বিলাসবহুল বাসের ছবিগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জন সংযোগ যাত্রা’র নয়
বুম যাচাই করে দেখে বিলাসবহুল বাসের এই ছবিগুলি তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচি ‘জন সংযোগ যাত্রা’-র সঙ্গে সম্পর্কিত নয়।
চারটি সম্পর্কহীন বিলাসবহুল (Luxury) বাসের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘জন সংযোগ যাত্রা’ (Jano Sanjog Yatra) প্রচারে ব্যবহৃত হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল হওয়া বিলাসবহুল বাসের এই ছবিগুলি তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচি ‘জন সংযোগ যাত্রা’-র সঙ্গে সম্পর্কিত নয়।
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজনৈতিক প্রচার কর্মসূচির অঙ্গ হিসাবে ২৫ এপ্রিল থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে শুরু করছেন জন সংযোগ যাত্রা। কোচবিহার জেলা থেকে সূচনা হবে এই রাজ্যব্যাপী প্রচার কর্মসূচি। ভাইরাল ছবিগুলি এই প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
ফেসবুক পোস্টে চারটি বিলাসবহুল বাস ও তার ভেতরের ছবি বলে দাবি করা হয়েছে। ছবিগুলিতে যথাক্রমে লেখা হয়েছে, ভাইপোর লিমুজিন বাস, ভাইপোর বাসের টয়লেট, ভাইপোর বাসে বিশ্রামাগার, ভাইপোর বাসে বসার ব্যবস্থা,
ছবিগুলি পোস্ট করে ফেসবুকে ক্যাপশন লেখা হয়েছে, “#এক্সক্লুসিভ কালীঘাটের কয়লা ভাইপো শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাসে সওয়ার হয়ে, হাড় জিরজিরে রাজ্যবাসীর দুঃখ দেখতে আসছেন! #যাত্রা_শুভ_হোক”।
বুম দেখে একই দাবিতে ছবিগুলি ব্যাপকভাবে ফেসবুকে শেয়ার করা হয়েছে। একটি ফেসবুক পোস্টটি দেখুন এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম চারটি ছবিকেই রিভার্স সার্চ করে দেখে এগুলির একটিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রচার কর্মসূচির অঙ্গ নয়। পরস্পরের সম্পর্কহীন ছবিগুলি অনেক আগে থেকেই সোশাল মিডিয়ায় রয়েছে।
প্রথম ছবি
ভলভো ৯৭০০ মডেলের শীততাপ নিয়ন্ত্রিত বাসের ছবিটি ২০১৮ সালে এনওএলএন নেট নামে একটি যানবাহন সংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল।
একই ছবি দেখা যাবে ২০২২ সালের ১৫ জানুয়ারি মটোহুইলার ডটকম নামের আরেকটি ওয়েবসাইটে। আবার এই একই ছবি রয়েছে ভারতের ই-বাণিজ্য ওয়েবসাইট ইন্ডিয়ামার্ট-এ।
দ্বিতীয় ছবি
মাইক্রোওভেনের সুবিধা থাকা এই বাসের ভেতরের ছবিটি ২০২৩ সালের জানুয়ারি মাসে জি নিউজ ও ওমনিবাসনিউজ নামের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল।
তৃতীয় ছবি
বিলাসবহুল বিছনা বালিশ থাকা এই ছবিটি ২০২০ সালের অগস্ট মাসে মার্কিন ট্যাবলয়েড গণমাধ্যম নিউ ইয়র্কপোস্ট-এ প্রকাশিত হয়েছিল। জামাইকার গণমাধ্যম ম্যাকয়নিউজে প্রকাশিত হয়েছিল একই ছবি। ছবিটিকে মার্কিন সঙ্গীত শিল্পী টেলর সুইফটের ট্যুরে ব্যবহৃত বাস বলে দাবি করা হয়।
চতুর্থ ছবি
বিলাসবহুল বেশ কয়েকটি সোফা সাজানো এই ছবিটি পাওয়া যাবে ২০২১ সালের ডাব্লুটিএক্স নিউজ নামের ওয়েবসাইটে। বিদেশি আরেকটি ওয়েবসাইটেও রয়েছে একই ছবি।