নিথর প্রভুর পাশে প্রিয় পোষ্য, ছবিটি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের নয়
বুম যাচাই করে দেখে ছবিটি ২০১৮ সালের অক্টোবর মাস থেকে অনলাইনে রয়েছে— তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের সঙ্গে কোনও সম্পর্ক নেই।
ধ্বংস্তূপে নিথর প্রভুর কাছে একটি কুকুর (pet dog) চুপ করে বসে আছে, এরকম একটি ছবি অনলাইনে শেয়ার করে দাবি করা (viral image) হচ্ছে, এই মর্মান্তিক দৃশ্যটি তুরস্ক-সিরিয়ায় (Turkey Syria Earthquake) ঘটে যাওয়া সাম্প্রতিক ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত।
বুম যাচাই করে দেখে দাবিটি ভুয়ো। ছবিটি অনলাইনে ভূকম্প-সম্পর্কিত স্টক ছবিগুলির একটি। ২০১৮ সালের অক্টোবর মাস থেকে অনলাইনে রয়েছে।
৬ ফেব্রুয়ারি, ২০২৩ এক বিধ্বংসী ভূমিকম্প তুরস্ক ও সিরিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করে। এর ফলে অন্তত ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং নিহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। উদ্ধারকারীরা অবশিষ্ট জীবিতদের খোঁজে প্রবল বৃষ্টি ও ঠান্ডার মধ্যে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভূকম্পে হতাহতদের মর্মান্তিক সব ছবি ভেসে আসছে, তবে সেই সঙ্গে কিছু পুরনো ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে।
এই ছবিটিতে যেমন দেখা যাচ্ছে, এক মৃত ব্যক্তির হাত ধ্বংসস্তূপে আটকে রয়েছে এবং তার কাছেই তার পোষা ল্যাব্রাডর কুকুরটি চুপ করে বসে রয়েছে।
ফেসবুকে এই ছবিটি ভাইরাল করে ক্যাপশন দেওয়া হয়েছে, “কুকুরটি তার প্রভুর কাছে বসে রয়েছে কখন সাহায্যকারীরা এসে তাঁকে উদ্ধার করে তার অপেক্ষায়।”
বাংলা ক্যাপশন সহ ছবিটি ব্যাপকভাবে ফেসবুকে ভাইরাল হয়েছে।
তথ্য যাচাই
বুম এই ছবিটির খোঁজখবর নিয়ে দেখেছে, এটি তুরস্ক ও সিরিয়ায় ঘটে-যাওয়া সাম্প্রতিক ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত নয়। আমরা আলামি নামের একটি স্টক ছবির সাইটে এই ছবিটি দেখেছি, যেটি তোলা হয়েছিল ২০১৮ সালের ১৮ অক্টোবর এবং যার ক্যাপশন ছিল, “ভূকম্পের পর কুকুরটি ধ্বংসস্তূপে আহতদের খুঁজে বেড়াচ্ছে।”
এর পর ২০১৯ সালের ৪ জানুয়ারি এই ছবিটিকেই আমরা আইস্টকফোটো নামের একটি সাইটে পোস্ট হতে দেখি।
এই ছবিটিকে অবশ্য সাজানো ফোটো বলে মনে হয়, কেননা এতে কোথাকার ঘটনা, কী বৃত্তান্ত, সে সব কোনও তথ্য নেই, উল্লেখ নেই ভূমিকম্পেরও।
দুটি ছবিতেই আলোকচিত্রী হিসাবে জারোস্লাভ নস্কার নাম রয়েছে। আমরা খুঁজে পায়, এই নস্কা একজন চেক আলোকচিত্রী এবং তাঁর সম্পর্কে বিশদে জানতে হলে তাঁর ওয়েবসাইট দেখুন।
আমরা ই-মেল মারফত জারোস্লাভ নস্কার সঙ্গে যোগাযোগ করেছি। তাঁর উত্তর পাওয়া গেলে এই প্রতিবেদনটি সংস্করণ করা হবে।