আগরতলায় সিএনজি গাড়িতে আগুন দাবিতে ছড়াল গুয়াহাটির অগ্নিকাণ্ডের ঘটনা
বুম যাচাই করে দেখে ২০ অগস্ট ২০২২ গুয়াহাটির ভাঙাগড় উড়ালপুলের নিচে এক বিরিয়ানির দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
অসমের গুয়াহাটি (Guwahati) ভাঙাগড় উড়ালপুলের (Flyover) নিচে একটি দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনাকে ভুয়ো দাবি সহ ত্রিপুরার (Tripura) বটতলা বাজারের ঘটনা বলে ছড়ানো হচ্ছে।
ফেসবুকে শেয়ার করা উড়ালপুলের উপর থেকে তোলা ২৮ সেকেন্ডের ভিডিওটি বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা যায় তার পর ধোঁয়ার ভরে যায় চারপাশ।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "CNG গাড়িতে আগুন (বটতলা বাজার) আগরতলা।"
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
একই দাবি সহ ভিডিওটি ইউটিউবেও আপলোড করা হয়েছে।
আরও পড়ুন: ডিনামাইটে আহত বলিভিয়ার প্রতিবাদী জম্মু-কাশ্মীরের ভিডিও বলে ছড়াল
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ত্রিপুরার বটতলায় সিএনজি গ্যাসের গাড়িতে আগুন লাগেনি।
বুম ভিডিওটির কয়েকটি মূল ফ্রেম নিয়ে গুগলে রিভার্জ ইমেজ সার্চ করলে একটি টুইট ও ইউটিউবে আপলোড করা ভিডিও খুঁজে পায়। ওই টুইটে ও ভিডিওতে দাবি করা হয়, গুয়াহাটির ভাঙাগড়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা।
বুম এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে একাধিক প্রতিবেদন খুঁজে পায়। উত্তর-পূর্ব ভারতের সংবাদ মাধ্যম ইস্ট মোজোতে প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী, ২০ আগস্ট, ২০২২ শনিবার গুয়াহাটির ভাঙাগড় উড়ালপুলের নিচে শপিং কমপ্লেক্সের নিচের তলায় একটি বিরিয়ানির দোকানে আগুন লাগে। দুটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। পাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপনের ৫ টি গাড়ি ঘটনাস্থলে পৌছায়। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
এব্যপারে পড়ুন প্রতিদিন টাইম ও টাইম৮-এর প্রতিবেদন।
ইস্ট মোজোর ইউটিউব চ্যানেলে একই ঘটনার ভিন্ন দিক থেকে ভিডিও তোলা হয়েছে।
বুম ত্রিপুরার বটতলায় সিএনজি গ্যাসের গাড়িতে আগুন লেগেছে এই সংক্রান্ত কোনও নির্ভরযোগ্য প্রতিবেদন খুঁজে পায়নি।
আরও পড়ুন: মধ্যপ্রদেশে পঞ্চায়েত সচিবকে মারধর ভুয়ো দাবিতে ছড়াল উত্তরপ্রদেশের ভিডিও