৫ সালের জানুয়ারি মাসে। পোস্টগুলিতে জাতীয় পতাকাসহ মিছিলের সামনে "শান-এ-তিরঙ্গা" লেখা একটি ব্যানারও। দেখুন এখানে ও এখানে।
এরপর, আমরা গুগলে কিওয়ার্ড সার্চের মাধ্যমে এবিভিপির কাশ্মীরের শাখার ৩০ জানুয়ারি, ২০২৫-এ আয়োজিত তেরঙ্গা মিছিল সংক্রান্ত একাধিক সংবাদ প্রতিবেদন পাই।
দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা যায়, একটি ৫০ ফুট লম্বা ভারতের জাতীয় পতাকা নিয়ে এবিভিপি শ্রীনগরের লাল চৌকে ট্যুরিস্ট রিসেপশন সেন্টার থেকে তেরঙ্গা মিছিল শুরু করে এবছরের ৩০ জানুয়ারি। মিছিলে ভারতের জাতীয় সঙ্গীতও গাওয়া হয়।
কাশ্মীর অবজার্ভারের ৩১ জানুয়ারি, ২০২৫-এর রিপোর্ট অনুসারে, প্রায় ৭০ জন ছাত্রছাত্রী এই মিছিলে অংশগ্রহণ করেন। এক এবিভিপির নেতা জানান, শিক্ষার্থীদের মধ্যে দেশাত্ববোধ জাগিয়ে তোলাই এই মিছিলের উদ্দেশ্য।