বাংলাদেশের ঘটনা বলে ছড়াল ত্রিপুরার মসজিদে ভাঙচুরের দৃশ্য
বুম দেখে ভিডিওটিতে ত্রিপুরার কদমতলার এলাকার এক মসজিদে ভাঙচুরের দৃশ্য দেখতে পাওয়া যায়।
সম্প্রতি একটি মসজিদ ভাঙচুর হওয়ার পুরোনো এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দাবি করা হয়েছে তাতে বাংলাদেশের (Bangladesh) শেরপুরের ঘটনা দেখতে পাওয়া যায়।
বুম যাচাই করে দেখে ভাইরাল ওই ভিডিওর সাথে বাংলাদেশের কোনও ঘটনার সম্পর্ক নেই। আমরা দেখি, এবছরের অক্টোবর মাসে ত্রিপুরার কদমতলার এলাকার এক মসজিদে ভাঙচুরের ঘটনাটি ঘটে।
সাম্প্রদায়িক হিংসের কারণে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করার কথা সম্প্রতি স্বীকার করেছে সেদেশে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। হিংসার সেই ঘটনার জেরে এখনও পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।
২৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা হচ্ছে একটি মসজিদে ভাঙচুর করা হয়েছে এছাড়াও এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “সারা মসজিদ ও কোরআন শরীফ জালাইয়া”। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, “শেরপুরের মুরশিদপুর দরবার শরীফের মসজিদ এখন আপনার বিবেক কোথায়..?”
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আর্কাইভটি দেখতে ক্লিক করুন এখানে।
ফ্যাক্ট চেক
এই একই ভিডিও সোশ্যাল মিডিয়াতে সম্ভলের জামা মসজিদে হিসেবে ভাইরাল হলে সম্প্রতি বুম হিন্দি তার তথ্য যাচাই করে দেখে ভিডিওটি আসলে ত্রিপুরার কদমতলা এলাকার।
সম্ভল পুলিশের তরফেও ভাইরাল ভিডিওর সাথে ছড়ান সেই ভুয়ো দাবি খন্ডন করে তাদের এক্স অফিসিয়াল হ্যান্ডেল থেকে জানান হয় ভিডিওটি আসলে ত্রিপুরার।
আমরা ভিডিওটির কিছু ফ্রেম ভেঙে সেগুলি দিয়ে রিভার্স সার্চ করে এবছরের অক্টোবরে পোস্ট হওয়া একাধিক এক্স ও ইনস্টাগ্রাম পোস্ট দেখতে পাই যেখানে ভাইরাল ভিডিওটি ত্রিপুরার কদমতলার বলে উল্লেখ করা হয়েছে।
অতঃপর, আমরা গুগলে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ৭ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাই, যেখান থেকে জানা যায়, দুর্গাপূজোতে চাঁদা তোলা নিয়ে ত্রিপুরার কদমতলায় এক সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে কদমতলার বাজারে দোকানপাট ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়।
সাম্প্রদায়িক সেই সংঘর্ষের বিষয়ে দ্য হিন্দুও ৮ অক্টোবর প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন অনুযায়ী, ৬ অক্টোবর এক মুসলিম পরিবার কাছ থেকে জোর করে দুর্গাপূজার চাঁদা তোলা নিয়ে হয় ঝামেলার সূত্রপাত।
আমরা গুগল ম্যাপে থাকা ত্রিপুরার কদমতলা বাজার মসজিদের ছবির সাথে ভাইরাল ভিডিওর একটি ফ্রেমের তুলনা করে তাদের মধ্যে মিল খুঁজে পাই। নিচে সেই তুলনা দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন -না, ভিডিওটি বাংলাদেশে হিন্দু সাধুর জটা কেটে ইসলামে ধর্মান্তরিতকরণের নয়