ঘুড়ির সঙ্গে উড়ল ৩ বছরের শিশু তাইওয়ানের পুরনো ভিডিও আমদাবাদের বলে ছড়াল
২০২০ সালের ভিডিওটিতে তাইওয়ানের ঘুড়ি উৎসবে বিরাট এক ঘুড়ির সঙ্গে জড়িয়ে গেলে ৩ বছরের শিশুকে ওপরে উঠে যেতে দেখা যায়।
বিরাট এক ঘুড়ির (giant kite) সঙ্গে জড়িয়ে গিয়ে একটি শিশু কন্যাকে শূন্যে উঠে যেতে দেখা যাচ্ছে একটি ভিডিওতে। ভিডিওটি সোশাল মিডিয়ায় এই বলে শেয়ার করা হচ্ছে যে, আমদাবাদে (Ahmedabad) ৩ বছরের একটি মেয়ে বৃহৎ এক ঘুড়ির সঙ্গে জড়িয়ে গিয়ে শূন্যে উঠে যায়।
বুম দেখে, দাবিটি মিথ্যে। ভিডিওটি ২০২০তে তোলা। তাইওয়ান-এর সিঞ্চু শহরে অনুষ্ঠিত এক ঘুড়ি উৎসবে, একটি বিরাট ঘুড়ির সঙ্গে জড়িয়ে গিয়ে, ৩ বছরের একটি শিশুকে শূন্যে উঠে যেতে দেখা যাচ্ছে ভিডিওটিতে।
আমরা দেখি, ভিডিওটি হোয়াটসঅ্যাপে শেয়ার করা হচ্ছে। সেটির ক্যাপশনে বলা হয়েছে, “আমদাবাদে, একটি ঘুড়ির সঙ্গে উড়ে গেল ৩ বছরের এক মেয়ে। ভাগ্য ভাল যে সে নিরাপদে নীচে নেমে আসতে পেরেছে। খুবই ভয়ের ব্যাপার...?”
বুম দেখে, একই ক্যাপশন সহ ভিডিওটি ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
‘থ্রি ইয়ার ওল্ড লিফ্ট বাই কাইট’ এই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি। তার ফলে, ২০২০ সালের অগস্ট মাসে প্রকাশিত বেশ কিছু সংবাদ প্রতিবেদন আমরা দেখতে পাই। উত্তর তাইওয়ানের সিঞ্চু শহরের একটি ঘটনা সম্পর্কে লেখা হয় সেগুলিতে।
৩০ অগস্ট, ২০২০ প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেস-এর রিপোর্টে বলা হয়, মেয়েটি “ঘুড়ির সঙ্গে জড়িয়ে গিয়ে কয়েক মিটার শূন্যে উঠে যাওয়ার পর এখন নিরাপদে আছে বলে জানা গেছে”।
সিএনএন-এর রিপোর্টের একটি অংশ নিচে দেওয়া হল।
আন্তর্জাতিক ঘুড়ি উৎসব রাজধানী তাইপের দক্ষিণে অনুষ্ঠিত হচ্ছিল। ব্যাপকভাবে সোশাল মিডিয়ায় ছড়ানো ভিডিওর ঘটনাটি দেখায় জনতা প্রদর্শনের জন্য বড় লেজের কমলা রঙের ঘুড়ির জন্য অপেক্ষা করছে। ঘুড়িটি প্রবল বাতাসে উড়তে থাকে। আয়োজনকারীরা তখন ঘুড়িটাকে যেতে দেয়। তখন ঘুড়িটি উড়তে থাকে লেজে জড়ানো বচ্চাটি সমেত। এটা স্পষ্ট নয় বাচ্চা মেয়েটি মাটিতে ঘুড়ির কতটা কাছে ছিল অথবা কীভাবে ঘুড়তে সে আটকে যায়। বাতাসের দাপটে বাচ্চাটি উপরে উঠে গেলে অর্তনাদ শোনা যায় এবং পালটি খেতে দেখা যায় বাতাসের সাথে সাথে। ৩০ সেকেন্ডের মত বাচ্চা মেয়েটিকে বাসাতে ভাসতে থাকে যতক্ষননা দর্শদের মধ্যে কেউ একজন বাচ্চাটিকে ধরে ঘুড়িটি ছেড়ে দেয়।
ওই ঘটনার একটি দৃশ্য আমরা সাউথ চায়না মর্নিং পোস্ট গণমাধ্যমের রিপোর্টেও দেখতে পাই। আহমেদাবাদের ঘটনা বলে যে ভিডিওটি শেয়ার করা হচ্ছে, সেটির সঙ্গে ওই ভিডিওটি মিলে যায়।