বিনা টিকিটে মেট্রো গেট পেরোনোর ভাইরাল ভিডিও দিল্লির, বিহারের নয়
পাটনা রেল কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে ভাইরাল ভিডিও বিহারে চালু হওয়া কোনও মেট্রো স্টেশনের নয়।

বিহারে (Bihar) নতুন চালু হওয়া মেট্রো (Metro) স্টেশনের দৃশ্য ভুয়ো দাবি করে যাত্রীদের বিনা টিকিটে অটোমেটিক ফেয়ার কালেকশন (AFC) সিস্টেম পেরিয়ে যাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম অনুসন্ধান করে দেখে ভিডিওটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের আওতায় থাকা কোনও মেট্রো স্টেশনের, বিহার মেট্রোর সাথে সম্পর্কিত নয়।
৬ অক্টোবর, ২০২৫-এ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাটনায় মেট্রো উদ্বোধন করার মাধ্যমে বিহারে প্রথমবারের জন্য মেট্রো পরিষেবা শুরু হয়েছে।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওয় হাত দিয়ে খুলে বা শিশুদের ক্ষেত্রে নীচে হামাগুড়ি দিয়ে, টিকিট ব্যবহার না করেই একটি মেট্রো স্টেশনে কিছু যাত্রীকে এএফসি গেট পার করতে দেখা যায়। ভিডিওয় পোস্টের উপর ইংরেজিতে "বিহারে নতুন খোলা মেট্রো স্টেশনের দৃশ্য" লেখাটি দেখা যায়। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "বিহার স্পেশাল...পাটনা মেট্রো।সূত্র - ফেসবুক।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. দিল্লি মেট্রোর সঙ্গে যুক্ত স্টেশনের ভিডিও: ভাইরাল ভিডিওর কিফ্রেমগুলি পর্যবেক্ষণ করলে একাধিক জায়গায় দিল্লি মেট্রোর লাল রঙের লোগো লক্ষ্য করা যায়। আমরা দেখি ভিডিওর এএফসি গেট দিল্লি মেট্রোর লোগো দৃশ্যমান। পাটনা মেট্রোর এএফসি গেটের লোগো নীল রঙের যা ভাইরাল ভিডিওর সঙ্গে মেলে না। নীচে দুটি লোগোর একটি তুলনা দেওয়া হল।
২. পাটনা রেল কর্পোরেশন ভাইরাল দাবি খণ্ডন করেছে: পাটনা মেট্রো রেল কর্পোরেশন তাদের এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিও পাটনার নয় জানিয়ে দাবিটি খণ্ডন করেছে। ১৩ অক্টোবর, ২০২৫-এর এক্স পোস্টের ক্যাপশনে তারা লেখে, "সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা একটি ভিডিওতে দাবি করা হয়েছে পাটনা মেট্রোতে যাত্রীরা টিকিট ছাড়া AFC ব্যারিয়ারের পার করে যাত্রা করছেন। এই দাবি মিথ্যা। এই ভিডিও পাটনা মেট্রোর কোনো স্টেশনের নয়।"